ক্রিকেট যদি ‘জেন্টাল ম্যানস’ গেম হয়, তা হলে সেই খেলার অন্যতম স্তম্ভ নিঃসন্দেহে রাহুল দ্রাবিড়। বাইশ গজের দেওয়াল এবং আর মাঠের বাইরে আদ্যপ্রান্ত ভদ্র লোক।

Rahul Dravid on BCCI bonus: বড় মনের পরিচয় দ্রাবিড়ের, ফেরালেন বোর্ডের ২.৫ কোটি, নেবেন সাপোর্ট স্টাফের সমান বোনাস

ক্রিকেট যদি ‘জেন্টাল ম্যানস’ গেম হয়, তা হলে সেই খেলার অন্যতম স্তম্ভ নিঃসন্দেহে রাহুল দ্রাবিড়। বাইশ গজের দেওয়াল এবং আর মাঠের বাইরে আদ্যপ্রান্ত ভদ্র লোক।
ক্রিকেট যদি ‘জেন্টাল ম্যানস’ গেম হয়, তা হলে সেই খেলার অন্যতম স্তম্ভ নিঃসন্দেহে রাহুল দ্রাবিড়। বাইশ গজের দেওয়াল এবং আর মাঠের বাইরে আদ্যপ্রান্ত ভদ্র লোক।
ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পরেও বড় মনের পরিচয় দিলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় কোচ। বিসিসিআই বিশ্বকাপ জেতার জন্য মোট ১২৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল।
ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পরেও বড় মনের পরিচয় দিলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় কোচ। বিসিসিআই বিশ্বকাপ জেতার জন্য মোট ১২৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল।
আগে ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতার পরে দ্রাবিড়কে ৫০ লক্ষ টাকা বোনাস দিতে চেয়েছিল বোর্ড, খেলোয়ারদের ৩০ লক্ষ এবং সাপোর্ট স্টাফেদের ২০ লক্ষ। কিন্তু দ্রাবিড় বেশি বোনাস নিতে অস্বীকার করেছিলেন।
আগে ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতার পরে দ্রাবিড়কে ৫০ লক্ষ টাকা বোনাস দিতে চেয়েছিল বোর্ড, খেলোয়ারদের ৩০ লক্ষ এবং সাপোর্ট স্টাফেদের ২০ লক্ষ। কিন্তু দ্রাবিড় বেশি বোনাস নিতে অস্বীকার করেছিলেন।
খেলোয়ার এবং রাহুল দ্রাবিড়ের পাওয়ার কথা ছিল ৫ কোটি টাকা করে পাশাপাশি ২.৫ কোটি টাকা করে পাওয়ার কথা সাপোর্ট স্টাফেদের।
খেলোয়ার এবং রাহুল দ্রাবিড়ের পাওয়ার কথা ছিল ৫ কোটি টাকা করে পাশাপাশি ২.৫ কোটি টাকা করে পাওয়ার কথা সাপোর্ট স্টাফেদের।
বিসিসিআই সূত্রে খবর, রাহুল দ্রাবিড় ৫ কোটি টাকা বোনাস নিতে অস্বীকার করেছেন। তিনি অন্যান্য় সাপোর্ট স্টাফেদের মতোই ২.৫ কোটি টাকা বোনাস নিতে চান।
বিসিসিআই সূত্রে খবর, রাহুল দ্রাবিড় ৫ কোটি টাকা বোনাস নিতে অস্বীকার করেছেন। তিনি অন্যান্য় সাপোর্ট স্টাফেদের মতোই ২.৫ কোটি টাকা বোনাস নিতে চান।