যত ইউনিট বিদ্যুৎ চান, ঠিক তত টাকার রিচার্জ করুন, ঘরে ঘরে বসছে স্মার্ট মিটার, কোথায় মিলছে এই সুবিধা? জানুন

Smart Meter: যত ইউনিট বিদ্যুৎ চান, ঠিক তত টাকার রিচার্জ করুন, স্মার্ট মিটার বসালেই বিরাট লাভ! কোথায় মিলছে এই সুবিধা? জানুন

লখনউ: জেলায় বিদ্যুৎ চুরি রুখতে কড়া পদক্ষেপ করল বিদ্যুৎ দফতর। এখন প্রতিটা বাড়িতে লাগানো হবে স্মার্ট মিটার। এতে দুটো সুবিধা হবে। প্রথমত, ক্রমবর্ধমান বিলের বোঝা থেকে রেহাই পাবেন গ্রাহক। দ্বিতীয়ত, বাজেট অনুযায়ী বিদ্যুৎ খরচও করতে পারবেন।

সেটা কীভাবে? স্মার্ট মিটার রিচার্জ করতে হয়। গ্রাহকের যত ইউনিট বিদ্যুৎ লাগে বা যত ইউনিট বিদ্যুৎ খরচ করতে চান, তত টাকারই রিচার্জ করতে পারেন গ্রাহক। এটা মোবাইলের পোস্টপেইড বা প্রিপেড কানেকশনের মতো কাজ করবে। শহরে স্মার্ট মিটার বসানোর জন্য সমীক্ষা শুরু হয়েছে। জানা গিয়েছে, রামপুর জেলায় সাড়ে ৩ লাখের বেশি স্মার্ট মিটার বসানো হবে।

তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার বিনোদ কুমার আর্য জানিয়েছেন, রামপুরে সাড়ে ৩ লাখের বেশি বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে। এই নিয়ে গুরগাঁওয়ের কোম্পানি ইন্টেলির সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমানে সমীক্ষার কাজ চলছে। এরপর মিটার বসানোর কাজ শুরু হবে। তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার বিনোদ কুমার আর্যর মতে, স্মার্ট মিটার বসালে শুধু বিদ্যুৎ দফতর নয়, গ্রাহকরাও উপকৃত হবেন।

আরও পড়ুন- শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

এই সব সুবিধা পাবেন গ্রাহকরা: বর্তমানে চালু মিটারের উন্নত সংস্করণ হল স্মার্ট মিটার। জানা গিয়েছে, এর মধ্যে একটি সিম কার্ড ইনস্টল করা থাকবে, যার সংযোগ থাকবে বিদ্যুৎ বিভাগের সিস্টেমের সঙ্গে। শুধু তাই নয়, গ্রাহক অনলাইনে ডেটা দেখতে পাবেন। স্মার্ট মিটারে নতুন উন্নত প্রযুক্তি রয়েছে। ফলে কেউ যদি বিল দিতে দেরি করে বা না দেয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। গ্রাহক যদি এরপর বিল শোধ করে দেন, তাহলে ফের মিটার চালু হয়ে যাবে।

জানা গিয়েছে, রিচার্জ করলে চিপ পাওয়ার সাপ্লাই চালু রাখবে। রিচার্জ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অ্যালার্ম পাঠাতে শুরু করবে। এবং পাওয়ার সাপ্লাই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সিম কেনার সময় যেম্ন টেলিকম অপারেটর বেছে নেন গ্রাহক, স্মার্ট মিটারেও এই সুবিধা অর্থাৎ পছন্দের কোম্পানি বেছে নেওয়ার অধিকার থাকতে পারে বলে জানা যাচ্ছে।