পুরুলিয়া ছৌ নাচ

Purulia News : ছৌ নৃত্যে আবারও সাফল্য পুরুলিয়ার ভূমিপুত্রের

পুরুলিয়া : লাল মাটির জেলা পুরুলিয়া। এই জেলার ঐতিহ্য ছৌ। এই জেলার ছেলে-মেয়েদের মধ্যে ছোটবেলা থেকেই ছৌ নৃত্য বা ছৌ মুখোশের প্রতি আলাদাই আবেগ উন্মাদনা রয়েছে। আর তা হবে নাই বা কেন , এই জেলার শিল্প সংস্কৃতির আঙ্গিনাকে বিশ্বের দরবারে তুলে ধরেছে এই ছৌ। এই ছৌ-এর জন্যই এই জেলার এসেছে দু-দুটো পদ্মশ্রী। ‌ আর এবার এই ছৌ নৃত্যকে রাজ্যস্তরে উপস্থাপন করে জেলার নাম উজ্জ্বল করল পুরুলিয়ার ভূমিপুত্র রুদ্রজিৎ মাহাত। সম্প্রতি উড়িষ্যার বালেশ্বরে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন রাজ্যের আন্ত: বিশ্ববিদ্যালয়ের নৃত্য প্রতিযোগিতায় ছৌ নৃত্য পরিবেশন করে প্রথম স্থান অধিকার করেছে সে। এই প্রতিযোগিতায় নিজের নৃত্যকলার জন্য একাধিক মানুষের সুনাম কুড়িয়েছে সে।

পুরুলিয়ার বরাবাজারের নতুনডি গ্রামে এক চিলতে বাড়িতে বসবাস করে রুদ্রজিৎ। পরিবারে রয়েছে দারিদ্রতা ছোঁয়া। চাষবাস করে কোনওরকমে সংসার চলে তাদের। ছোটবেলা থেকেই তার ছৌ নৃত্যের প্রতি অগাধ টানছিল। পড়াশুনার পাশাপাশি পুরুলিয়া সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় থেকে ছৌ নৃত্যের উপর ডিপ্লোমার করছে সে‌। এই সমস্ত কিছু সামলে পরিবারের পাশে দাঁড়ানোরও সমানভাবে চেষ্টা করে রুদ্রজিৎ।এ বিষয়ে রুদ্রজিৎ মাহাত বলেন‌, তিনি প্রায় সাত আট বছর ধরে ছৌ নৃত্যের তালিম নিচ্ছেন। পড়াশোনা , বাড়ির সমস্ত দায়-দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ছৌ নৃত্যের জন্য অনেকটাই সময় দেন। ‌

আরও পড়ুন : রঙে রঙে রঙিল আকাশ…., পলাশের টানে পুরুলিয়ায় পর্যটকদের উপচে পড়া ভিড়

এখনও পর্যন্ত তিনি বিভিন্ন রাজ্যে নিজের নৃত্যকলা প্রদর্শনী করেছেন। আগামী দিনে এই ছৌ নৃত্যকে আরও অনেক মানুষের কাছে তুলে ধরতে চায় সে। ‌এ বিষয়ে গ্রামেরই এক বাসিন্দা বলেন , রুদ্রজিৎ-এর ছেলেবেলা থেকেই ছৌ নৃত্যের প্রতি টান ছিল। ‌পড়াশোনার পাশাপাশি সে প্রত্যেক দিনই নিজের ছৌ নৃত্যের জন্য সময় বের করে। আমরা গ্রামবাসী হিসেবে তার জন্য খুবই গর্বিত। আমরা চাই আগামী দিনে সে আরও বড় জায়গায় পৌঁছাক।

প্রবল ইচ্ছা শক্তি ও মনের জোরে সব কিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের ছৌ নৃত্যকে নিয়ে এগিয়ে চলেছে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের ছেলে রুদ্রজিৎ মাহাত।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

তার ছৌ নৃত্য ইতিমধ্যেই সাড়া ফেলেছে বিভিন্ন জায়গায়। ‌ তার এই সাফল্যে গর্বিত গোটা জেলা। ‌

শর্মিষ্ঠা ব্যানার্জি