নয়াদিল্লি: সাংসদ হিসেবে নরেন্দ্র মোদির শপথের দিনই প্রধানমন্ত্রীকে নিশানা করে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ তৃতীয় মোদি সরকার ক্ষমতায় আসার পর প্রথম ১৫ দিনে কেন্দ্রের কী কী ব্যর্থতা, তার তালিকা তৈরি করে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন কংগ্রেস সাংসদ৷ একই সঙ্গে রাহুল গান্ধির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধুমাত্র নিজের সরকার বাঁচাতেই ব্যস্ত৷
তৃতীয় মোদি সরকার ক্ষমতায় আসার পর প্রথম পনেরো দিনে তাদের দশটি ব্যর্থতার তালিকা এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাহুল৷ সেখানে তিনি লিখেছেন, ‘এনডিএ-র প্রথম ১৫ দিন৷ ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, কাশ্মীরে জঙ্গি হামলা, ট্রেন যাত্রীদের দুর্দশা, নিট কেলেঙ্কারি, নিট পিজি পরীক্ষা পিছিয়ে দেওয়া, ইউজিসি নেট পরীক্ষার প্রশ্ন ফাঁস, দুধ-গ্যাস-ডাল-টোলের মূল্যবৃদ্ধি, জঙ্গলে আগুন, জল সঙ্কট এবং ব্যবস্থা না নেওয়ায় তাপপ্রবাহে মানুষের মৃত্যু৷’
আরও পড়ুন: সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন কেজরিওয়াল! জেল থেকে মুক্তির আশায় আপাতত জল
প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল গান্ধি আরও লিখেছেন, ‘মানসিক ভাবে পিছিয়ে যাওয়া নরেন্দ্র মোদি এখন সরকার বাঁচাতেই ব্যস্ত৷ নরেন্দ্র মোদিজি এবং তাঁর সরকার সংবিধানের উপর আক্রমণ করলে আমরা তা মেনে নেব না৷ ইন্ডিয়া জোট হিসেবে শক্তিশালী বিরোধীরা নিজেদের চাপ বজায় রাখবে, মানুষের হয়ে আওয়াজ তুলবে এবং জবাব না দিয়ে প্রধানমন্ত্রীকে পালাতে দেবে না৷’
NDA के पहले 15 दिन!
1. भीषण ट्रेन दुर्घटना
2. कश्मीर में आतंकवादी हमले
3. ट्रेनों में यात्रियों की दुर्दशा
4. NEET घोटाला
5. NEET PG निरस्त
6. UGC NET का पेपर लीक
7. दूध, दाल, गैस, टोल और महंगे
8. आग से धधकते जंगल
9. जल संकट
10. हीट वेव में इंतजाम न होने से मौतें…— Rahul Gandhi (@RahulGandhi) June 24, 2024
প্রসঙ্গত, আজ থেকেই সংসদের অধিবেশন শুরু হল৷ এ দিনই শপথ নেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ প্রায় ২৮০ জন সাংসদ৷
অধিবেশন শুরুর আগে বিবৃতি দিতে গিয়ে সবাইকে নিয়ে চলার কথা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে, বিরোধীদের সহযোগিতাও চান তিনি৷ যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শপথগ্রহণের সময় সংসদের ভিতরেই সংবিধান তুলে ধরে প্রতিবাদ জানান রাহুল গান্ধি৷