বর্ধমানের কার্জন গেটে রাত দখল পালন করলেন মানবীরা। রাত নটা থেকে ঘন্টা খানেক জিটিরোডে অবস্থান করেন তাঁরা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন তাঁরা। গানের মাধ্যমে আর জি কর কান্ডের প্রতিবাদ জানান জুনিয়র ডাক্তাররা।

তিলোত্তমার বিচারের দাবি… শহরজুড়ে বন্ধ আলো… হাজার হাজার মানুষের হাতে শুধু মোমবাতি

আরজিকর থেকে যাদবপুর, কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা- গোটা শহর জুড়ে চলছে প্রতিবাদ মিছিল।
আরজিকর থেকে যাদবপুর, কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা- গোটা শহর জুড়ে চলছে প্রতিবাদ মিছিল।
বর্ধমানের কার্জন গেটে রাত দখল পালন করলেন মানবীরা। রাত নটা থেকে ঘন্টা খানেক জিটিরোডে অবস্থান করেন তাঁরা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন তাঁরা। গানের মাধ্যমে আর জি কর কান্ডের প্রতিবাদ জানান  জুনিয়র ডাক্তাররা।
বর্ধমানের কার্জন গেটে রাত দখল পালন করলেন মানবীরা। রাত নটা থেকে ঘন্টা খানেক জিটিরোডে অবস্থান করেন তাঁরা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন তাঁরা। গানের মাধ্যমে আর জি কর কান্ডের প্রতিবাদ জানান জুনিয়র ডাক্তাররা।
আর জি করের ঘটনার প্রতিবাদে মোমবাতি মিছিল ধূপগুড়িতে। মিছিলে হাটলেন ৮ থেকে ৮০ সকলে।মিছিল গোটা শহর পরিক্রমা করে। ধূপগুড়ি বাসস্ট্যান্ড চৌপতি এলাকায় নাগরিক মঞ্চের তরফে মোমবাতি হাতে প্রতিবাদ জানানো হয়।
আর জি করের ঘটনার প্রতিবাদে মোমবাতি মিছিল ধূপগুড়িতে। মিছিলে হাটলেন ৮ থেকে ৮০ সকলে।মিছিল গোটা শহর পরিক্রমা করে। ধূপগুড়ি বাসস্ট্যান্ড চৌপতি এলাকায় নাগরিক মঞ্চের তরফে মোমবাতি হাতে প্রতিবাদ জানানো হয়।

রায়গঞ্জের দেহশ্রী মোড়ে মোমবাতি জ্বালিয়ে আর জি করের ঘটনা নিয়ে প্রতিবাদের শামিল হলেন সাধারণ মানুষ।
রায়গঞ্জের দেহশ্রী মোড়ে মোমবাতি জ্বালিয়ে আর জি করের ঘটনা নিয়ে প্রতিবাদের শামিল হলেন সাধারণ মানুষ।
বিচার পেতে আলোর পথে, প্রদীপ জ্বালিয়ে অভিনব প্রতিবাদে আরজি করের পড়ুয়ারা। নাগরিক সমাজকেও প্রতিবাদ করার আবেদন জুনিয়র চিকিৎসকদের।আরজি কর হাসপাতালে প্রতিবাদে শামিল হয়েছেন নির্যাতিতার বাবা, মা এবং পরিবারের সদস্যেরা।
বিচার পেতে আলোর পথে, প্রদীপ জ্বালিয়ে অভিনব প্রতিবাদে আরজি করের পড়ুয়ারা। নাগরিক সমাজকেও প্রতিবাদ করার আবেদন জুনিয়র চিকিৎসকদের।আরজি কর হাসপাতালে প্রতিবাদে শামিল হয়েছেন নির্যাতিতার বাবা, মা এবং পরিবারের সদস্যেরা।
১৪ অগাস্ট পথ দখল করেছিল তামাম রাজ্য। চাহিদা একটাই, আরজি করের নিহত চিকিৎসক-পড়ুয়ার খুনের বিচার চাই। গর্জে উঠেছিল কাতারে-কাতারে মানুষ। মধ্যরাতে রাস্তায়-রাস্তায়, মোড়ে-মোড়ে মানুষের ঢল নেমেছিল। কার-ও হাতে মোববাতি,কারো হাতে মশাল। মুখে স্লোগান।
১৪ অগাস্ট পথ দখল করেছিল তামাম রাজ্য। চাহিদা একটাই, আরজি করের নিহত চিকিৎসক-পড়ুয়ার খুনের বিচার চাই। গর্জে উঠেছিল কাতারে-কাতারে মানুষ। মধ্যরাতে রাস্তায়-রাস্তায়, মোড়ে-মোড়ে মানুষের ঢল নেমেছিল। কার-ও হাতে মোববাতি,কারো হাতে মশাল। মুখে স্লোগান।
১৪ অগাস্ট পথ দখল করেছিল তামাম রাজ্য। চাহিদা একটাই, আরজি করের নিহত চিকিৎসক-পড়ুয়ার খুনের বিচার চাই। গর্জে উঠেছিল কাতারে-কাতারে মানুষ। মধ্যরাতে রাস্তায়-রাস্তায়, মোড়ে-মোড়ে মানুষের ঢল নেমেছিল। কার-ও হাতে মোববাতি,কারো হাতে মশাল। মুখে স্লোগান।
১৪ অগাস্ট পথ দখল করেছিল তামাম রাজ্য। চাহিদা একটাই, আরজি করের নিহত চিকিৎসক-পড়ুয়ার খুনের বিচার চাই। গর্জে উঠেছিল কাতারে-কাতারে মানুষ। মধ্যরাতে রাস্তায়-রাস্তায়, মোড়ে-মোড়ে মানুষের ঢল নেমেছিল। কার-ও হাতে মোববাতি,কারো হাতে মশাল। মুখে স্লোগান।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাত দখল মহিলাদের বীরভূমের রামপুরহাট শহরে  হাতে মোমবাতি নিয়ে মহিলার ও চিকিৎস , নার্স সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের মানববন্ধনে অংশগ্রহণ ও মশাল জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি চলছে।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাত দখল মহিলাদের বীরভূমের রামপুরহাট শহরে হাতে মোমবাতি নিয়ে মহিলার ও চিকিৎস , নার্স সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের মানববন্ধনে অংশগ্রহণ ও মশাল জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি চলছে।