প্রতীকী ছবি৷

CBI: বিভিন্ন জায়গায় যাবে টিম… আরজি করের ঘটনায় টালা থানার রিপোর্ট তলব সিবিআইয়ের

কলকাতা: গতকাল গভীর রাতে আরজি করের দুষ্কৃতী হামলার ঘটনায় টালা থানা কাছে রিপোর্ট তলব করল সিবিআই। বৃহস্পতিবার সকালে সিবিআই জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি সহ সিবিআই টিম সিডিও কমপ্লেক্সে আসে।

বৃহস্পতিবার মূলত কয়েকটা টিম ভাগ হয়ে গিয়ে বিভিন্ন জায়গায় যাবে। সিবিআই সূত্রে খবর, আর জি করে যেভাবে গতকাল রাতে সিবিআই বেরনোর পরে ভাঙচুর হয়েছে, তাতে প্রমাণ লোপাটের জন্যই কি ভাঙচুর? মোটিভ কী? পুলিসের বদলে সিবিআই দিয়ে তদন্ত তাও কেন এমন অপ্রীতিকর পরিস্থিতি হল? সিবিআই এবার তদন্ত পরবর্তী পদক্ষেপ নিয়ে নির্দেশ দেবে আজ সিবিআই কর্তারা।  সেক্ষেত্রে আরও সতর্কতা জন্য নির্দেশ সিবিআইয়ের।

আরও পড়ুন:   রাত দখলের রাতে আরজি করে হামলা! জোর করে ভিতরে ঢুকে হাসপাতালে ভাঙচুর বহিরাগতদের

অভিযোগ, রাত দখলের রাতে ভাঙচুর চলে আরজি কর হাসপাতালে। প্রচুর মানুষ আরজি কর হাসপাতালের ভিতরে ঢুকে ভাঙচুর চালায়। ভাঙচুর চালানো হয় সেই এমার্জেন্সি বিল্ডিংয়েই। ঘটনাস্থলে নামে বিশাল পুলিশ বাহিনী। ছোড়া হয় কাঁদানে গ্যাস। রীতিমতো তাণ্ডব চালানো হয় হাসপাতালে।

সূত্রের খবর, প্রথমে পরিস্থিতি সামলাতে না পারলেও ঘটনার খবর পাওয়া মাত্রই আর জি কর হাসপাতালে পৌঁছয় বিরাট পুলিশবাহিনী৷ নামানো হয় র‌্যাফ। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে ভিড়কে ছত্রভঙ্গ করা হয়। তার আগে ভাঙচুর করা হয়েছে পুলিশের একাধিক গাড়ি।