IND vs SA : নিজের শহরেই আজ আফ্রিকান সিংহ বধ করে ভারতের সিরিজ জয়ের লক্ষ্যে কোচ দ্রাবিড়

#বেঙ্গালুরু: খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে ভারত। প্রথম দুই ম্যাচে পরাজয়ের ধাক্কা সামলে সমতা ফিরিয়েছে সিরিজে। প্রবল চাপের মধ্যেও পরপর দুই ম্যাচে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ঋষভ পন্থরা। রবিবার গার্ডেন সিটিতে টি-২০ সিরিজের নির্ণায়ক ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে টিম ইন্ডিয়া। অন্যদিকে, দু’বার সিরিজ পকেটে ভরার সুযোগ হারিয়ে টলে গিয়েছে প্রোটিয়া ব্রিগেডের মনোবল।

তাদের চিন্তা আরও বাড়িয়েছে শেষ ম্যাচে অধিনায়ক তেম্বা বাভুমার খেলা ঘিরে অনিশ্চয়তা। শুক্রবার ব্যাটিংয়ের সময় বাঁ কনুইয়ে চোট পেয়েছিলেন তিনি। চিন্নাস্বামী স্টেডিয়ামে বাভুমা না খেললে তা দক্ষিণ আফ্রিকার কাছে জোর ঝটকা হয়ে দাঁড়াবে। ভারতীয় শিবিরেও রয়েছে উদ্বেগ। তা সে বিশাখাপত্তনম ও রাজকোটে যতই ৪৭ ও ৮২ রানে জয় আসুক না কেন!

অধিনায়ক পন্থই তো রানের মধ্যে নেই। চার ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৫৭ রান। গড় ১৪.২৫। যেভাবে তিনি আউট হচ্ছেন, তা রীতিমতো চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। নেতা হিসেবেও নজর কাড়তে পারেননি ঋষভ।
এই সিরিজে প্রতি ম্যাচেই ওপেন করেছেন ঋতুরাজ গায়কোয়াড়। প্রশ্নের মুখে তাঁর টেকনিক। গতির বিরুদ্ধে অস্বস্তিতে দেখা যাচ্ছে তরুণ ওপেনারটিকে। সিরিজে মাত্র একবারই পঞ্চাশের গণ্ডি পেরতে সফল হয়েছেন ঋতুরাজ।

তিন নম্বরে নামা শ্রেয়স আয়ারের অবস্থাও তথৈবচ। স্পিনের বিরুদ্ধে স্বচ্ছন্দ হলেও পেসারদের সামনে সমস্যায় পড়েছেন বারবার। বোলিংয়ে আবার বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের মধ্যে ধারাবাহিকতার অভাব প্রকট।
অবশ্য ইতিবাচক দিকও রয়েছে। কোচ রাহুল দ্রাবিড় ভরসা রেখেছিলেন ক্রিকেটারদের উপর।

সিরিজে ০-২ পিছিয়ে পড়ার পরও দলে পরিবর্তন ঘটাননি। চার ম্যাচেই একই দল খেলিয়েছেন। তার মর্যাদাও দিয়েছেন ক্রিকেটাররা। ৪৭.৭৫ গড়ে ঈশান কিষানের ১৯১ রান ভরসা দিয়েছে দলকে। কয়েক মাস পরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের দলে তৃতীয় ওপেনার হিসেবে জায়গা পাওয়ার দাবি জোরাল করেছেন তিনি। হার্দিক পান্ডিয়া মিডল অর্ডারের ওজন বাড়িয়েছেন।