তালবেড়িয়া ড্যাম

Summer Vacation Trip: ছবির থেকেও বেশি সুন্দর! পুরুলিয়া গেলেও পাহাড়-শালবন ঘেরা এই জায়গাটি কি মিস করেছেন? গরমের ছুটিতে ঘুরে আসুন

*রাঢ়বঙ্গের অন্যতম জেলা পুরুলিয়া। ‌এই জেলার রূপ পরিবর্তন হয় ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে। পর্যটনপ্রেমীদের ভ্রমণের তালিকায় বরাবরই থাকে লাল মাটির এই জেলা। দু-দিনের ছুটিতে তাই অনেকেই এই জেলায় বেড়াতে আসেন। কারণ এই জেলার বিভিন্ন প্রান্তে রয়েছে নানান পর্যটন কেন্দ্র। প্রতিবেদনঃ শর্মিষ্ঠা ব্যানার্জি। সংগৃহীত ছবি। 
*রাঢ়বঙ্গের অন্যতম জেলা পুরুলিয়া। ‌এই জেলার রূপ পরিবর্তন হয় ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে। পর্যটনপ্রেমীদের ভ্রমণের তালিকায় বরাবরই থাকে লাল মাটির এই জেলা। দু-দিনের ছুটিতে তাই অনেকেই এই জেলায় বেড়াতে আসেন। কারণ এই জেলার বিভিন্ন প্রান্তে রয়েছে নানান পর্যটন কেন্দ্র। প্রতিবেদনঃ শর্মিষ্ঠা ব্যানার্জি। সংগৃহীত ছবি।
*এই পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম তালবেড়িয়া ড্যাম। পুরুলিয়া বাঁকুড়া সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই জলাশয়টি। ‌সেচের কাজের সুবিধার্থে বাম আমলে তৈরি হয়েছিল এই জলাশয়। এই জলাশয় তৈরি হওয়ার কারণে চাষিরাও অনেকখানি উপকৃত হয়েছেন। সংগৃহীত ছবি।
*এই পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম তালবেড়িয়া ড্যাম। পুরুলিয়া বাঁকুড়া সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই জলাশয়টি। ‌সেচের কাজের সুবিধার্থে বাম আমলে তৈরি হয়েছিল এই জলাশয়। এই জলাশয় তৈরি হওয়ার কারণে চাষিরাও অনেকখানি উপকৃত হয়েছেন। সংগৃহীত ছবি।
*বর্তমানে এই জলাশয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি পর্যটন কেন্দ্র। কমবেশি সারা বছরই এখানে মানুষের ঢল নামে। রয়েছে নৌকা বিহারের ব্যবস্থা। এতে রুটি রুজির অন্য রাস্তা খুলে গিয়েছে এই এলাকার বেশ কিছু মানুষের। সংগৃহীত ছবি। 
*বর্তমানে এই জলাশয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি পর্যটন কেন্দ্র। কমবেশি সারা বছরই এখানে মানুষের ঢল নামে। রয়েছে নৌকা বিহারের ব্যবস্থা। এতে রুটি রুজির অন্য রাস্তা খুলে গিয়েছে এই এলাকার বেশ কিছু মানুষের। সংগৃহীত ছবি।
*এই জলাশয় ঘিরে রয়েছে পাহাড় ও সারি , সারি শালবন। ‌অপরূপ সৌন্দর্যে ঘেরা এই তালবেড়িয়া ড্যাম। পিকনিক বা শীতের মরসুমে এখানে পর্যটকদের অনেকখানি ভিড় থাকে। এ ছাড়াও বছরের অন্যান্য সময় বিকেলের দিকে অনেকেই এই ড্যামে বেড়াতে আসেন। বিগত কয়েকদিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে জেলায়। এই গরমের আবহ একটু কম হতেই অনেকেই বেড়াতে আসছেন এই ড্যামে। সংগৃহীত ছবি। 
*এই জলাশয় ঘিরে রয়েছে পাহাড় ও সারি , সারি শালবন। ‌অপরূপ সৌন্দর্যে ঘেরা এই তালবেড়িয়া ড্যাম। পিকনিক বা শীতের মরসুমে এখানে পর্যটকদের অনেকখানি ভিড় থাকে। এ ছাড়াও বছরের অন্যান্য সময় বিকেলের দিকে অনেকেই এই ড্যামে বেড়াতে আসেন। বিগত কয়েকদিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে জেলায়। এই গরমের আবহ একটু কম হতেই অনেকেই বেড়াতে আসছেন এই ড্যামে। সংগৃহীত ছবি।
*পর্যটকরা বলেন, ভীষণ সুন্দর এই ড্যাম। পরিবারের সঙ্গে তারা এখানে বেড়াতে এসেছেন। বেশ ভাল লাগছে জায়গাটি দেখে। নৌকা বিহার করেও বেশ ভাল লেগেছে। সংগৃহীত ছবি। 
*পর্যটকরা বলেন, ভীষণ সুন্দর এই ড্যাম। পরিবারের সঙ্গে তারা এখানে বেড়াতে এসেছেন। বেশ ভাল লাগছে জায়গাটি দেখে। নৌকা বিহার করেও বেশ ভাল লেগেছে। সংগৃহীত ছবি।
*নৌকার মালিকেরা বলেন, কমবেশি সারা বছরই এখানে পর্যটকেরা আসে। মোটামুটি তাদের রোজগার ভালই হয়। বিগত তিন বছর ধরে এই নৌকা বিহার চালু হয়েছে তালবেড়িয়া ড্যামে। সংগৃহীত ছবি। 
*নৌকার মালিকেরা বলেন, কমবেশি সারা বছরই এখানে পর্যটকেরা আসে। মোটামুটি তাদের রোজগার ভালই হয়। বিগত তিন বছর ধরে এই নৌকা বিহার চালু হয়েছে তালবেড়িয়া ড্যামে। সংগৃহীত ছবি।
*ভ্রমণপিপাসু মানুষের পছন্দের অন্যতম জায়গা পুরুলিয়া। বছরে বিভিন্ন সময় মানুষ পুরুলিয়া বেড়াতে আসেন। আর ভ্রমণের তালিকায় অনেকখানি জায়গা করে নিয়েছে এই তালবেড়িয়া ড্যাম। ‌সংগৃহীত ছবি।
*ভ্রমণপিপাসু মানুষের পছন্দের অন্যতম জায়গা পুরুলিয়া। বছরে বিভিন্ন সময় মানুষ পুরুলিয়া বেড়াতে আসেন। আর ভ্রমণের তালিকায় অনেকখানি জায়গা করে নিয়েছে এই তালবেড়িয়া ড্যাম। ‌সংগৃহীত ছবি।