Purulia News: প্রযুক্তিগত ভাবে হবে কৃষিকাজ! নতুন দিশা দেখাচ্ছে পুরুলিয়ার কৃষি দফতর

রুক্ষ লালমাটির জেলা পুরুলিয়ায় মূলত এক-ফসলি জমি। বিকল্প চাষ এই জেলায় খুব কমই হয়। তাই কৃষি দফতর সর্বদাই কৃষকদের পাশে থাকার চেষ্টা করে। উন্নত মানের কৃষি পদ্ধতিতে চাষ শুরু হতে চলেছে জেলা পুরুলিয়ায়। ‌ চলছে তারই পরীক্ষামূলক প্রস্তুতি। ড্রোনের মাধ্যমে উন্নত পদ্ধতিতে ন্যানো ইউরিয়া স্প্রে করা হচ্ছে চাষ জমিতে। ‌সরকারের আতমা প্রকল্পের আওতাধীন প্রযুক্তিগত চাষ শুরু হতে চলেছে জেলায়।