রাহুলের নিশানায় মোদি৷

Rahul Gandhi: ১৫ দিনে এনডিএ সরকারের দশ ‘প্রাপ্তি’! তালিকা দিলেন রাহুল, তীব্র আক্রমণ মোদিকে

নয়াদিল্লি: সাংসদ হিসেবে নরেন্দ্র মোদির শপথের দিনই প্রধানমন্ত্রীকে নিশানা করে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ তৃতীয় মোদি সরকার ক্ষমতায় আসার পর প্রথম ১৫ দিনে কেন্দ্রের কী কী ব্যর্থতা, তার তালিকা তৈরি করে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন কংগ্রেস সাংসদ৷ একই সঙ্গে রাহুল গান্ধির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধুমাত্র নিজের সরকার বাঁচাতেই ব্যস্ত৷

তৃতীয় মোদি সরকার ক্ষমতায় আসার পর প্রথম পনেরো দিনে তাদের দশটি ব্যর্থতার তালিকা এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাহুল৷ সেখানে তিনি লিখেছেন, ‘এনডিএ-র প্রথম ১৫ দিন৷ ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, কাশ্মীরে জঙ্গি হামলা, ট্রেন যাত্রীদের দুর্দশা, নিট কেলেঙ্কারি, নিট পিজি পরীক্ষা পিছিয়ে দেওয়া, ইউজিসি নেট পরীক্ষার প্রশ্ন ফাঁস, দুধ-গ্যাস-ডাল-টোলের মূল্যবৃদ্ধি, জঙ্গলে আগুন, জল সঙ্কট এবং ব্যবস্থা না নেওয়ায় তাপপ্রবাহে মানুষের মৃত্যু৷’

আরও পড়ুন: সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন কেজরিওয়াল! জেল থেকে মুক্তির আশায় আপাতত জল

প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল গান্ধি আরও লিখেছেন, ‘মানসিক ভাবে পিছিয়ে যাওয়া নরেন্দ্র মোদি এখন সরকার বাঁচাতেই ব্যস্ত৷ নরেন্দ্র মোদিজি এবং তাঁর সরকার সংবিধানের উপর আক্রমণ করলে আমরা তা মেনে নেব না৷ ইন্ডিয়া জোট হিসেবে শক্তিশালী বিরোধীরা নিজেদের চাপ বজায় রাখবে, মানুষের হয়ে আওয়াজ তুলবে এবং জবাব না দিয়ে প্রধানমন্ত্রীকে পালাতে দেবে না৷’

প্রসঙ্গত, আজ থেকেই সংসদের অধিবেশন শুরু হল৷ এ দিনই শপথ নেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ প্রায় ২৮০ জন সাংসদ৷

অধিবেশন শুরুর আগে বিবৃতি দিতে গিয়ে সবাইকে নিয়ে চলার কথা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে, বিরোধীদের সহযোগিতাও চান তিনি৷ যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শপথগ্রহণের সময় সংসদের ভিতরেই সংবিধান তুলে ধরে প্রতিবাদ জানান রাহুল গান্ধি৷