এ হল এমন পাহাড় যেখানে বৃষ্টি সঙ্গে ঝড়ে পড়ে বহুমূল্যবান রত্ন। এমনই পাহাড় রয়েছে বিহারের গয়ায়৷ যেখানে বৃষ্টি হলেই মুক্তো ঝড়ে পড়ে৷ সাধারণ মানুষরা বলেন এখান থেকে পাওয়া মুক্তো তাঁরা বিক্রি করেছেন প্রায় ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ততে৷

Knowledge Fact: বৃষ্টি হলেই ঝরে পড়ে মুক্তো, ভারতেই অবস্থিত বিস্ময়কর এই পাহাড়টির নাম জানেন? নিরানব্বই শতাংশ মানুষই বলতে পারে না৷

এ হল এমন পাহাড় যেখানে বৃষ্টি সঙ্গে ঝড়ে পড়ে বহুমূল্যবান রত্ন। এমনই পাহাড় রয়েছে বিহারের গয়ায়৷ যেখানে বৃষ্টি হলেই মুক্তো ঝড়ে পড়ে৷ সাধারণ মানুষরা বলেন এখান থেকে পাওয়া মুক্তো তাঁরা বিক্রি করেছেন প্রায় ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ততে৷
এ হল এমন পাহাড় যেখানে বৃষ্টি সঙ্গে ঝড়ে পড়ে বহুমূল্যবান রত্ন। এমনই পাহাড় রয়েছে বিহারের গয়ায়৷ যেখানে বৃষ্টি হলেই মুক্তো ঝড়ে পড়ে৷ সাধারণ মানুষরা বলেন এখান থেকে পাওয়া মুক্তো তাঁরা বিক্রি করেছেন প্রায় ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ততে৷
বিহারের গয়াতে এই পাহাড়কে মুক্তো পাহাড় বলা হয়। যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির সঙ্গে এই পাহাড় থেকে মূল্যবান মুক্তা ও প্রবালও পাহাড়ের ঢালু বেয়ে বয়ে যায়৷ বোধগয়া ও অন্যান্য রাজ্য থেকে ক্রেতারা এখানে মুক্তো ও প্রবাল কিনতে আসেন৷
বিহারের গয়াতে এই পাহাড়কে মুক্তো পাহাড় বলা হয়। যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির সঙ্গে এই পাহাড় থেকে মূল্যবান মুক্তা ও প্রবালও পাহাড়ের ঢালু বেয়ে বয়ে যায়৷ বোধগয়া ও অন্যান্য রাজ্য থেকে ক্রেতারা এখানে মুক্তো ও প্রবাল কিনতে আসেন৷
গয়া জেলার উজিরগঞ্জ ব্লকের হংসরাজ এবং সোমনাথ পাহাড়কেই মুক্তো পাহাড় বলা হয়। উভয় পাহাড় একে অপরের সংলগ্ন এবং এই পাহাড়ের নীচে হাসরা গ্রাম অবস্থিত। এখানে প্রবল বৃষ্টি হলে পাহাড়ের পাদদেশ থেকে মুক্তা বের হয়। সেই মুক্তো অনেক সময় পাদদেশে অবস্থিত হাসরা গ্রামে এসে জড়ো হয়৷
গয়া জেলার উজিরগঞ্জ ব্লকের হংসরাজ এবং সোমনাথ পাহাড়কেই মুক্তো পাহাড় বলা হয়। উভয় পাহাড় একে অপরের সংলগ্ন এবং এই পাহাড়ের নীচে হাসরা গ্রাম অবস্থিত। এখানে প্রবল বৃষ্টি হলে পাহাড়ের পাদদেশ থেকে মুক্তা বের হয়। সেই মুক্তো অনেক সময় পাদদেশে অবস্থিত হাসরা গ্রামে এসে জড়ো হয়৷
মুষলধারে বৃষ্টি হলে তবেই কখনও কখনও জলের তোড়ে গড়িয়ে এলে এই ধরনের মুক্তো বা প্রবাল পাওয়া যায়৷ তাই বৃষ্টি হলেই এখানকার স্থানীয় মানুষেরা অধীর আগ্রহে অপেক্ষা করে৷ বিশেষজ্ঞদের বক্তব্য এখানে এই দুই পাহাড়ের গর্ভে অনেক মূল্যবান পাথর রয়েছে। তাই প্রবল বৃষ্টিপাতে এই ধরনের মুক্তো গড়িয়ে পড়ে৷ একই সঙ্গে জানা যায়, এই পাহাড়ে রয়েছে আটটি ধাতব ভাস্কর্য । হংসরাজ পর্বতের চারপাশে একটি রাজার প্রাসাদের অবশিষ্টাংশ রয়েছে, যা আগে রাজা-মহারাজাদের প্রাসাদ ছিল বলে মনে করা হয়। এর ধ্বংসাবশেষ এখনও রয়ে গিয়েছে৷
মুষলধারে বৃষ্টি হলে তবেই কখনও কখনও জলের তোড়ে গড়িয়ে এলে এই ধরনের মুক্তো বা প্রবাল পাওয়া যায়৷ তাই বৃষ্টি হলেই এখানকার স্থানীয় মানুষেরা অধীর আগ্রহে অপেক্ষা করে৷ বিশেষজ্ঞদের বক্তব্য এখানে এই দুই পাহাড়ের গর্ভে অনেক মূল্যবান পাথর রয়েছে। তাই প্রবল বৃষ্টিপাতে এই ধরনের মুক্তো গড়িয়ে পড়ে৷ একই সঙ্গে জানা যায়, এই পাহাড়ে রয়েছে আটটি ধাতব ভাস্কর্য । হংসরাজ পর্বতের চারপাশে একটি রাজার প্রাসাদের অবশিষ্টাংশ রয়েছে, যা আগে রাজা-মহারাজাদের প্রাসাদ ছিল বলে মনে করা হয়। এর ধ্বংসাবশেষ এখনও রয়ে গিয়েছে৷
গ্রামের মানুষ মুক্তো বিক্রি করতে সরাসরি জুয়েলার্সের কাছে যায়। আগে জুয়েলারিরা নিজেরাও এখানে গ্রামে আসতেন। তারা এখনও আসে, কিন্তু এখন গ্রামবাসীরা নিজেরাই এখন মুক্তার মূল্য খুঁজে বেশি দামে বিক্রি করে। হাসরা গ্রামের বাসিন্দারা জানান, বৃষ্টি হলেই পাহাড় থেকে মুক্তা ঝরে পড়ে। পাহাড়ের মুক্তা চলে যায় গ্রামের দিকে আর মাঠের দিকে। কৃষক যখন তাদের ক্ষেত চাষ করে, তখন তারা মুক্তা খুঁজে পায়। গ্রামবাসীরাও হন্যে হয় খুঁজে বেড়ায় মুক্তো৷ অনেকে সুতোর সাহায্যে গলায় মুক্তা বেঁধে পরেন।
গ্রামের মানুষ মুক্তো বিক্রি করতে সরাসরি জুয়েলার্সের কাছে যায়। আগে জুয়েলারিরা নিজেরাও এখানে গ্রামে আসতেন। তারা এখনও আসে, কিন্তু এখন গ্রামবাসীরা নিজেরাই এখন মুক্তার মূল্য খুঁজে বেশি দামে বিক্রি করে। হাসরা গ্রামের বাসিন্দারা জানান, বৃষ্টি হলেই পাহাড় থেকে মুক্তা ঝরে পড়ে। পাহাড়ের মুক্তা চলে যায় গ্রামের দিকে আর মাঠের দিকে। কৃষক যখন তাদের ক্ষেত চাষ করে, তখন তারা মুক্তা খুঁজে পায়। গ্রামবাসীরাও হন্যে হয় খুঁজে বেড়ায় মুক্তো৷ অনেকে সুতোর সাহায্যে গলায় মুক্তা বেঁধে পরেন।