জমা জলের ওপর দিয়েই যাতায়াত

Malda News: দীর্ঘদিন বৃষ্টির জল জমে সমস্যা! প্রায় ঘরবন্দি অবস্থা এখনও শহরের কিছু বাসিন্দাদের

মালদহ: জল যন্ত্রণায় নাজেহাল শহরের একাংশের বাসিন্দারা। বর্ষার মরশুম বিদায় নিলেও এখনও জমে রয়েছে বৃষ্টির জল। রাস্তায় প্রায় হাঁটু জল, অনেকের বাড়ির ভিতরে এখনও জলমগ্ন হয়ে রয়েছে। বাড়ছে মশা মাছি সহ বিভিন্ন কীটপতঙ্গের উপদ্রব। এগিয়ে আসছে দুর্গা পুজো। পুজোর আগেও জলমগ্ন হয়ে থাকায় সমস্যায় স্থানীয়রা।

মালদহের ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা এখনও জলমগ্ন।‌ এই ওয়ার্ডের নেতাজি কলোনির বাসিন্দারা সব থেকে বেশি সমস্যায় রয়েছে। এছাড়াও মালঞ্চপল্লী, বাপুজী কলোনী এলাকাতেও জল জমে রয়েছে। স্থানীয় বাসিন্দা মিরা হালদার বলেন, বর্ষা আসলেই জল জমে আমাদের এই এলাকায়। দীর্ঘদিন জমে থাকে জল।

আরও পড়ুন: লাগাম ছাড়া আলুর দাম, নিয়ন্ত্রণে আনতে ময়দানে টাস্ক ফোর্স 

নানা রোগের ভয়, এছাড়াও কীট পতঙ্গের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে আমরা আতঙ্কে থাকছি। যদিও স্থানীয় কাউন্সিলর মণিষা সাহা মন্ডল বলেন,ইংরেজবাজার শহরের পার্শ্ববর্তী জলাশয়ের ধারে এই বসতিগুলি রয়েছে। নিচু জায়গা। তবে পুরসভার পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দ্রুত নিকাশি ব্যবস্থা তৈরি করে এলাকার বাসিন্দাদের সমস্যার সমাধান করা হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হরষিত সিংহ