কপিলমুনি আশ্রম 

Gangasagar Mela: পুজোর আগেই শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলা ২০২৫-এর প্রস্তুতি 

কাকদ্বীপ: পুজোর আগেই শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলা ২০২৫ এর প্রস্তুতি। এবছর মেলার আগে ও পরে ড্রেজ়িং এবং প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়া হবে লক্ষ্য নিয়েছে জেলা প্রশাসন। গতবারে যে সমস্ত ছোটখাট ভুলত্রুটি ছিল সেগুলি ঠিক করে গঙ্গাসাগর মেলাকে নতুনরূপে সকলের কাছে তুলে ধরতে চাইছে প্রশাসন। ইতিমধ্যে এ নিয়ে বৈঠক করা হয়েছে।

আরও পড়ুন: মেয়েদের রাত দখল রাতেই হাসপাতাল-থানা ছুটে বেড়ালেন আক্রান্ত মহিলা! মেলেনি কোনও সাহায‍্য

গতবার বিভিন্ন জেটিঘাটে সমস্যা ছিল, বার্জেরও সমস্যা ছিল। এ ছাড়া, মেলা প্রাঙ্গণে ব্যারিকেডের কিছু সমস্যা ছিল। ঘন কুয়াশা থাকায় ভেসেল পরিষেবা ব্যাহত হয়। যার ফলে মাঝনদীতে দীর্ঘক্ষণ আটকে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছিল। টেলি যোগাযোগ ব্যবস্থারও সমস্যা ছিল। সব দফতরের মধ্যে সমন্বয়সাধনের জন্য ম্যানপ্যাকের সমস্যাতেও ভুগতে হয়েছিল সেবার। এবার সেগুলি শুধরে নিয়ে সামনে এগোতে চায় প্রশাসন।

আরও পড়ুন:  প্রতারণার টাকা উদ্ধার বারুইপুর সাইবার ক্রাইম বিভাগের! ফেরৎ প্রায় ৭৪ লক্ষ টাকা

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুড়িগঙ্গা নদীতে ড্রেজ়িংয়ে জোর দেওয়া হবে। পাশাপাশি, এ বার আরও বাড়ানো হবে প্রযুক্তির ব্যবহার। মোবাইল, ইন্টারনেট পরিষেবার উন্নতির উপরে জোর দেওয়া হচ্ছে। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, মথুরাপুরের সাংসদ বাপী হালদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক