Purulia Tourism: ভারতীয় রেলের তৎপরতায় পুরুলিয়া ট্যুরিজম এখন আরও মনোরম!

ভ্রমন পিপাসু মানুষের পছন্দের অন্যতম গন্তব্য পুরুলিয়া। লাল মাটির এই জেলায় রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। তাই সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে এই জেলায়। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা পুরুলিয়া এলেও বেশিরভাগ পর্যটকই আসেন কলকাতা থেকে।
ভ্রমন পিপাসু মানুষের পছন্দের অন্যতম গন্তব্য পুরুলিয়া। লাল মাটির এই জেলায় রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। তাই সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে এই জেলায়। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা পুরুলিয়া এলেও বেশিরভাগ পর্যটকই আসেন কলকাতা থেকে। (শর্মিষ্ঠা ব্যানার্জি)
কলকাতা থেকে পুরুলিয়া আসার জন্য হাতে গোনা মাত্র তিনটি ট্রেন রয়েছে। সেগুলির মধ্যে অন্যতম হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। প্রতিদিন রাত ১২:০৫-এ হাওয়া থেকে ছাড়ে এই ট্রেন।
কলকাতা থেকে পুরুলিয়া আসার জন্য হাতে গোনা মাত্র তিনটি ট্রেন রয়েছে। সেগুলির মধ্যে অন্যতম হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। প্রতিদিন রাত ১২:০৫-এ হাওয়া থেকে ছাড়ে এই ট্রেন।
চেয়ারকার থেকে শুরু করে এসি, নন এসি বিভিন্ন পরিষেবা রয়েছে। তারই মধ্যে অন্যতম নতুন সংযোজন ফাস্ট ক্লাস এসি। এই প্রথমবার পুরুলিয়া চক্রধরপুর এক্সপ্রেস এ ফাস্ট ক্লাস এসি পরিষেবা চালু করা হয়েছে। আর এতে খুশি যাত্রীরা। এ বিষয়ে যাত্রীরা বলেন , এই প্রথমবার তারা হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস এ ফাস্ট ক্লাস এসি পরিষেবা পেয়েছেন।
চেয়ারকার থেকে শুরু করে এসি, নন এসি বিভিন্ন পরিষেবা রয়েছে। তারই মধ্যে অন্যতম নতুন সংযোজন ফাস্ট ক্লাস এসি। এই প্রথমবার পুরুলিয়া চক্রধরপুর এক্সপ্রেস এ ফাস্ট ক্লাস এসি পরিষেবা চালু করা হয়েছে। আর এতে খুশি যাত্রীরা। এ বিষয়ে যাত্রীরা বলেন , এই প্রথমবার তারা হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস এ ফাস্ট ক্লাস এসি পরিষেবা পেয়েছেন।
তাদের খুবই ভাল লাগছে। পরিষেবা যথেষ্ট ভাল। পরিষ্কার পরিচ্ছন্ন সবদিক। অনেকটাই কমফোর্টেবল জার্নি। এরকম ভাবে এর আগে কখনও পুরুলিয়া যাওয়া হয়নি। তাই অভিজ্ঞতা ভীষণই ভাল।
তাদের খুবই ভাল লাগছে। পরিষেবা যথেষ্ট ভাল। পরিষ্কার পরিচ্ছন্ন সবদিক। অনেকটাই কমফোর্টেবল জার্নি। এরকম ভাবে এর আগে কখনও পুরুলিয়া যাওয়া হয়নি। তাই অভিজ্ঞতা ভীষণই ভাল।
পর্যটন মানচিত্রে বরাবরই পুরুলিয়া অন্যতম একটি জায়গা। এখানে রয়েছে নানান বৈচিত্র তাই সারা বছরই পর্যটকরা ছুটে আসেন লাল মাটির এই জেলাত। তাই তাদের জন্য এই পরিষেবা শুরু হওয়ায় খুশি পর্যটকেরা।
পর্যটন মানচিত্রে বরাবরই পুরুলিয়া অন্যতম একটি জায়গা। এখানে রয়েছে নানান বৈচিত্র তাই সারা বছরই পর্যটকরা ছুটে আসেন লাল মাটির এই জেলাত। তাই তাদের জন্য এই পরিষেবা শুরু হওয়ায় খুশি পর্যটকেরা।