ঋতুপর্ণার পাশে সুদীপ্তা!

RG Kar Protest: ঋতুপর্ণার পাশে সুদীপ্তা! ‘আপনারা কি ভুলে গেছেন…’ বিক্ষোভের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ অভিনেত্রীর

কলকাতাঃ আরজি কর কাণ্ডের রাত জাগো আন্দোলনে শামিল হতে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়তে হল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। শ্যামবাজারে তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তাঁর গাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। এরপরেই পরিস্থিতি দেখে গাড়ি ঘুরিয়ে নিতে কার্যত বাধ্য হন অভিনেত্রী।

আরও পড়ুনঃ প্রতিবাদ মিছিলেই শ্লীলতাহানি! সাহায‍্য করল না পুলিশই, রাগে ফেটে পড়ল জনজোয়ার

এই ঘটনার প্রতিবাদে সরব হন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্ত্তী। তিনি তাঁরা সোশ‍্যাল মিডিয়াতে লেখেন, ‘আপনারা তাঁর অবস্থান পছন্দ করেন না। তাঁর সংহতি দেখানো ভিডিও অপচ্ছন্দ করতেই পারেন। খুব ভাল। আপনারা তাঁকে “গো ব্যাক” স্লোগান দিয়েছে। মেনে নিলাম। সবকিছু মেনে নিয়ে তিনি সেই জায়গা ছেড়ে চলে যান। কিন্তু গাড়ির ভেতরে বসে থাকা অবস্থায় তাঁর গাড়ির কাঁচের দরজা ধাক্কা দিচ্ছে? এটা কতটা ভয়াবহ!! আমি এই ঘটনার নিন্দা জানাই। আপনারা কি ভুলে গেছেন যে আপনারা মহিলাদের জন্য রাত দখল করতে রাস্তায় এসেছিলেন? আপনারা কি ভুলে গেছেন যে একজন নারীর মৌলিক মর্যাদা, সম্মান এবং মানুষ হিসেবে অধিকার নষ্ট করার জন্য আপনারা সবাই বিচার চাইতে রাস্তার নেমেছেন? আপনারা কীভাবে এটা করতে পারেন? প্রিয় কলকাতাবাসী, আপনারা আজ ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে যা করেছেন তাঁর নিন্দা করছি।’


আরও পড়ুনঃ প্রথম ছবিতেই বাজিমাত! অপরূপ সুন্দরী নায়িকার টানা দু-বছর মেলেনি কোনও সিনেমা! বিএমডব্লিউ, অডি ছাড়া চলে না, এখন কী করছেন?

শ্যামবাজারে এদিন ঋতুপর্ণা সেনগুপ্ত পৌঁছতেই তাঁকে দেখে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ। চিকিৎসক থেকে সাধারণ মানুষ সকলেই ঋতুপর্ণা সেনগুপ্তের দিকে গো ব্যাক স্লোগান দিতে দিতে তাঁকে লক্ষ্য করে তেড়ে যান বলেও অভিযোগ। আন্দোলকারীদের একাংশ ঋতুপর্ণার গাড়িতে হামলা করেন বলেও অভিযোগ। গাড়িতে জোরে জোরে আঘাত করতে থাকেন তারা। এমন অবস্থা হয় যে গাড়ির কাচ ভেঙে যাওয়ার উপক্রম হয়। ঋতুপর্ণা গাড়ির ভিতর থেকে অনুরোধ করেন সকলকে শান্ত থাকার। কিন্তু জনগণ তার উপস্থিতি শ্যামবাজারে মেনে নেয়নি। বিশেষ করে চিকিৎসকরা ফেটে পড়েন গো ব্যাক স্লোগানে।