রাহুল গান্ধির কপ্টারে হানা

Rahul Gandhi Helicopter: অভিষেকের পর এবার রাহুল গান্ধি, হেলিকপ্টারে কী আছে! হাজির নির্বাচন কমিশনের আধিকারিকরা

তামিলনাড়ু: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার রাহুল গান্ধি। কংগ্রেস সাংসদের হেলিকপ্টারে হানা দিল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। অভিষেকের কপ্টারে যদিও আয়কর দফতর তল্লাশি চালিয়েছিল। আর সোমবার ভোটপ্রচারে হলদিয়ায় যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার পরিদর্শনে গেলেন খোদ নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের তিন সদস্য।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সোমবার নিজের কেন্দ্র কেরলের ওয়ানাড়ে যাওয়ার পথে রাহুলের কপ্টারে তল্লাশি চালান নির্বাচন কর্মীরা। ভোটের প্রচারের জন্য কপ্টার ভাড়া নিয়ে থাকেন রাজনৈতিক নেতা-নেত্রীরা। পুলিশ জানিয়েছে, দলের ভাড়া নেওয়া রাহুলের সেই চপারে হানা দেয় ‘ফ্লাইং স্কোয়াড’।

আরও পড়ুন: স্বপ্নে কুকুর দেখেন? কামড়ের আতঙ্ক না পোষ্যকে জড়িয়ে আদর? স্বপ্নশাস্ত্র অনুযায়ী এর অর্থ জানলে চমকে যাবেন!

ওয়ানাড়ে রাহুলের কপ্টার ল্যান্ড করা মাত্রই পৌঁছে যান নির্বাচন কমিশনের আধিকারিকেরা। হেলিকপ্টারের সমস্ত কাগজপত্র থেকে জরুরি নথি খতিয়ে দেখেন তাঁরা। যদিও শুধু রাহুল নন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধির হেলিকপ্টারেও তল্লাশি অভিযান চালিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: বিমানেই সব! একে অপরের উপর শুয়ে যুগল, দেখা যাচ্ছে চারটে পা! যা ঘটল, দেখে সবাই অস্থির

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে অভিযান নিয়ে দলের তরফে অভিযোগ করা হয়েছে যে, তল্লাশি অভিযান চালিয়ে কিছু না পেয়ে নিরাপত্তারক্ষীদের হুমকি দেন আয়কর আধিকারিকরা। এমনকী চপার বেআইনি বলে আটকে রাখা হবে বলেও হুঁশিয়ারি দেন। কিন্তু আয়কর দফতর সূত্রের খবর, ভোটের সময় কোনও অভিযোগ এলে সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালায় কুইক রেসপন্স টিম। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই রুটিন তল্লাশি চালানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে।