সম্পূর্ণভাবে মজে গিয়েছে জলাশয়

West Bardhaman News : থেকেও নেই পুকুর, পুজো হলেও নিরঞ্জন হবে কোথায়? চিন্তা বাড়ছে আসানসোলের এই ওয়ার্ডে

আসানসোল, পশ্চিম বর্ধমান : গণেশ পুজো মিটে গিয়েছে। সামনেই আসছে বিশ্বকর্মা পুজো। একাধিক বাড়িতে হয় দেবশিল্পীর আরাধনা। কিন্তু এই পুজোকে কেন্দ্র করে চিন্তা বাড়ছে আসানসোলের ৪৩ নম্বর ওয়ার্ডে। তাদের চিন্তা পুজো তো হবে, কিন্তু প্রতিমা নিরঞ্জন হবে কোথায়? এলাকায় পুকুর থেকেও যেন নেই। পরিস্থিতি এমন যে, সদ্য সম্পন্ন হওয়া গণেশ পুজোয় মূর্তি নিরঞ্জন করা পর্যন্ত সম্ভব হয়নি।

কিন্তু কেন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে ? উল্লেখ্য, আসানসোলে ৪৩ নম্বর ওয়ার্ডে একটি জলাশয় রয়েছে। কিন্তু সেটি হয়ে উঠেছে ব্যবহারের অযোগ্য। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জলাশয়টির কোনওরকম সংস্কারের কাজ হয়নি। যার ফলে সম্পূর্ণভাবে মজে গিয়েছে জলাশয়টি। কচুরিপানায় জলাশয়টি পুরোপুরি ভাবে ভরতিহয়ে গিয়েছে। যার ফলে সেখানে গণেশ পুজোর পর প্রতিমা নিরঞ্জন করা সম্ভব হয়নি।

আরও পড়ুন : লাগতে পারে আরও এক বছর! সময়ে শেষ হচ্ছে না জাতীয় সড়কের সিক্স লেনের কাজ

আর এই ঘটনার পরে চিন্তা বাড়ছে ৪৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। তারা বলছেন, সামনেই বিশ্বকর্মা পুজো আসছে। একাধিক বাড়িতে দেবশিল্পীর পুজো হবে। কিন্তু পুজোর পর সেই প্রতিমা কোথায় নিরঞ্জন করা হবে, তা নিয়ে চিন্তা বাড়ছে। তাই অবিলম্বে জলাশয়টি সংস্কারের দাবিও করছেন স্থানীয়রা।

আরও পড়ুন : বিশ্বকর্মা পুজোর আগেই খারাপ খবর! উৎসবের মরশুমে বিরাট চিন্তা বাড়ছে

আবার এই বিষয়ে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, জলাশয়টি সংস্কার করানো হবে। কিন্তু পুরসভা শুধুমাত্র সংস্কার করে দেবে। তারপর সাধারণ মানুষকে আরও সতর্ক হতে হবে। দিনের পর দিন যদি ওই জলাশয়ে আবর্জনা ফেলা হয়, তাহলে এই পরিস্থিতির বারবার সৃষ্টি হবে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

তাই পুরসভা যেমন পরিষ্কারের কাজ করবে তেমনভাবেই স্থানীয়দেরও সেটির পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব নিতে হবে।

নয়ন ঘোষ