রাজু বাগ 

East Bardhaman News: ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি নজরকাড়া সামগ্রী, পূর্ব বর্ধমানের যুবকের কাণ্ড দেখলে অবাক হবেন 

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার এই যুবকের কাণ্ডকারখানা দেখলে অবাক হতে হয়। নিজের হাতের কাজ আর সৃজনশীলতা দিয়ে তিনি মুগ্ধ করেছেন সমগ্র জেলা তথা গোটা রাজ্যের মানুষকে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের বড়কোবলা এলাকার বাসিন্দা রাজু বাগ। বছর তিরিশের এই যুবকের হাতের কাজ ইতিমধ্যেই প্রসংশা কুড়িয়েছে বহু মানুষের। তাঁর তৈরি জিনিস পাড়ি দিয়েছে রাজ্যের বাইরেও।

আরও পড়ুন: কিছুক্ষণের মধ্যেই আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! রাজ্যের বহু জেলায় জারি সতর্কতা

ইতিমধ্যেই নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ঘর সাজানোর নানা সামগ্রী তৈরি করেছেন তিনি। আর এবার ফেলে দেওয়া জিনিসপত্র দিয়েই ঘর সাজানোর সামগ্রী-সহ বিভিন্ন মূর্তি বানানোর কাজ করছেন এই যুবক। জানা গিয়েছে, ফেলে দেওয়া ছোটখাটো লোহার জিনিস দিয়ে নানা সামগ্রী প্রস্তুত করছেন রাজু বাগ। নিজের ভিন্ন ধারার এই কাজ প্রসঙ্গে শিল্পী রাজু বাগ বলেন, “বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস-সহ বিভিন্ন মূর্তি আমরা তৈরি করছি। সাইকেল, মোটরসাইকেল-সহ বিভিন্ন যন্ত্রাংশ, আমরা স্থানীয় ভাঙাচোরার দোকান থেকে সংগ্রহ করে নিয়ে এসে এই সমস্ত জিনিস তৈরি করছি।”

প্রসঙ্গত, এর আগে কচুরিপানা দিয়ে নানান সামগ্রী তৈরি করে সংবাদমাধ্যমের চর্চায় উঠে এসেছিলেন রাজু। তাঁর হাতের কাজ মুগ্ধ করেছিল অনেককেই। এবার নিজের শিল্পীসত্তা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে, বিভিন্ন বাতিল যন্ত্রাংশ দিয়ে ঘর সাজানোর সামগ্রী প্রস্তুত করেছেন তিনি। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি শান্তিনিকেতন থেকে ডিজাইন নিয়ে পড়াশোনা করেছি। পরিবেশে বিভিন্ন ফেলে দেওয়া জিনিসকে সংগ্রহ করে , নতুন রূপ দিয়ে এই সব জিনিস প্রস্তুত করছি। এর ফলে ফেলে দেওয়া জিনিসও নতুন ভাবে ব্যবহার করা যাচ্ছে। এই জিনিসের ভাল চাহিদা রয়েছে।”

নিজের বুদ্ধি প্রয়োগ করে বাতিল যন্ত্রাংশকে নতুন রূপ দেওয়ার এহেন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পূর্ব বর্ধমানের রাজু বাগের তৈরি জিনিস দেশ ছাড়িয়ে পাড়ি দিয়েছে বিদেশেও।