যাত্রীদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত

Rail: যাত্রীদের সুবিধার্থে রেলের বড় সিদ্ধান্ত, উত্তরবঙ্গ যাওয়ার দুই জোড়া স্পেশ্যাল ট্রেনের মেয়াদবৃদ্ধি

কলকাতা: যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে অগাস্টের প্রথম সপ্তাহ থেকে উভয় দিক থেকে চারটি ট্রিপের জন্য সাপ্তাহিক স্পেশাল ট্রেন নং. ০৩০২৭/০৩০২৮ (হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া) ও উভয় দিক থেকে পাঁচটি ট্রিপের জন্য সাপ্তাহিক স্পেশাল ট্রেন নং. ০৩১০৫/০৩১০৬ (শিয়ালদহ-জাগীরোড-শিয়ালদহ)-এর পরিষেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

স্পেশাল ট্রেনটি বিদ্যমান পরিষেবার দিন, সময় ও স্টপেজ সহ চলাচল করবে। সেই অনুসারে, ট্রেন নং. ০৩০২৭ (হাওড়া-নিউ জলপাইগুড়ি) সাপ্তাহিক স্পেশাল ৭ অগাস্ট থেকে ২৮ অগাস্ট, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বুধবার হাওড়া থেকে ২৩:৫৫ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ১০:৪৫ ঘন্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ফেরার সময়, ট্রেন নং. ০৩০২৮ (নিউ জলপাইগুড়ি-হাওড়া) সাপ্তাহিক স্পেশ্যাল ৮ অগাস্ট থেকে ২৯ অগাস্ট, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থেকে ১২:৪৫ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ০০:১০ ঘন্টায় হাওড়া পৌঁছবে।

আরও পড়ুন: প্রথমে তিনতলা, তারপরই দু’তলা ভাঙতেই মুহূর্তে সব শেষ! বাগুইআটিতে ভয়ঙ্কর ঘটনায় মৃত্যু ছাত্রের

উভয় দিকের যাত্রাকালে স্পেশ্যাল ট্রেনটি কিষানগঞ্জ, মালদা টাউন, আজিমগঞ্জ, কাটওয়া ও ব্যান্ডেল ইত্যাদি স্টেশন হয়ে চলাচল করবে। ট্রেন নং. ০৩১০৫ (শিয়ালদহ – জাগীরোড) সাপ্তাহিক স্পেশাল ২ অগাস্ট থেকে ৩০ অগাস্ট, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শুক্রবারে শিয়ালদহ থেকে ০৯:০০ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ০৬:৩০ ঘন্টায় জাগীরোড পৌঁছবে। ফেরৎ যাত্রার সময়, ট্রেন নং. ০৩১০৬ (জাগীরোড-শিয়ালদহ) সাপ্তাহিক স্পেশ্যাল ৩ অগাস্ট থেকে ৩১ অগাস্ট , ২০২৪ পর্যন্ত প্রত্যেক শনিবারে জাগীরোড থেকে ১৩:০০ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ১৩:০০ ঘন্টায় শিয়ালদহ পৌঁছবে।

উভয় দিকের যাত্রাকালে স্পেশ্যাল ট্রেনটি গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদা টাউন, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, ব্যান্ডেল ও নৈহাটী ইত্যাদি স্টেশন হয়ে চলাচল করবে। এই রুটগুলিতে চলাচল করা অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা আরামদায়ক যাত্রার জন্য এই সুযোগ নিতে পারবেন।উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।