বুধবার পালিত হচ্ছে রাধাষ্টমী ব্রত। ভাদ্রমাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয় শ্রীরাধিকার আবির্ভাব তিথি।

Radha Ashtami 2024 Vastu Tips: আজ রাধাষ্টমীর সন্ধ্যায় একমুঠো নুন দিয়ে করুন সামান্য কাজ, কুনজর কেটে সংসারে আসবে সৌভাগ্য ও অর্থের বৃষ্টি

বুধবার পালিত হচ্ছে রাধাষ্টমী ব্রত। ভাদ্রমাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয় শ্রীরাধিকার আবির্ভাব তিথি।
বুধবার পালিত হচ্ছে রাধাষ্টমী ব্রত। ভাদ্রমাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয় শ্রীরাধিকার আবির্ভাব তিথি।

 

বৈষ্ণবদের কাছে এই তিথি খুবই পবিত্র। এই তিথিতে নুন দিয়ে পালনীয় কিছু বাস্তু রীতিতে দূর হয় কুপ্রভাব। সংসারে আসে সৌভাগ্য ও অর্থ। বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী।
বৈষ্ণবদের কাছে এই তিথি খুবই পবিত্র। এই তিথিতে নুন দিয়ে পালনীয় কিছু বাস্তু রীতিতে দূর হয় কুপ্রভাব। সংসারে আসে সৌভাগ্য ও অর্থ। বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী।

 

একটি কাচের পাত্রে সৈন্ধব লবণের সঙ্গে চার-পাঁচটা লবঙ্গদানা মিশিয়ে রাখুন বাড়ির যে কোনও কোণে। প্রতি সপ্তাহে পাত্রের নুন ও লবণ পাল্টে দিন। সংসারে আসবে সুসময়। কেটে যায় নেগেটিভিটি।
একটি কাচের পাত্রে সৈন্ধব লবণের সঙ্গে চার-পাঁচটা লবঙ্গদানা মিশিয়ে রাখুন বাড়ির যে কোনও কোণে। প্রতি সপ্তাহে পাত্রের নুন ও লবণ পাল্টে দিন। সংসারে আসবে সুসময়। কেটে যায় নেগেটিভিটি।

 

স্নানের জলে মিশিয়ে নিন সৈন্ধব লবণ। রাধাষ্টমীর দিন থেকে শুরু করে টানা ২১ দিন পালন করুন এই টোটকা। কেটে যাবে লোকের কুনজর।
স্নানের জলে মিশিয়ে নিন সৈন্ধব লবণ। রাধাষ্টমীর দিন থেকে শুরু করে টানা ২১ দিন পালন করুন এই টোটকা। কেটে যাবে লোকের কুনজর।

 

ঘর মোছার জলে মিশিয়ে নিন এক চিমটে নুন। তাহলে দূর হবে বাস্তুদোষ।
ঘর মোছার জলে মিশিয়ে নিন এক চিমটে নুন। তাহলে দূর হবে বাস্তুদোষ।

 

একমুঠো নুন হাতে নিয়ে বাড়ির ভিতরে সব অংশ প্রদক্ষিণ করুন। তার পর ওই নুন সকলের অগোচরে ফেলে দিন বাড়ির বাইরে।
একমুঠো নুন হাতে নিয়ে বাড়ির ভিতরে সব অংশ প্রদক্ষিণ করুন। তার পর ওই নুন সকলের অগোচরে ফেলে দিন বাড়ির বাইরে।