হ‍্যামিল্টনগঞ্জে মহিলারা

We Want Justice: আর জি কর কাণ্ডের প্রতিবাদে মুখর প্রত‍্যন্ত চা বলয়! মোমবাতি এবং শঙ্খ হাতে পথে মহিলারা

আলিপুরদুয়ার: চা বাগান এলাকার ছবিটা ছিল আলাদা। এদিন ঝুপ করে রাত নামেনি বাগানে। মহিলাদের শঙ্খধনী শোনা গেল বাগানজুড়ে।প্রতিবাদ হল আরও জোরাল। কলকাতার আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের নির্মম পরিণতি মেনে নিতে পারছেন না রাজ্যবাসী। মধ্যরাতে রাস্তা দখল করেছেন মহিলারা। তারা আবারও বুঝিয়ে দিয়েছেন মহিলাদের মধ্যেই রয়েছে দশভুজার শক্তি।

শুধু জেলা সদর নয়, প্রতিবাদে মুখরিত হতে দেখা গেল চা বাগান এলাকার মহিলাদের। মধ্য রাতের মিছিলে তাঁদের গলায় শোনা গেল প্রতিবাদের আওয়াজ। ৮ থেকে ৮০ সব বয়সের মহিলারা একসঙ্গে বললেন উই ওয়ান্ট জাস্টিস। আলিপুরদুয়ার জেলার কালচিনি, হ্যামিল্টনগঞ্জ, হাসিমারা, বীরপাড়ার মত চা বাগান এলাকার মহিলারা জানালেন তারা সমাজ ব্যবস্থায় নারীদের অবস্থানের পরিবর্তন চান।

আরও পড়ুন:নামেই সরকারি হাসপাতাল, ওষুধ থেকে স্যালাইন কিনতে হচ্ছে বাইরে থেকে!

মহিলাদের দিকে তাকান হোক সম্মানের নজর নিয়ে। চা বাগান সংলগ্ন এলাকা হ্যামিল্টনগঞ্জ, কালচিনি, হাসিমারাতে মধ্য রাতে দেখা যায় মহিলাদের জমায়েত। এরপরেই বের হয় বিশাল মিছিল। কেউ শঙ্খধ্বনি আবার কেউ উলুধ্বনি দিয়ে মিছিলে চলতে শুরু করেন। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বের করা করা হয় এই মোমবাতি মিছিল। প্রতিটি এলাকায় হাজার হাজার মহিলাদের পাশাপাশি এলাকার পুরুষরাও অংশগ্রহণ করেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey