নিখোঁজ ক্রেবিন ক্রু

North 24 Parganas News: ঠিক ফিরবেই ছেলে, আশা ছাড়েনি পরিবার… জাহাজ ডুবিতে নিখোঁজ কেবিন ক্রু রাহুলের অপেক্ষায় সবাই

উত্তর ২৪ পরগনা: বিয়ের আর মাত্র ৫ মাস বাকি ছিল, তার আগেই কী সলিল সমাধি ঘটলো সব স্বপ্নের! এখনও যেন উৎকণ্ঠার প্রহর গুনছে বারাসাতের হৃদয়পুর শান্তিনগর এলাকার রায় পরিবার।

কলকাতা খিদিরপুর ডক থেকে আন্দামানের পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজডুবি হয়। সেই জাহাজে ছিলেন ক্রেবিন ক্রু রাহুল রায়ও, দুর্ঘটনার সেই খবর এসে পৌঁছায় বারাসতের বাড়িতে বাবা সুবোধ রায়ের কাছে। তারপর থেকেই আর ছেলের কোনও খোঁজ পাননি তিনি। সুবোধবাবু পেশায় ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির উচ্চপদে কর্মরত আধিকারিক। কলকাতার একটি বেসরকারি জাহাজ কোম্পানির প্রায় ১৫ বছরের পুরনো একটি জাহাজে পাড়ি দিয়েছিল ছেলে রাহুল। সুবোধবাবুর দাবি, জাহাজের ১১ জন কর্মীকে উদ্ধার করা গেলেও, এখনও রাহুল রায় ও ক্যাপ্টেন সহ তিনজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারের জন্য কোস্টগার্ড ও ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার তল্লাশি চালিয়ে যাচ্ছে এখনও।

আরও পড়ুন: তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় আসনা…? সাইক্লোন নিয়ে চরম সতর্কতা! কোথায় কোথায় ধ্বংসলীলার আশঙ্কা? কী হবে বাংলায়? জানিয়ে দিল আইএমডি

এদিকে পুনে থেকে দাদার নিখোঁজের খবর শুনে বারাসতের হৃদয়পুরের বাড়িতে এসে পৌঁছেছেন রাহুলের ছোট ভাই এমবিএ পড়ুয়া রোহন রায়ও। তবে কি আর ফিরবে না ছেলে? ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে আশা। তবে এদিন নিখোঁজ রাহুলের বাবা অভিযোগ করেন, ‘সরকার ও প্রশাসনের দেখা উচিত যে জাহাজগুলি গভীর সমুদ্রে যাচ্ছে, সেগুলির ফিট সার্টিফিকেট রয়েছে কিনা। তা না হলেই বিপদের সম্মুখীন হতে হয় জাহাজের কর্মীদের পাশাপাশি লোকসান পোহাতে হয় পণ্য সরবরাহকারী কোম্পানিগুলিকেও।’

কলকাতা থেকে ৯০ নটিকাল মাইল দূরে ছেলে এমন দুর্ঘটনার কবলে পড়ার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। পাড়া-প্রতিবেশীরাও এখন দিনরাত খোঁজ নিচ্ছে রাহুলের কোনও খোঁজ পাওয়া গেল কি না তার। আগামী ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে রাহুলের বিয়ে ঠিক হয়েছিল। বড় ছেলের রাহুলের সেই বিবাহ অনুষ্ঠান এখন অনিশ্চিত। তবে তাঁর বেঁচে থাকার আশা ছাড়ছেন না প্রতিবেশী থেকে পরিবার ও বন্ধুবান্ধবরা কেউই। সেই ভরসাতেই নিখোঁজ ছেলের ঘরে ফেরার আশায় এখন প্রহর গুনছে রায় পরিবার।