Tag Archives: Laalbazar

RG Kar Doctor Death: বারবার তাঁর দিকে অভিযোগের আঙুল তুলেছেন আন্দোলনরত ডাক্তাররা, প্রথমবারের জন্য হাজিরা দিলেন CBI-র কাছে, কতক্ষণ রইলেন

: আরজি কর খুন ধর্ষণ মামলায় সিবিআই তলব ডিসি নর্থ কে। বুধবার রাতে আরজি করের মৃত চিকিৎসকের তদন্ত মামলায় তাঁকে ডাকা হয়৷ আর এসেছিলেন কলকাতা পুলিশের ডিডি স্পেশাল৷
: আরজি কর খুন ধর্ষণ মামলায় সিবিআই তলব ডিসি নর্থ কে। বুধবার রাতে আরজি করের মৃত চিকিৎসকের তদন্ত মামলায় তাঁকে ডাকা হয়৷ আর এসেছিলেন কলকাতা পুলিশের ডিডি স্পেশাল৷
সিবিআই দফতরে দেখা করতে আসেন  ডিসি নর্থ অভিষেক গুপ্তা এবং ডিসি ডি ডি স্পেশাল৷
সিবিআই দফতরে দেখা করতে আসেন  ডিসি নর্থ অভিষেক গুপ্তা এবং ডিসি ডি ডি স্পেশাল৷
উচ্চপদস্থ এই পুলিশ আধিকারিকদের  ভূমিকা নিয়ে বার বার প্রশ্ন তুলেছে চিকিৎসক পড়ুয়ারা ও পরিবার।
উচ্চপদস্থ এই পুলিশ আধিকারিকদের  ভূমিকা নিয়ে বার বার প্রশ্ন তুলেছে চিকিৎসক পড়ুয়ারা ও পরিবার।
আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর তদন্তে এই   প্রথম তাঁদের তলব করা হল।ডিসিডিডি স্পেশালকে সঙ্গে নিয়ে সিবিআই দফতরে ডিসি নর্থ।
আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর তদন্তে এই   প্রথম তাঁদের তলব করা হল।ডিসিডিডি স্পেশালকে সঙ্গে নিয়ে সিবিআই দফতরে ডিসি নর্থ।
এদিকে মাত্র ১৫ মিনিটের মধ্যেই সিবিআই দফতর থেকে বেরিয়ে যান কলকাতা পুলিশের ডিসি নর্থ৷ Input- Arpita Hazra
এদিকে মাত্র ১৫ মিনিট থেকে আধঘণ্টা থেকেই সিবিআই দফতর থেকে বেরিয়ে যান কলকাতা পুলিশের ডিসি নর্থ৷ Input- Arpita Hazra

RG Kar Incident: আরজি কর কাণ্ডের পরে তৎপর লালবাজার! সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক, গুরুতর আলোচনা

কলকাতা: কলকাতার সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক হতে চলেছে লালবাজারে৷ আগামিকাল, মঙ্গলবার এই বৈঠক হওয়ার কথা বলে সূত্রের খবর৷

হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়? বৈঠকে তা নিয়েই আলোচনা হবে বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন: আরজি কর কাণ্ডের প্রতিবাদে করা ধরনামঞ্চেও শ্লীলতাহানি! মত্ত অবস্থায় ঢুকে পড়ল এক যুবক…তারপর

কলকাতার পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের সংযোগ স্থাপন করা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা বৈঠকে৷ এছাড়া, সরকারি হাসপাতালগুলিতে স্থানীয় থানার আউটপোস্টের সঙ্গে নিবিড় যোগাযোগ নিয়েও কথা হওয়ার কথা এদিন৷

আরও পড়ুন: ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’ ওয়েব সিরিজ বয়কটের দাবি, কেন ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ? জানুন কারণ

আগামিকাল, মঙ্গলবার বেলা ১২টার সময় লালবাজারের কনফারেন্স রুমে সরকারি হাসপাতালগুলোর অ্যাসিস্ট্যান্ট সুপার এবং সিকিওরিটি সুপারভাইজারদের সঙ্গে এই বৈঠক হতে চলেছে৷

R G Kar Case: এবার সুখেন্দু শেখরকেই তলব লালবাজারে! তৃণমূল সাংসদের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে তুমুল শোরগোল

কলকাতা: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের সাম্প্রতিকতম সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতির অন্দরে৷ একদিকে যেমন, তাঁর বক্তব্যের কিছু অংশের বিরোধিতা করতে দেখা গিয়েছে তৃণমূলেরই অন্য এক নেতা কুণাল ঘোষকে, তেমনই সুখেন্দুশেখরের বক্তব্যকে সমর্থন করেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার৷ এর মধ্যেই আবার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে লালবাজারে তলব করেছে পুলিশ৷

এই পোস্টে সুখেন্দুশেখর রায় লিখেছিলেন, ‘সিবিআইয়ের উচিত স্বচ্ছ ভাবে কাজ করা৷ প্রাক্তন অধ্যক্ষ এবং পুলিশ কমিশনারকে ডেকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা উচিত৷ জানতে হবে কে আত্মহত্যার কাহিনিটা হাওয়ায় ভাসিয়েছিল৷ কেন দেওয়াল ভাঙা হয়েছিল, কোন প্রভাবশালীর প্রভাবে রাইয়ের এত দৌরাত্ম্য ছিল৷ কেন ঘটনার ৩ দিন পরে স্নিফার ডগ ব্যবহার করা হয়৷ এরকম আরও ১০০টা প্রশ্ন আছে৷ ওদের কথা বলাতেই হবে৷’

আরও পড়ুন: আর জি কর নিয়ে বিস্ফোরক পোস্ট সুখেন্দু শেখরের! সমর্থন সুকান্তর…পাল্টা মন্তব্য কুণালের

অন্যদিকে, সুখেন্দু শেখর রায়ের পুলিশ কমিশনার নিয়ে এই মন্তব্যের পাল্টা ব্যাখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি উল্লেখ করেছেন, পুলিশ যথাযথ তদন্ত করেছে। দক্ষতার সাথে কাজ করেছেন পুলিশ কমিশনার। তাই সুখেন্দু শেখর রায়ের মতো সিনিয়র নেতার থেকে এই মন্তব্য বর্তমান পরিস্থিতিতে কাম্য নয়। তবে, রাজ্যসভার সাংসদের বক্তব্যকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, সুখেন্দুশেখর রায়ের স্নিফার ডগ সংক্রান্ত তথ্য নিয়েই এবার লালবাজারে তলব করা হয়েছে তাঁকে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্নিফার ডগ ঘটনাস্থলে যাওয়া নিয়ে ‘ভুল তথ্য’ দিয়ে পোস্ট করেছিলেন উনি। স্নিফার ডগ ৯ অগাস্ট অর্থাৎ, ঘটনার পরের দিনই ও ১২ অগাস্ট পাঠানো হয়েছিল তদন্তের জন্য। সেই কারণে, সাংসদকে u/s 35(1) BNS নোটিস পাঠানো হয়েছে৷

আরও পড়ুন: আজ রাতেও মহিলাদের সমাবেশ, ১৪ অগাস্টের পুনরাবৃত্তি নয়, আগে থেকেই ব্যাপক পুলিশ মোতায়েনের নির্দেশ

যদিও পুলিশের তরফে এখনও পর্যন্ত তিনি কোনও নোটিস পাননি বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়৷