আতশবাজি প্রদর্শনীর মাঝে ভয়াবহ পরিণতি

Accident: আলোর রোশনাই মুহূর্তে ডুবল কান্নায়! আহত-মৃতের ভয়ঙ্কর দৃশ্য ভয় ধরাবে, পুরুলিয়ায় হাহাকার

পুরুলিয়া: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই আলোর উৎসবেই নামল শোকের ছায়া। ঐতিহ্যবাহী আতশবাজির প্রদর্শনী দেখার সময় ঘটল ভয়াবহ দুর্ঘটনা। ছাদের কার্নিশ ভেঙে জখম প্রায় ১৬ জন৷ মৃত্যু হয়েছে দু’জনের। পুরুলিয়া শহরের জেলিয়াপাড়া ধীবর সমিতির দুর্গাপুজোর ঐতিহ্যবাহী আতশবাজি বরাবর বিখ্যাত। এই আতশবাজির প্রদর্শনী দেখতে দূর-দুরান্ত থেকে বহু মানুষ ভিড় জমান।‌ এদিন ছিল সেই প্রদর্শনী, যা দেখতে গিয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা।

শহরের একটি বাড়ির ছাদের কার্নিশ ভেঙে ঘটে দুর্ঘটনাটি। তড়িঘড়ি জখমদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে ও মেডিক্যাল কলেজে নিয়ে যায় পুলিশ।‌ আহতদের মধ্যে দু-জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদের মধ্যে একজন মহিলা ও একজন পুরুষ নাম মোহন ধীবর ও সোনালী ধীবর।‌ সম্পর্কে তাঁরা স্বামী-স্ত্রী, এই দুর্ঘটনার জেরে মাঝপথে বন্ধ হয়ে যায় আতশবাজি প্রদর্শন।

আরও পড়ুনঃ তুলসিই রক্ষাকর্তা! কোজাগরী লক্ষ্মীপুজোয় এই ৫ কাজের একটিও ভুলবেন না, দুঃখ-অশান্তি ছুঁতে পারবে না

আরও পড়ুনঃ টাটকা ইলিশ খেতে চান? হাতে সময় নেই, বাজার থেকে আজই কিনুন, স্বাদ-গন্ধে মন ভরে যাবে, দাম জানেন?

ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো। তিনি বলেন, প্রতিবছরই এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় পুরুলিয়া শহরে। এ বছরও তাই হয়েছিল। এই ঘটনার খুবই মর্মান্তিক এমন ঘটনার আগে ঘটেনি। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, হঠাৎ করেই এই ঘটনা ঘটেছে, তারা কেউ বুঝতেই পারেনি কীভাবে ঘটল। বেশ কয়েকজন জখম হয়েছে। তারাও আতঙ্কের মধ্যে রয়েছেন। আনন্দ উৎসবের মধ্যে বিষাদের সুর। এই দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা শহরে।

শর্মিষ্ঠা ব্যানার্জি