সচেতনতার বার্তা রাখিতে

Bankura News: কোনও কিছুই যে ফেলার নয়! ১৮ বছর ধরে ‘এই ভাবে’ রাখি বানাচ্ছেন পোদ্দাররা

বাঁকুড়া: বিগত ১৮ বছর ধরে রাখি বানাচ্ছে বাঁকুড়া শহরের এক পরিবার। বিক্রি করা তাঁদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হল সমাজসেবী সংগঠনদের দান করা। রাখিতে লেখা রয়েছে বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তাও। কিন্তু ১৮ বছর ধরে কেন এমন কাজ করছেন তারা? নেপথ্যে রয়েছে একটি সুন্দর গল্প।

বিগত ১৮ বছর ধরে  প্রায় পাঁচ থেকে সাত হাজার রাখি তৈরি করেন বাঁকুড়ার কুচকুচিয়া ফাঁসিডাঙার পোদ্দার পরিবার। রবীন্দ্রনাথের রাখি বন্ধনকে সম্মান জানিয়ে শুরু হয়েছিল এই কর্মসূচি। প্রথমে অনুশীলন সমিতিকে রাখি দেওয়া হয়েছিল। এর পর ধীরে ধীরে সংযুক্ত হয়েছে বিভিন্ন সমাজসেবী সংগঠন।

আরও পড়ুন- ‘এইটা’ দেখলেই নাক সিঁটকান? খাসির কোন অঙ্গ থেকে তৈরি হয় বলুন তো দেখি!

প্রতি বছর সংগঠনগুলির হাতে রাখি তুলে দেন পোদ্দার পরিবার। স্বামী, স্ত্রী এবং ছেলে, মেয়ে রাখি বন্ধনের আগেই শুরু করে দেন রাখি তৈরির কর্মশালা। সারা বছর তাঁরা জমা করেন পরিবারের ব্যবহারযোগ্য জিনিসপত্র যেমন, নারকেলের ছোবড়া, সিল্কের কাপড়, ওষুধের পাতা , রঙিন কাগজ এবং আরও কত কী! এই জিনিসগুলি ব্যবহার করে তাঁরা তৈরি করেন সুন্দর সুন্দর রাখি। এই বছরও প্রায় ৪ হাজার রাখি এখনও প্রস্তুত হয়েছে।

শুধুমাত্র ব্যবহারযোগ্য জিনিস দিয়ে রাখি বানানো ছাড়াও সমাজের প্রতি প্রতিবছরই নতুন ধরনের বক্তব্য রাখতে চান পোদ্দার পরিবার। ২০২৪ সালে রাখি পূর্ণিমার আগে তাঁদের নতুন উদ্যোগ, “একটি গাছ একটি প্রাণ” বা, গাছ লাগান প্রাণ বাঁচান” এবং “রক্তদান মহান দান”। হাতে তৈরি করা রাখির উপরে লিখে ফেলা হচ্ছে এই স্লোগানগুলি।

যাতে রাখি বন্ধনের মাধ্যমে সমাজে ছড়িয়ে পড়তে পারে সচেতনতার বার্তা। দুর্গা প্রসাদ পোদ্দার জানান, “২০২৪ সাল কে ধরে প্রায় ১৯ বছর ধরে এই কাজ করছি আমরা। আমার বাবার অনুপ্রেরণায় শুরু করেছিলাম। প্রতি বছর চার থেকে সাত হাজার রাখি স্বেচ্ছাসেবী সংগঠনদের হাতে তুলে দিই। এই বছর কয়েকদিন আগেই আমার মা মারা গেছেন। এই রাখিগুলি মাকে উৎসর্গ করতে চাই।”

একবার দু’বার নয়। প্রতি বছর ধারাবাহিকতার সঙ্গে প্রায় ১৮ বছর যাবত রাখি তৈরি করে সমাজ সংস্কারের কাজ করার চেষ্টা করছে পোদ্দার পরিবার। আপাতদৃষ্টিতে দেখে মনে হতে পারে রাখি পূর্ণিমার আগে কয়েক দিনের প্রচেষ্টায় এই রাখিগুলি তৈরি হয়। কিন্তু পরোক্ষভাবে সারা বছর সংগ্রহ করা হয় রাখি তৈরি সরঞ্জাম। গৃহস্থ বাড়িতে দৈনন্দিন জীবনে বহু পণ্য বর্জ্ হিসেবে ফেলে দেওয়া হয়। পোদ্দার পরিবার এগুলি ফেলে না দিয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার রাখি তৈরি করেন।

নীলাঞ্জন ব্যানার্জি