দক্ষিণবঙ্গ Mondarmoni Condition: চোখ রাঙাচ্ছে সাইক্লোন, উত্তাল সমুদ্র…! সমুদ্রসৈকত খাঁ খাঁ, শুনশান, কেউ নেই কোথাও Gallery October 24, 2024 Bangla Digital Desk জনপ্রিয় পর্যটনকেন্দ্র মন্দারমণি প্রায় পর্যটক শূন্য। ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকেই মন্দারমণি জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। দিঘা মন্দারমনি তাজপুর সহ সমস্ত জায়গায় প্রশাসন আগেই নির্দেশ দিয়েছে হোটেল খালি করার। ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলায় বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি। পাশাপাশি ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার কথা জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় বেলা যত বাড়বে, জেলা জুড়ে আবহাওয়ার পরিস্থিতি আরও অবনতি হবে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে উপকূলবর্তী এলাকার প্রায় ৬০ হাজার মানুষকে ইতিমধ্যেই রেসকিউ সেন্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ‘দানা’র প্রভাবে ধীরে ধীরে পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি-সহ সর্বত্রই আবহাওয়ার পরিস্থিতি ঘোরালো হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ওয়ান, রামনগর টু, দেশপ্রাণ অঞ্চল থেকে প্রায় ৯০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন, কেশিয়াড়ি থেকে প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।