CSK vs LSG: ঘরের মাঠে ফিরেই বিশাল বড় স্কোর চেন্নাই সুপার কিংসের, বিষ্ণইয়ের ৩ উইকেট

চেন্নাই – ২১৭/৭

চেন্নাই: প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়ার গুজরাতের কাছে হারতে হয়েছিল। আজ নিজেদের ঘরের মাঠ চিপকে তাই একটা রাজকীয় কামব্যাকের চেষ্টায় ছিল চেনাই সুপার কিংস। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল রাহুলের লখনউ সুপার জায়ান্ট। তিন বছর পর চিপকে খেলছে চেন্নাই, ধোনি নামছেন ঘরের মাঠে – হলুদ সুনামি ভিড় করবে সেটাই স্বাভাবিক।

চেন্নাই এক্সপ্রেস শুরুটা করল রকেটের মতো। দুজন ওপেনার ঋতুরাজ গায়কওয়ার এবং ডেভন কনওয়ে প্রথম থেকেই টপ গিয়ারে। পাওয়ার প্লের মধ্যে ৮০ রান উঠে গেল চেন্নাই দলের। লখনউয়ের কোনও বোলারই দাঁত ফোঁটাতে পারছিল না। গৌতম, ক্রুনাল, মার্ক উড, ইয়াশ ঠাকুর কেউ আটকাতে পারছিলেন না চেন্নাই ওপেনারদের।

এসেই উইকেট নিলেন রবি বিষ্ণই। ৫৭ করে আউট ঋতুরাজ। ১০ ওভার শেষে চেন্নাই ছিল ১১৪/১। ডেভন কনওয়ে ৪৭ করে ফিরলেন। ক্রুনাল দেখার মতো ক্যাচ নিলেন। শিবম দুবে ঝড়ো ২৭ করে গেলেন। বেশ কিছু বড় শট মারলেন। তাকেও ফেরালেন সেই রবি বিষ্ণই। মইন আলি ১৯ করে স্টাম্প সেই রবি বিষ্ণইর বলে।

তিনটে উইকেট নিয়ে এই তরুণ লেগ স্পিনার আবার বুঝিয়ে দিলেন নিজের গুরুত্ব। বেন স্টোকস ফিরলেন ৮ করে। রাইডু ঝড়ো ইনিংস খেলেন শেষ তিন ওভারে। ধোনি নামলেন যখন তখন আর পাঁচটা বল বাকি। মার্ক উডকে পরপর দুবলে দুটো ছক্কা হাঁকান। এরপরে অবশ্য আউট হয়ে গেলেন।