শুক্রবার বাংলাজুড়ে প্রতীকী ধর্মঘটের দাবি শুভেন্দু-সুকান্তর... মশাল মিছিল করবে বিজেপির মহিলা মোর্চা

শুক্রবার বাংলাজুড়ে প্রতীকী ধর্মঘটের দাবি শুভেন্দু-সুকান্তর… মশাল মিছিল করবে বিজেপির মহিলা মোর্চা

শুক্রবার দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত রাজ্যজুড়ে প্রতীকী বনধ পালন করার ডাক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।আরজিকর ঘটনার প্রতিবাদে শুক্রবার থেকে লাগাতার অবস্থান-বিক্ষোভ নামছে রাজ্য বিজেপি। রাজ্যজুড়ে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত পথ অবরোধের ডাক দেওয়া হয়। শুক্রবার বিকাল চারটের সময় হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি উদ্দেশ্যে মশাল মিছিল করবে বিজেপির মহিলা মোর্চা। পাশাপাশি সামাজিক কর্ম বিরতি পালনের ডাকও দেয় বিজেপি।

বুধবার রাতে আর জি কর মেডিক্যাল কলেজে তাণ্ডব-ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার  গোটা রাজ্য বনধের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও৷ বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘আগামিকাল রাজ্যে বনধ ডেকে স্তব্ধ করুন বাংলা।’’  সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

একগুচ্ছ প্রশ্ন তুলেছেন রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য৷ তাঁর প্রশ্ন, স্বাধীনতা দিবসের আগের দিন মধ্যরাতে আর জি করে যে ধ্বংসলীলা চালানো হয়েছে, তার পিছনে কারা রয়েছে? কাদের স্বার্থে হাসপাতালে গুন্ডামি চলেছে? ছক কষেই কি হামলা করা হয়েছে? তৈরি ছিল ব্লুপ্রিন্ট? প্রমাণ লোপাটের চেষ্টা চলছে আর জি করে? এবার কীভাবে চিকিত্‍সা হবে রোগীদের?

আরও পড়ুন– শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সতর্কতা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অবিলম্বে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকেও এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী এবং পুলিশকে নিশানা করে শুভেন্দু অধিকারী নিজের সমাজ মাধ্যমে লিখেছেন, ‘‘আরজি করের সামনে প্রতিবাদীদের সঙ্গে মিশে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের তরফে ‘সেফ প্যাসেজ’ করে দেওয়ার সুবাদে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভেতরে ঢুকে তারা আন্দোলনকারীদের অবস্থান মঞ্চ এবং হাসপাতালের ভেতরেও যথেচ্ছ ভাঙচুর চালায়।’’