নিম্নচাপ, বঙ্গোপসাগর, ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, বর্ষা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, ঝড় বৃষ্টির পূর্বাভাস, সাইক্লোনিক সার্কুলেশন, ঝড় বৃষ্টি বজ্রপাত, আবহাওয়া, বৃষ্টিপাতের সতর্কতা, তাপপ্রবাহ, হিট ওয়েভ, গরমকাল, গ্রীষ্মের ওয়েদার আপডেট, ওয়েদার আপডেট, ঝড় বৃষ্টির সতর্কতা, বিপরীত ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝা, বৃষ্টি, নিম্নচাপ, ঝড়-ঝঞ্ঝা, ঝড় বৃষ্টির সতর্কতা, ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স, আবহাওয়া, বাংলার আবহাওয়া, তাপপ্রবাহ, বৃষ্টিপাত, গরম, তাপমাত্রা, পারদ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত সতর্কতা, বৃষ্টির সতর্কতা, দমকা বাতাস, দক্ষিণবঙ্গের আবহাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সতর্কতা, বৃষ্টি, দিঘা আবহাওয়া, আরবসাগরে ঘূর্ণাবর্ত, ২০২৪ ওয়েদার আপডেট, বাংলার আবহাওয়া, আবহাওয়ার পূর্বাভাস, ঝড় বৃষ্টি, বাংলার আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের আবহাওয়া, উত্তরবঙ্গের আবহাওয়া, বাংলা খবর

Rainfall Alert IMD: আর কিছুক্ষণ…! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি ঘণ্টা খানেকেই কাঁপাবে দক্ষিণের ৪ জেলা, ভাসবে কলকাতা? সতর্ক করল আলিপুর

সপ্তাহের শুরু থেকেই বৃষ্টি মুখর বাংলার দক্ষিণের জেলাগুলি। আলিপুর আবহাওয়ার টাটকা পূর্বাভাসে বৃষ্টির সতর্কতা জারি হল দক্ষিণবঙ্গের চার জেলায়। আগামী ১ ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়।
সপ্তাহের শুরু থেকেই বৃষ্টি মুখর বাংলার দক্ষিণের জেলাগুলি। আলিপুর আবহাওয়ার টাটকা পূর্বাভাসে বৃষ্টির সতর্কতা জারি হল দক্ষিণবঙ্গের চার জেলায়। আগামী ১ ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়।
সর্বশেষ পূর্বাভাস বলছে, ঝড়-জল ঝেঁপে নামতে চলেছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই ৪ জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের সতর্কতা রয়েছে বজ্রপাতের।
সর্বশেষ পূর্বাভাস বলছে, ঝড়-জল ঝেঁপে নামতে চলেছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই ৪ জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের সতর্কতা রয়েছে বজ্রপাতের।
আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া? ইতিমধ্যেই জানিয়েছে মৌসম ভবন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা! বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপ! আর এই দুইয়ের জেরেই বৃষ্টির দুর্যোগ শুরু দক্ষিণবঙ্গ জুড়ে।
আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া? ইতিমধ্যেই জানিয়েছে মৌসম ভবন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা! বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপ! আর এই দুইয়ের জেরেই বৃষ্টির দুর্যোগ শুরু দক্ষিণবঙ্গ জুড়ে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে কলকাতা-সহ ১৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, নিম্নচাপ ততটা জোরালো না হলেও বৃষ্টি বাড়তে চলেছে বাংলায়। সোমবার থেকেই বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গে। এমনটাই ইঙ্গিত হাওয়া অফিসের সতর্কতায়।
পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে কলকাতা-সহ ১৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, নিম্নচাপ ততটা জোরালো না হলেও বৃষ্টি বাড়তে চলেছে বাংলায়। সোমবার থেকেই বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গে। এমনটাই ইঙ্গিত হাওয়া অফিসের সতর্কতায়।
শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে থাকা সুস্পষ্ট নিম্নচাপ রবিবার দুর্বল হয়ে ওড়িশার সম্বলপুরের উপর অবস্থান করছে। মৌসম ভবনের পূর্বাভাস বলছে, দুর্বল হলেও এই নিম্নচাপের জেরেই চলবে বৃষ্টি। যা বাড়তে চলেছে সপ্তাহের প্রথম দিনেই।
শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে থাকা সুস্পষ্ট নিম্নচাপ রবিবার দুর্বল হয়ে ওড়িশার সম্বলপুরের উপর অবস্থান করছে। মৌসম ভবনের পূর্বাভাস বলছে, দুর্বল হলেও এই নিম্নচাপের জেরেই চলবে বৃষ্টি। যা বাড়তে চলেছে সপ্তাহের প্রথম দিনেই।
আলিপুর জানাচ্ছে, নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কিছুদিন মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে সক্রিয় রূপে অবস্থান করবে। এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জুলাই মাসের শেষ অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজায় থাকবে।
আলিপুর জানাচ্ছে, নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কিছুদিন মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে সক্রিয় রূপে অবস্থান করবে। এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জুলাই মাসের শেষ অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজায় থাকবে।
বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৩ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সতর্কতা।
বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৩ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সতর্কতা।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
হলুদ সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে। তবে ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং বা আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে। জারি করা হয়েছে সতর্কতাও।
হলুদ সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে। তবে ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং বা আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে। জারি করা হয়েছে সতর্কতাও।
সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এরমধ্যে সাত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেগুলি হল - দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। তবে সেখানে ভারী বৃষ্টি হবে না।
সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এরমধ্যে সাত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেগুলি হল – দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। তবে সেখানে ভারী বৃষ্টি হবে না।
উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হবে সোমবার। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হবে সোমবার। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
মঙ্গলবারও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ৫ জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম) কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবারও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ৫ জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম) কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার থেকে ভারী বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই চারটি জেলায়।
বুধবার থেকে ভারী বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই চারটি জেলায়।
বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আপাতত কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি।
বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আপাতত কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি।
অন্যদিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
বুধবার এবং বৃহস্পতিবার আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ওই দু’দিন ওই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।