সিরোহি: রাজস্থানে সিরোহি জেলায় সকালে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এখানে জাতীয় সড়কে চলন্ত গাড়ির টায়ার ফেটে যাওয়ায় তা বেহাল হয়ে সড়কের পাশে নালায় পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা ৬ জনের মধ্যে ৫ জন ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিরা গুজরাতের আহমেদাবাদ থেকে রাজস্থানের ফলৌদি জেলার খারা গ্রামে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত এবং আহতদের সিরোহির ট্রমা সেন্টারে ভর্তি করে।
আরও পড়ুন : প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল বিল্ডিং, নিহত ৩, ধ্বংসস্তূপের ভিতর অন্তত ১৭ শ্রমিকের আটকে থাকার আশঙ্কা! দেখুন ভিডিও
পুলিশের তথ্যমতে, দুর্ঘটনাটি আজ সকালে ছটার দিকে গুজরাত-দিল্লি হাইওয়ের ওপর ঘটেছে। সেই সময় একটি গাড়িতে করে একই পরিবারের ৬ জন গুজরাতের দাহোদ থেকে ফলৌদি জেলার খারা গ্রামে যাচ্ছিলেন। তারা দাহোদে বসবাস করতেন এবং দীপাবলি উদযাপন করতে গ্রামের বাড়ি আসছিলেন। সিরোহি কোতওয়ালি এলাকায় চলন্ত গাড়ির ব্রেক ফেল হয়ে যায়, যার ফলে গাড়িটি বেহাল হয়ে ডিভাইডারে ধাক্কা খায়।
মৃতদের মধ্যে দুই মহিলা, দুই পুরুষ এবং একটি শিশু রয়েছে। চালক ভয় পেয়ে ডিভাইডারে ধাক্কা মারে। গাড়ির একটি টায়ার ফেটে যায় এবং তারপর সেটি পাশে থাকা নালায় পড়ে যায়। দুর্ঘটনায় ৬ জনের মধ্যে ৫ জন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় নিহত সকলেই সেন সমাজের সদস্য ছিলেন। মৃতদের মধ্যে দুই মহিলা, দুই পুরুষ এবং ১১ মাসের শিশু আশু অন্তর্ভুক্ত। মৃতদের পরিচয় জানা গিয়েছে৷ তারা হল প্রতাপ, রামূরাম, উষা, পূজা এবং ১১ মাসের শিশু আশু৷
আরও পড়ুন: গা ছমছমে প্রতি মুহূর্ত! কেড়ে নেবে রাতের ঘুম! ঝড়ের দাপটে হাড়হিম, লক্ষ্মীবারেই চরম অলক্ষ্মী ‘দানা’?
দুর্ঘটনার খবর পেয়ে কোতওয়ালি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহত এবং মৃতদের সিরোহির ট্রমা সেন্টারে নিয়ে যায়। পরে স্থানীয় সংসদ সদস্য লুম্বারাম, পুলিশ এবং প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও হাসপাতালে পৌঁছান। পুলিশ মৃতদের পরিবারকে খবর দিয়েছে। মৃতদেহগুলোকে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের আসার পর মৃতদেহগুলোর পোস্টমর্টেম করা হবে।