সাদা পলাশ পুরুলিয়া

Purulia News : পুরুলিয়ার আটটি জায়গায় বিরল ১৫-টি শ্বেত পলাশ গাছ,সংরক্ষণে বন দফতর

পুরুলিয়া : পুরুলিয়ার অন্যতম আকর্ষণ পলাশ। এই পলাশের টানে বসন্তকালে বহু পর্যটক পুরুলিয়া বেড়াতে আসেন। ‌একেবারে অপরূপ সৌন্দর্যে ঘেরা থাকে লাল মাটির এই জেলা। এখানে বেশিরভাগই দেখা যায় লাল পলাশ কিন্তু গত বছর থেকে পলাশের নয়া সংযোজনের হদিস মিলেছে। গত বছরই পুরুলিয়ায় শ্বেত পলাশের দেখা মিলেছিল। আর যাকে ঘিরে জোর কদমে শুরু হয়ে গিয়েছিল চর্চা। তবে এবার তাতেই মিলেছে শিলমোহর। একটা বা দুটো নয়, বনমহল পুরুলিয়া জুড়ে মোট আটটি জায়গায় ১৫ টি বিরল শ্বেত পলাশ বৃক্ষের সন্ধান পেয়েছে বনদফতর। এই ১৫ টি সাদা পলাশের গাছ বনদফতর সন্ধান পেতেই তা বনাঞ্চল অনুযায়ী তালিকাভুক্ত করে এই গাছ গুলিকে সংরক্ষণ করে রাখতে সাধারণ ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে পুরুলিয়া বনবিভাগ।

গাছের চারপাশে কাঁটাতারের ফেন্সিং দিয়ে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এই শ্বেত পলাশের গাছ থেকে মাটিতে পড়ে যাওয়া ফুল নিয়ে তা থেকে জিনপুল সংরক্ষণ করে টিস্যু কালচারের মাধ্যমে চারা তৈরি করে এই সাদা পলাশ বৃক্ষের সংখ্যা বাড়াবে বনদফতর। এ বিষয়ে পুরুলিয়া বনবিভাগ ও কংসাবতী উত্তর বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, প্রাকৃতিক কারণে এই শ্বেত পলাশ গাছ থেকে যে ফুল ঝরে পড়ছে তা কারিগরি সহায়তার মাধ্যমে সেই ফুলের জিনপুল সংরক্ষণ করে টিস্যু কালচারের মাধ্যমে চারা গাছ তৈরি করে এই গাছের সংখ্যা বৃদ্ধি করা হবে। এই গাছগুলিকে যাতে বাঁচিয়ে রাখা যায় তার জন্য সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে গাছগুলি সংরক্ষণের জন্য। ‌

আরও পড়ুন : গরমে এবার নয়া ট্রেন্ড এই হেয়ারকাট, এই চুলের স্টাইলই এখন স্বস্তির ঠিকানা

পুরুলিয়ায় ২০২৩ সালে প্রথম শ্বেত পলাশ গাছের সন্ধান পান পুরুলিয়া শহরের জেলা স্কুল মোড় এলাকার বাসিন্দা আড়শা ব্লকের ভ্রমরটোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উজ্জ্বলকুমার দত্ত। তিনি প্রথম এই সাদা পলাশের ছবি সমাজ মাধ্যমেপোস্ট করে ভাইরাল হন। তারপর থেকেই হুড়োহুড়ি পড়ে যায় পর্যটকদের। তিনি বলেন, বিরল শ্বেত পলাশের ছবি পোস্ট করার পরেই আমার ফোন নম্বর যোগাড় করে প্রচুর মানুষ আমাকে ফোন করেন গাছটি দেখানোর জন্য। একটা শর্তেই ওই গাছ দেখানো হয়। যাতে এলাকার নাম প্রকাশ্যে না আনা হয়। এ বিষয়ে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রধান ড.সুব্রত রাহা বলেন, এই গাছ দুর্মূল্য ও দ্রুষ্প্রাপ্য। সেজন্যই মানুষের এমন কৌতূহল।

শোনা গিয়েছে গ্রামীণ কবিরাজ মহল সন্তর্পনে এই গাছের ছাল থেকে আঠা বার করে বন্ধ্যাত্ব নিরাময় করার চেষ্টা করছেন। তবে এই বিষয়ে বিজ্ঞানভিত্তিক কোনও প্রমান মেলেনি। এই গাছ নিয়ে গবেষণা চলছে। পুরুলিয়ার পলাশের সঙ্গে জুড়ে রয়েছে বাংলার পর্যটন। লাল পলাশের ছবি সামাজিক মাধ্যমে সমগ্র দেশ জুড়েই বেশ কয়েক বছর ধরে ঘুরছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আর এবার লাল পলাশের সঙ্গে যুক্ত হয়েছে বাসন্তী-হলুদ সেই সঙ্গে বিরল শ্বেত পলাশও। তবে গত বছর থেকেই এই শ্বেত পলাশ নিয়ে হৈ চৈ শুরু হয়।

শর্মিষ্ঠা ব্যানার্জি