আন্দোলন স্থলে ক্লাস

West Medinipur News: আন্দোলনের মাঝেই নয়া ভাবনা, ডাক্তারি পড়ুয়াদের কথা ভেবে চিকিৎসকদের ‘বিরাট’ সিদ্ধান্ত

পশ্চিম মেদিনীপুর: আন্দোলনে অনড় চিকিৎসকেরা। পরিষেবা যাতে বিঘ্নিত না হয়, সাধারণ মানুষকে সুবিধা দিতে শুরু হয়েছিল অভয়া ক্লিনিক। যেখানে চিকিৎসা পরিষেবা পেতে হাসপাতালে আসা সাধারণ মানুষকে পরিষেবা দিয়েছেন চিকিৎসকেরা। তবে এই আন্দোলন থেকে যাতে শিক্ষার্থীদের পাঠগ্রহণেও অসুবিধা না হয়, এবার সেদিকে নজর দিলেন চিকিৎসকেরা।

চিকিৎসকের রহস্য মৃত্যু ঘিরে দিকে দিকে উত্তাল হয়েছে পরিস্থিতি। ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন। সুবিচারের দাবি জানিয়ে আন্দোলনে নেমেছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা। আন্দোলন থেকে সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সেই ভেবে শুরু হয় অভয়া ক্লিনিক। তবে এবার  কলেজে পড়তে আসা পড়ুয়াদের যাতে পড়াশোনায় কোনও ক্ষতি না হয়, তা ভেবে চিকিৎসকেরা আন্দোলনস্থলেই শুরু করলেন পাঠদান প্রক্রিয়া। নাম দিয়েছেন অভয়া পাঠশালা।

আরও পড়ুন: বর্ধমান থেকে সোজা গোপীবল্লভপুর! আর খাটল না প্রভাব, চিকিৎসক অভীক দে-র স্ত্রীকেও বদলি

মেডিক্যাল কলেজের স্নাতক স্তরের ১০০ জন ছাত্রীকে দুটি ব্যাচে ক্লাস করাবেন  সিনিয়র রেসিডেন্ট বা পিজিটিরা। প্রতিদিন বিকাল বা সন্ধ্যায় হবে ক্লাস। ঘটনার পর থেকেই লাগাতার আন্দোলনে নেমেছে চিকিৎসকেরা। মেদিনীপুর মেডিক্য়াল কলেজ হাসপাতালেও চলছে সেই অবস্থান কর্মসূচি। চিকিৎসা পরিষেবা জারি রাখতে প্রতিদিন মেদিনীপুর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের অবস্থান মঞ্চে স্বাস্থ্য পরিষেবা দিতে অভয়া ক্লিনিকের সূচনা হয়েছে।