Tag Archives: Rituparna Sengupta

Rituparna Sengupta: রেশন দুর্নীতিতে নাম জড়াতেই বিরাট সিদ্ধান্ত, ইডি-কে কত টাকা ফেরাতে চান ঋতুপর্ণা?

কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল৷ সেই সূত্রেই এবার ইডি-কে ৭০ লক্ষ টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত৷

গত ১৯ জুন সিজিও কমপ্লেক্সে এসে ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন ঋতুপর্ণা৷ বেশ কয়েক ঘণ্টা ধরে তাঁর সঙ্গে কথা বলেন ইডির তদন্তকারী আধিকারিকরা৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেনদেনের সূত্র ধরেই রেশন দুর্নীতি মামলায় জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রীকে তলব করা হয় বলে ইডি সূত্রে খবর৷ রেশন দুর্নীতি কাণ্ডে এক অভিযুক্ত অভিনেত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন বলেই তাঁকে তলব করা হয়েছিল বলেই প্রাথমিক ভাবে ইডি সূত্রে জানা গিয়েছিল৷

আরও পড়ুন: ভক্তদের কী দেওয়া হত বাবার সৎসঙ্গে, কীসের আশায় ভিড়? পলাতক হাথরসের ধর্মগুরু

জিজ্ঞাসাবাদ শেষে অবশ্য ঋতুপর্ণা জানিয়েছিলেন, তদন্তে তিনি সবরকম সহযোগিতা করবেন৷ ইডি যা যা নথি চেয়েছে তা তিনি দিয়েছেন বলেও জানিয়েছিলেন অভিনেত্রী৷

সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের পরেই ইডি আধিকারিকদের ৭০ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেন ঋতুপর্ণা৷ যদিও এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি ইডি৷

Rituparna Sengupta: রেশন দুর্নীতিতে ইডির জিজ্ঞাসাবাদ ঋতুপর্ণাকে, সিজিও থেকে বেরিয়ে কী বললেন নায়িকা? দেখুন

প্রায় ৬ ঘণ্টা পর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতর থেকে বেরিয়ে গেলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ইডি অফিস থেকে বেরিয়ে তিনি জানান তাঁকে যে সমস্ত তথ্যের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল সেই সংক্রান্ত তথ্য এবং নথি তিনি জমা দিয়েছেন। আপাতত তাকে আর ডাকা হয়নি। ঋতুপর্ণা বলেন, ‘আমাকে ডকুমেন্টস দিতে বলেছে, দিয়েছি। অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছি। দুর্নীতির সঙ্গে যোগাযোগ নেই।’ ঋতুপর্ণা সেনগুপ্তের আইনজীবী বিপ্লব গোস্বামী জানান, ঋতুপর্ণা সেনগুপ্ত একটা ছবি কো প্রডিউস করেছিলেন সেই টাকার উৎস জানার জন্য তাঁকে তলব করা হয়েছিল। সেই টাকা তাঁরা অলরেডি ফিরিয়ে দিয়েছেন।

Rituparna Sengupta Latest News: চোখ ঢাকা চশমায়, ৬ ঘণ্টার ইডি জেরা শেষেই মুখ খুললেন ঋতুপর্ণা সেনগুপ্ত! স্বস্তি মিলল কি?

কলকাতা: প্রায় ৬ ঘণ্টা পর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতর থেকে বেরিয়ে গেলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ইডি অফিস থেকে বেরিয়ে তিনি জানান তাঁকে যে সমস্ত তথ্যের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল সেই সংক্রান্ত তথ্য এবং নথি তিনি জমা দিয়েছেন। আপাতত তাকে আর ডাকা হয়নি।

ঋতুপর্ণা বলেন, ‘আমাকে ডকুমেন্টস দিতে বলেছে, দিয়েছি। অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছি। দুর্নীতির সঙ্গে যোগাযোগ নেই।’ ঋতুপর্ণা সেনগুপ্তের আইনজীবী বিপ্লব গোস্বামী জানান, ঋতুপর্ণা সেনগুপ্ত একটা ছবি কো প্রডিউস করেছিলেন সেই টাকার উৎস জানার জন্য তাঁকে তলব করা হয়েছিল। সেই টাকা তাঁরা অলরেডি ফিরিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: কলেজে ভর্তির অনলাইন পোর্টাল চালু, রেজিস্ট্রেশন শুরু কবে-ক্লাস কবে থেকে শুরু হবে? জানুন

রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তের কোনও যোগাযোগ নেই। ভবিষ্যতে ঋতুপর্ণাকে ডাকা হলে তিনি সহযোগিতা করবেন। ইডি-র তরফ থেকেও তারা পূর্ণ সহযোগিতা এখনও পর্যন্ত পেয়েছেন বলে দাবি অভিনেত্রীর আইনজীবীর।

আরও পড়ুন: কেন পুড়ে গেল ঐতিহ্যের হলং বন বাংলো? সামনে এল চাঞ্চল্যকর কারণ, শুরু গভীর তদন্ত

প্রসঙ্গত, আগে গত ৫ জুন রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিল ইডি। তবে তখন তিনি আমেরিকায় থাকায় সেই দিন হাজিরা দিতে পারেননি, সেই কথা ইডি আধিকারিককে জানিয়েছিলেনও। ৫ তারিখ রাতে তিনি শহরে ফেরেন এবং ইডির কাছে হাজিরার জন্য অন্য একটি দিন রাখতে বলেন। সেই মতো ইডির তরফে অভিনেত্রীকে ১৯ জুন অর্থাৎ আজ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সিজিও কমপ্লেসে যান।

অর্পিতা হাজরা

Rituparna Sengupta at CGO complex: রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে কী কী প্রশ্ন করতে পারে ইডি? রইল সম্ভাব্য তালিকা

কলকাতা: ইডির কাছে হাজিরা দিতে ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কেন তলব করা হয়েছে অভিনেত্রীকে? ইডি সূত্রে খবর, অভিনেত্রী ঋতুপর্ণার আর্থিক লেনদেন নিয়ে এক মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রয়েছে। সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে চাইছে ইডি। জিজ্ঞাসাবাদে ঋতুপর্ণাকে সাহায্য করতে তাঁর সঙ্গে রয়েছেন আইনজীবী।

অভিনেত্রী ঋতুপর্ণাকে কী কী প্রশ্ন করতে পারে ইডি-

কীভাবে কবে থেকে ওই মন্ত্রীর সঙ্গে অভিনেত্রীর যোগাযোগ?

ঋতুপর্ণা সেনগুপ্তের মোট কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে?

কার কার নামে অ্যাকাউন্ট রয়েছে?

কোথায় কোথায় টাকা লেনদেন করা হয়েছে?

রেশন দুর্নীতি মামলায় (pds) কী ভাবে টাকা এসেছে?

আরও পড়ুন: পুড়ে ছাই জলদাপাড়ার ঐতিহ্যমণ্ডিত হলং বাংলো, মনখারাপ পর্যটকদের

প্রসঙ্গত, আগে গত ৫ জুন রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিল ইডি। তবে তখন তিনি আমেরিকায় থাকায় সেই দিন হাজিরা দিতে পারেননি, সেই কথা ইডি আধিকারিককে জানিয়েছিলেনও। ৫ তারিখ রাতে তিনি শহরে ফেরেন এবং ইডির কাছে হাজিরার জন্য অন্য একটি দিন রাখতে বলেন। সেই মতো ইডির তরফে অভিনেত্রীকে ১৯ জুন অর্থাৎ আজ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সিজিও কমপ্লেসে এলেন।

Rituparna Sengupta CGO complex: ইডির কাছে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

কলকাতা: ইডির কাছে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দুপুর ১২:১৬ মিনিটে ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর লেক গার্ডেন্সের বাড়ি থেকে সিজিও এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

আজ অর্থাৎ ১৯ জুন সিজিও কমপ্লেক্সে অভিনেত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি। তিনি জানিয়েছিলেন, তিনি যাবেন এবং তদন্ত নিয়ে পূর্ণ সহযোগিতা করবেন। সেই মতো বুধবার সকালে অভিনেত্রী তাঁর আপ্ত সহায়ক ও নিজস্ব নিরাপত্তারক্ষীকে নিয়ে ইডির অফিসের উদ্দেশে রওনা দিলেন।

আরও পড়ুন: পুড়ে ছাই জলদাপাড়ার ঐতিহ্যমণ্ডিত হলং বাংলো, মনখারাপ পর্যটকদের

প্রসঙ্গত, আগে গত ৫ জুন রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিল ইডি। তবে তখন তিনি আমেরিকায় থাকায় সেই দিন হাজিরা দিতে পারেননি, সেই কথা ইডি আধিকারিককে জানিয়েছিলেনও। ৫ তারিখ রাতে তিনি শহরে ফেরেন এবং ইডির কাছে হাজিরার জন্য অন্য একটি দিন রাখতে বলেন। সেই মতো ইডির তরফে অভিনেত্রীকে ১৯ জুন অর্থাৎ আজ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সিজিও কমপ্লেসে এলেন। সূত্রের খবর, আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হবে। ইতিমধ্যেই মহিলা ইডি আধিকারিক-সহ ইডির একাধিক আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিজিও কমপ্লেক্সে উপস্থিত হয়েছেন।

Rituparna Sengupta: শান্তি নেই ঋতুপর্ণা সেনগুপ্তর! ফের ডাক পাঠাল ইডি! এবার কী করবেন অভিনেত্রী?

কলকাতা: রাজ্যে রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের একবার বাংলা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল ইডি। গতকালই নায়িকাকে ইডি-র দফতর সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি যাননি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আগামী সপ্তাহে তাঁকে আবার সিজিও দফতরে ডেকে পাঠানো হয়েছে।

ইডি সূত্রে খবর, ঋতুপর্ণা কলকাতার বাইরে থাকায় ই-মেল মারফত জানিয়ে সময় চেয়েছেন। ‘কলকাতার বাইরে থাকায় আজ যাওয়া সম্ভব নয়’, ইডিকে মেল করে জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ৬ তারিখের পর ডাকলে যেতে পারবেন বলে জানিয়েছেন অভিনেত্রী, খবর সূত্রের। রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব করেছে ইডি।

আরও পড়ুন: অমলেট বানানোর জন্য ডিম ভাঙতেই চোখ উঠল কপালে! এটা কী বেরিয়ে এল? ভয়াবহ দৃশ্য

রেশন দুর্নীতি মামলায় ৫ জুন কেন আসতে পারলেন না ঋতুপর্ণা সেনগুপ্ত? কবে ফিরবেন? ইডি-র পরবর্তী পদক্ষেপ কী হবে? ইডি সূত্রে খবর, এদিন তিনি যেহেতু কলকাতায় নেই তাই তিনি আসতে পারছেন না, ফলে এরপর ইডি যেদিন মনে করবে নোটিস দিয়ে ফের তলব করবে। সেদিন তিনি আসবেন, ইডির কাছে সময়ও চেয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: জীবনে হতাশা ঘিরে ধরলে বাঁচার পথ দেখাবে বিবেকানন্দের এই ৫ দৃপ্ত বাণী, জানুন

রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে ইডি দফতরে বুধবার ডেকে পাঠানো হয়েছিল ঋতুপর্ণাকে। কিন্তু তিনি হাজিরা দেননি। সূ্ত্রের খবর, বিদেশে থাকার কারণে ইডি দফতরে যেতে পারেননি ঋতুপর্ণা। এ কথা তিনি ইডি আধিকারিকদের ইমেল করে জানিয়ে দেন।

এ-ও জানান, বৃহস্পতিবারের পর তাঁকে ডাকা হলে তিনি সিজিও কমপ্লেক্সে যেতে পারবেন। এর আগেও ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। তবে অন্য মামলায়। অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ২০১৯ সালে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। হাজিরাও দিয়েছিলেন তিনি। তার পর আবার বুধবার তলব করা হয় রেশন দুর্নীতি মামলায়।

Rituparna Sengupta: ঋতুপর্ণা সেনগুপ্ত কোথায়! এড়ালেন ইডি-র হাজিরা, কেন জানেন? এবার কী হবে?

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় বুধবার ইডির হাজিরা এড়ালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ৫ জুন বুধবার অভিনেত্রীকে ইডি অফিসে হাজির হওয়ার জন্য নোটিস দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডি সূত্রে খবর, ঋতুপর্ণা কলকাতার বাইরে থাকায় ই-মেল মারফত জানিয়ে সময় চেয়েছেন। ‘কলকাতার বাইরে থাকায় আজ যাওয়া সম্ভব নয়’, ইডিকে মেল করে জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ৬ তারিখের পর ডাকলে যেতে পারবেন বলে জানিয়েছেন অভিনেত্রী, খবর সূত্রের। রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব করেছে ইডি।

আরও পড়ুন: রক্তে জমছে কোলেস্টেরল? লিপিড প্রোফাইল বশে রাখতে রোজ এই ছোট্ট দানাটি খান! লাভ হবে

রেশন দুর্নীতি মামলায় আজ কেন আসতে পারলেন না ঋতুপর্ণা সেনগুপ্ত? কবে ফিরবেন? ইডি-র পরবর্তী পদক্ষেপ কী হবে? ইডি সূত্রে খবর, এদিন তিনি যেহেতু কলকাতায় নেই তাই তিনি আসতে পারছেন না, ফলে এরপর ইডি যেদিন মনে করবে নোটিস দিয়ে ফের তলব করবে। সেদিন তিনি আসবেন, ইডির কাছে সময়ও চেয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: জীবনে হতাশা ঘিরে ধরলে বাঁচার পথ দেখাবে বিবেকানন্দের এই ৫ দৃপ্ত বাণী, জানুন

এর আগে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় নাম জড়িয়েছিল অভিনেত্রীর। ২০১৯ সালে রোজভ্যালি মামলায় তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সে সময় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন ঋতুপর্ণা।

অর্পিতা হাজরা

Loksabha Elections 2024: শনিবার কলকাতায় ভোট, কী বলছেন টলিউডের তারকা ঋতুপর্ণা

Vote নিয়ে কী বললেন Rituparna Sengupta ? বাংলার ভোটে সতর্ক ইসি। নয় কেন্দ্রের ভোটে দশ হাজার কেন্দ্রীয় বাহিনী। ৬ দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণই।এবার নির্বিঘ্নেই লাস্ট ল্যাপের ভোটের টার্গেট কমিশনের। ৩ হাজার ৭৪৮ স্পর্শকাতর বুথে বিশেষ নজরদারি। বসিরহাটেই হাজারের বেশি স্পর্শকাতর বুথ। আজ থেকেই পথে কুইক রেসপন্স টিম।  (Watch bangla news video)

Rituparna Sengupta: ভোট নিয়ে কী বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত? জানুন নায়িকার মত

টলিউডের জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত! শনিবার শেষ দফার ভোট! তার আগেই এবারের ভোট নিয়ে নিজের মত জানালেন নায়িকা!

Rituparna Sengupta: রোজভ্যালির পরে এ বার রেশন দুর্নীতি! ইডির তলব অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে…

কলকাতা: রেশন দুর্নীতির মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠাল  ইডি। ইডি সূত্রে খবর, ৫ জুন তাঁকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে ব্যক্তিগত কাজে আমেরিকায় রয়েছেন ঋতুপর্ণা।

রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। এরপর সেই একই মামলায় নাম জড়াল অভিনেত্রীর।

২০১৯-এ রোজভ্যালি কাণ্ডেও অভিনেত্রীর নাম জড়িয়েছিল। ইডি সূত্রের খবর ছিল, রোজভ্যালির খরচে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন ঋতুপর্ণা৷ কেন টলিউড অভিনেত্রীকে বিদেশ ভ্রমণের খরচ জোগাল গৌতম কুণ্ডুর সংস্থা, সে বিষয়ে তথ্য পেতেই ঋতুপর্ণাকে তলব করা হয়েছিল ৷ কয়েকটি সিনেমার স্বত্ত্ব কেনে রোজভ্যালি ৷ সেই প্রক্রিয়ায় মধ্যস্থতা করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, এও শোনা যাচ্ছিল। এখনও অভিনেত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।