Kolkata High Court: আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ, হাইকোর্টে দায়ের হল মামলা

কলকাতা: স্বাধীনতা দিবসের আগের দিন প্রতিবাদের রাতেই বহিরাগতদের তাণ্ডবে তছনছ হয়ে গেল আর জি কর হাসপাতালের জরুরি বিভাগ৷ চলল বেপরোয়া ভাঙচুর৷ রড, লাঠি নিয়ে পুলিশের ব্যারিকেড টপকে হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে পড়ল বহিরাগতরা৷ এমনকি, পুলিশের পাশাপাশি উপস্থিত চিকিৎসক-নার্সদেরও আক্রমণ করার অভিযোগ উঠল তাঁদের বিরুদ্ধে৷

গত বুধবার রাতে আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় এবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করে জনস্বার্থ মামলা করলেন আইনজীবী সৌম্য শুভ্র রায়।

জানা গিয়েছে, ই-মেইল মারফত দাখিল করা হয়েছে আবেদন। চিকিৎসক খুনের তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই বারবার হাসপাতালে আক্রমণ হয়ে থাকতে পারে বলে নিজের আবেদনে আশঙ্কা প্রকাশ করেছেন ওই আইনজীবী৷ অবিলম্বে এবিষয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: এবার বাংলা জুড়ে বনধের ডাক শুভেন্দুর! আর জি করে ভাঙচুর কাণ্ডে পথে নামছে বিজেপি?

তাণ্ডবে থমকে যাওয়া একটি ঘড়িতে দেখা গিয়েছে সেটির কাঁটা রাত ১২টা ৩৫ মিনিটে থমকে গিয়েছে৷ অর্থাৎ, সেই সময়েই ঘটনা ঘটেছিল বলে মনে করা হচ্ছে৷ তাণ্ডবকারীদের কয়েক জনের হাতে রড এবং লাঠি ছিল বলে অভিযোগ। জরুরি বিভাগের বাইরের কোলাপসিবল গেট ভেঙে উপড়ে ফেলা হয়। ভিতরে ঢুকে সব কিছু লন্ডভন্ড করে দেন তাঁরা।

আরও পড়ুন: ‘আরজি করে হামলা, তাণ্ডব শাসক দলের গুন্ডাদের…’ বিস্ফোরক শুভেন্দু অধিকারী ! রাজ্যপালের হস্তক্ষেপ দাবি

ভেঙেচুরে ফেলা হয় জরুরি বিভাগের সব কিছুই। টিকিট কাউন্টার, এইচসিসিইউ, সিসিইউ, ওষুধের স্টোররুম হামলাকারীদের হাতে চুরমার হয়ে যায়। মেঝেতে ছড়িয়ে পড়ে ওষুধপত্র, ইঞ্জেকশনের ভাঙা ভায়াল। ওলোটপালোট করে দেওয়া হয় বেড, আসবাবপত্র। গোটা জরুরি বিভাগ জুড়ে ছড়িয়ে পড়ে চুরমার হওয়া কাচ। জরুরি বিভাগের এইচসিসিইউ (হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট)-তেও ভাঙচুর চালানো হয়।