বঙ্গোপসাগরে ঘূর্ণবাত শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের কারণেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের দুর্যোগের আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। (সৈকত শী)

ধেয়ে আসছে ‘রিমল’ পূর্ববর্তী বৃষ্টি! দুর্যোগের আগে থেকে সাবধান হন

বঙ্গোপসাগরে ঘূর্ণবাত শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের কারণেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের দুর্যোগের আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস।ইতিমধ্যেই শনি রবি ও সোমবার উপকূলবর্তী জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা লাল সতর্কতা জারি হয়েছে। অন্য দিকে এই ঘূর্ণিঝড়ের কারণে পূর্ব মেদিনীপুর জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। ঘূর্ণিঝড়টি শনিবার মধ্যরাতের পর আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের কারণেই উত্তাল হয়ে উঠেছে দিঘা সমুদ্র। দিঘা সমুদ্র সৈকতে রিমলের প্রভাবে শুরু হয়েছে জলোচ্ছ্বাস। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে দিঘায় উপকূলে। গার্ড ওয়াল টপকে রীতিমতো ঢেউ উঠছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় রিমল প্রভাব ফেলবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।