R G Kar Case Update: আরজি কর-কাণ্ডে সন্দীপ-সহ একাধিকের পলিগ্রাফ টেস্ট! ঘুরবে তদন্তের মোড়?

কলকাতা: আজই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করানোর সম্ভাবনা। সূত্রের খবর, পলিগ্রাফ টেস্ট করানোর জন্য সকাল বেলা দিল্লি থেকে স্পেশাল টিম কলকাতায় এসে পৌঁছয়। সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরেই হতে পারে সন্দীপ ঘোষ এবং চারজন ডাক্তারের পলিগ্রাফ টেস্ট।

আরজি কর কাণ্ডের রহস্যভেদে মূল অভিযুক্ত সঞ্জয় রাই সহ মোট সাতজনের পলিগ্রাফ টেস্ট করানোর অনুমতি পেয়েছে সিবিআই৷ আজই ধৃত সঞ্জয় রাই, হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ মোট সাতজনের পলিগ্রাফ টেস্ট করানোর কথা৷ জিজ্ঞাসাবাদের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা যে বয়ান দিয়েছেন, তার সত্যতা যাচাই করাই এই পলিগ্রাফ টেস্ট অথবা লাই ডিটেক্টর টেস্টের উদ্দেশ্য৷ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট চলছে এখন। সঞ্জয় রাই ঘনিষ্ঠ এএসআই অনুপ দত্ত হাতে ফাইল নিয়ে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেন। সন্দীপের শেষ হলে চার জন জুনিয়র চিকিৎসক ও তারপর সঞ্জয় ঘনিষ্ঠ যুবকের পলিগ্রাফ টেস্ট হবে বলে জানা যাচ্ছে।

আরজি কর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। রহস্য সমাধানের জন্য আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে জেরার পাশাপাশি অভিযুক্ত সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্টেরও অনুমতি দিয়েছে আদালত। আদালতের অনুমতি পেলেও পলিগ্রাফ টেস্ট করাতে সময় লাগছে সঞ্জয়ের।অনেকেরই ধারণা যে পলিগ্রাফ টেস্ট করলে আরজি কর হত্যাকাণ্ডের কোনও সূত্র পাওয়া যেতে পারে।

সিবিআই সূত্রে খবর, সঞ্জয় রাই, সন্দীপ ঘোষ সহ বাকিদের পলিগ্রাফ টেস্টের সময় একজন মনোবিদ, একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ, একজন অ্যানেস্থেসিওলজিস্ট এবং ইনটেনসিভিস্ট এবং মামলার তদন্তকারী অফিসার উপস্থিত থাকবেন৷

আরজি কর কাণ্ডে এবার সামনে সিসিটিভি ফুটেজ৷ গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের চারতলায় চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ৷ ওই দিনেরই একটি সিসিটিভি ফুটেজ এবার সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে৷ সেই ফুটেজে দেখা যাচ্ছে, ৯ অগাস্টের ভোর রাতে আরজি কর হাসপাতালের চারতলার করিডর ধরে সেমিনার রুমের দিকে যাচ্ছে অভিযুক্ত সঞ্জয়৷ যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷