রাখি পূর্ণিমা

Rakhi Purnima 2024: ১৯ অগাস্ট রাখি পূর্ণিমা, ঠিক এই সময় ভুলেও ভাই-দাদার হাতে রাখি বাঁধবেন না, ভদ্রাকালে ছারখার জীবন

*১৯ অগাস্ট রাখি পূর্ণিমা। তবে এ দিন ভদ্রাকাল থাকবে। যার ফলে দুপুর থেকে রাখি বাঁধা শুরু হবে। জ্যোতিষশাস্ত্র মতে, ভাদ্রমাসকে অত্যন্ত অশুভ একটি মাস হিসেবে মনে করা হয়। এই সময় কোনও শুভ কাজ করা উচিত নয়। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। সংগৃহীত ছবি। 
*১৯ অগাস্ট রাখি পূর্ণিমা। তবে এ দিন ভদ্রাকাল থাকবে। যার ফলে দুপুর থেকে রাখি বাঁধা শুরু হবে। জ্যোতিষশাস্ত্র মতে, ভাদ্রমাসকে অত্যন্ত অশুভ একটি মাস হিসেবে মনে করা হয়। এই সময় কোনও শুভ কাজ করা উচিত নয়। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। সংগৃহীত ছবি।
*রক্ষাসূত্র বেঁধে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের রাখি কিনতে পাওয়া যায়। শাস্ত্রে বৈদিক রাখির উল্লেখ পাওয়া যায়। অনেকে বাড়িতেই বৈদিক রাখি তৈরি করে থাকেন।
*রক্ষাসূত্র বেঁধে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের রাখি কিনতে পাওয়া যায়। শাস্ত্রে বৈদিক রাখির উল্লেখ পাওয়া যায়। অনেকে বাড়িতেই বৈদিক রাখি তৈরি করে থাকেন।
*তবে হিন্দু ক্যালেন্ডার অনুসারে, রাখী পূর্ণিমার দিন থেকে শুরু হবে ভাদ্রমাস। জ্যোতিষ শাস্ত্রী পূবালি গুহ জানান, ভাদ্র শুরু হলেও রক্ষাবন্ধন উৎসব শেষ না হওয়া পর্যন্ত পালিত হয় না। সংগৃহীত ছবি। 
*তবে হিন্দু ক্যালেন্ডার অনুসারে, রাখি পূর্ণিমার দিন থেকে শুরু হবে ভাদ্রমাস। জ্যোতিষ শাস্ত্রী পূবালি গুহ জানান, ভাদ্র শুরু হলেও রক্ষাবন্ধন উৎসব শেষ না হওয়া পর্যন্ত পালিত হয় না। সংগৃহীত ছবি।
*ভাদ্রের অশুভ প্রভাবের ভয়ে অনেকেই ভাদ্রকালে রাখি বাঁধেন না। এ বছর ভাদ্রের কারণে ৩০ ও ৩১ অগাস্ট দুই দিন ধরে পালিত হবে রক্ষাবন্ধন উৎসব। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভাদ্রকালে কোনও শুভ কাজই সফল হতে পারে না। আর তাই কোনও না কোনও বাধা অবশ্যই আসতে পারে জীবনে। সংগৃহীত ছবি। 
*ভাদ্রের অশুভ প্রভাবের ভয়ে অনেকেই ভাদ্রকালে রাখি বাঁধেন না। এ বছর ভাদ্রের কারণে ৩০ ও ৩১ অগাস্ট দুই দিন ধরে পালিত হবে রক্ষাবন্ধন উৎসব। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভাদ্রকালে কোনও শুভ কাজই সফল হতে পারে না। আর তাই কোনও না কোনও বাধা অবশ্যই আসতে পারে জীবনে। সংগৃহীত ছবি।
*তিথি সময়: ভদ্রাকাল শুরু পূর্ণিমা তিথি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভদ্রাকাল শুরু হচ্ছে। ভদ্রাকাল সমাপ্ত ১৯ অগাস্ট দুপুর ১টা ৩০ মিনিটে। ভদ্রা মুখ থাকবে ১৯ অগাস্ট সকাল ১০টা ৫৩ মিনিট থেকে দুপুর ১২টা ৩৭ মিনিট পর্যন্ত। সংগৃহীত ছবি। 
*তিথি সময়: ভদ্রাকাল শুরু পূর্ণিমা তিথি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভদ্রাকাল শুরু হচ্ছে। ভদ্রাকাল সমাপ্ত ১৯ অগাস্ট দুপুর ১টা ৩০ মিনিটে। ভদ্রা মুখ থাকবে ১৯ অগাস্ট সকাল ১০টা ৫৩ মিনিট থেকে দুপুর ১২টা ৩৭ মিনিট পর্যন্ত। সংগৃহীত ছবি।
*১৯ অগাস্ট সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ৫৩ মিনিট পর্যন্ত রাখি বাঁধা যাবে না।  দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৭ মিনিট পর্যন্তও রাখী বাঁধা যাবে ভাইয়ের হাতে, এটা শুভ সময়। সংগৃহীত ছবি। 
*১৯ অগাস্ট সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ৫৩ মিনিট পর্যন্ত রাখি বাঁধা যাবে না।  দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৭ মিনিট পর্যন্তও রাখী বাঁধা যাবে ভাইয়ের হাতে, এটা শুভ সময়। সংগৃহীত ছবি।
*ভদ্রাকালে কেন বাঁধা হয় না রাখি? ভদ্রাকালকে শুভ মনে করা হয় না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই সময় কোনও শুভ কাজ করা উচিত নয়। রাখিবন্ধন এক পবিত্র কাজ। তাই ভদ্রার সময় ভাইকে রাখি বাঁধা উচিত নয়। সংগৃহীত ছবি।
*ভদ্রাকালে কেন বাঁধা হয় না রাখি? ভদ্রাকালকে শুভ মনে করা হয় না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই সময় কোনও শুভ কাজ করা উচিত নয়। রাখীবন্ধন এক পবিত্র কাজ। তাই ভদ্রার সময় ভাইকে রাখি বাঁধা উচিত নয়। সংগৃহীত ছবি।