Anant Ambani-Radhika Merchant Wedding: আনন্দের আভায় উজ্জ্বল রাধিকার নাচ, মামেরু অনুষ্ঠানে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতলেন মুকেশ আর নীতা আম্বানিও

মুম্বই: অবশেষে শুরু হয়ে গেল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বহু প্রতীক্ষিত বিবাহ উৎসব। বুধবারেই মামেরু অনুষ্ঠান দিয়েই বিবাহ উৎসবের সূচনা ঘটে গেল। হবু বর-কনের সঙ্গে সেই আনন্দে মেতে উঠেছিল তাঁদের পরিবারও। মামেরু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবু দম্পতির পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা। ইতিমধ্যেই সেই মুহূর্তের কিছু ঝলক ভিডিও এবং ছবির মাধ্যমে সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

একটি নতুন ভিডিওতে আবার দেখা গিয়েছে হবু কনে রাধিকাকে। তাঁর চোখেমুখে আনন্দের আভা স্পষ্ট ভাবেই ফুটে উঠেছে। আর রাধিকার সেই উচ্ছ্বাস যেন সেখানে উপস্থিত সকলের মধ্যেই ছড়িয়ে পড়ছিল। এমনকী মুকেশ আম্বানি এবং নীতি আম্বানিকেও ওই অনুষ্ঠানে হাসিমুখেই দেখা গিয়েছে।

বুধবারের প্রি-ওয়েডিং ফেস্টিভিটির এক নয়া ভিডিও-তে দেখা গেল, একটি উঁচু মঞ্চে চেপেই অনুষ্ঠানস্থলে প্রবেশ করছেন হবু বর-কনে অনন্ত-রাধিকা। সকলেই ভালবাসা দিয়ে হইহই করে তাঁদের স্বাগত জানান। এদিকে শীঘ্রই আসছে তাঁদের শুভ বিবাহের মাহেন্দ্রক্ষণ। সেই কারণেই কনে রাধিকার চোখমুখ ছিল আনন্দে উজ্জ্বল। অস্থায়ী ওই মঞ্চে রীতিমতো নেচে উঠতে দেখা যায় রাধিকাকে। আর অনন্তকে দেখা গেল দিদি ইশা আম্বানির কন্যা আদিয়াকে কোলে নিয়ে।

আরও পড়ুনAnant Ambani-Radhika Merchant Wedding: নাতনিকে কোলে নিয়ে ঘুরছেন মুকেশ আম্বানি, রাধিকা-অনন্তের প্রি-ওয়েডিংয়ে ধরা পড়ল নির্ভেজাল পারিবারিক মুহূর্ত

এখানেই শেষ নয়, হবু বর এবং কনেকে স্বাগত জানান মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি। তাঁদের মুখেও ছিল চওড়া হাসি। সেই ভিডিও-তে অনন্তের দাদা আকাশ আম্বানি এবং দিদি ইশা আম্বানিকেও দেখা গিয়েছে।

মামেরু অনুষ্ঠান কী?
মামেরু হল এক গুজরাতি বিয়ের রীতি। এই অনুষ্ঠানে কনের মামা মিষ্টি এবং উপহারের ডালি নিয়ে কনের সঙ্গে দেখা করতে আসেন। আর কনের জন্য মামার দেওয়া সেই উপহারের ডালিতে থাকে পানেতর শাড়ি, গয়না এবং আইভরি অথবা সাদা চুরা। এর পাশাপাশি মিষ্টি এবং ড্রাই ফ্রুটসও থাকে উপহারের তালিকায়। যা সুন্দর সুন্দর ট্রে-র মধ্যে দারুণ ভাবে সাজিয়ে দেওয়া থাকে।

কবে হতে চলেছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহ?
অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠান শুরু হতে চলেছে আগামী ১২ জুলাই। প্রথম অনুষ্ঠানটি ‘শুভ বিবাহ’ বা শুভ বিয়ের অনুষ্ঠান। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ট্র্যাডিশনাল’। এরপর ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘শুভ আশীর্বাদ’। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ফর্ম্যাল’। আগামী ১৪ জুলাই উদযাপিত হবে ‘মঙ্গল উৎসব’ বা ওয়েডিং রিসেপশন। ওই অনুষ্ঠানের ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান শিক’। এই সমস্ত অনুষ্ঠান হতে চলেছে বিকেসি-র জিও ওয়ার্ল্ড সেন্টারে।