Rahane: রাহানেকে বিশ্বকাপের দলে না নিলে ভুল করবে ভারত! অসাধারণ ব্যাটিংয়ে মুগ্ধ শাস্ত্রী

কলকাতা: একটা সময় ভারতীয় ক্রিকেটের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান হিসেবে ধরা হত তাকে। একদিনের ক্রিকেটেও সেঞ্চুরি আছে। রাজস্থানের হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। অস্ট্রেলিয়ান মাটিতে বিরাট কোহলির না থাকার সময় ক্যাপ্টেন্সি করে ঐতিহাসিক টেস্ট জয়ের রেকর্ড আছে তার। কিন্তু তারপর অজিঙ্কা রাহানের ক্রিকেট জীবনে নেমে এসেছিল অন্ধকার। একেবারেই রান করতে পারছিলেন না। বাদ পড়ে যান টেস্ট দল থেকে।

কিন্তু এবারের আইপিএলে রাহানে যেন সম্পূর্ণ বদলে ফেলেছেন নিজেকে। ক্রিকেট ব্যাকরণ মেনে এমন সব শট খেলছেন যা দেখে অবাক হয়ে যাচ্ছে সবাই। রবিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ২৯ বলে অপরাজিত ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাহানে। ছ’টি চার এবং পাঁচটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস।

‘টেস্ট’ খেলোয়াড় হিসেবে পরিচিত রাহানের স্ট্রাইক রেট ছিল ২৪৪.৮২। সেই ইনিংসের সুবাদে যথারীতি ম্যাচের সেরাও নির্বাচিত হন। যে দিনটার জন্য তাঁকে সাত বছর অপেক্ষা করতে হয়েছে। সাত বছরে আইপিএলে প্রথমবার ম্যাচের সেরার পুরস্কার পেলেন। তাই স্বভাবতই বাড়তি একটা উন্মাদনা কাজ করতে থাকে রাহানের মধ্যে। সঙ্গে চোখে-মুখে ফুটে ওঠে আত্মবিশ্বাস।

এবার আইপিএলে এখনও পর্যন্ত মোট পাঁচটি ম্যাচে খেলেছেন রাহানে। করেছেন ১৯৯ রান। স্ট্রাইক রেট ১৯৯.০৪। একমাত্র সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রান পাননি। কিন্তু কোন জাদুবলে এটা সম্ভব হল? আমি সবসময় বিশ্বাস করে এসেছি, মাথা যদি পরিষ্কার থাকে, তাহলে যে কোনও কিছু করা যায়। সেজন্য আমি একেবারে স্বচ্ছ মানসিকতা নিয়ে খেলতে নেমেছি। মরশুম শুরুর আগে ভালোভাবে প্রস্তুতি সেরেছি, প্রাক-মরশুমটা ভালোভাবে কাটিয়েছি।

রাহানের এমন ব্যাটিং দেখে মুগ্ধ রবি শাস্ত্রী থেকে সুনীল গাভাসকার। এমনিতেই দাবি উঠেছে রাহানেকে শ্রেয়স আইয়ারের জায়গায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দলের রাখার। রাহুল দ্রাবিড় নিজেও সেটা চান। এখন অনেকে দাবি করছেন ভারতের মাটিতে হতে চলা একদিনের বিশ্বকাপ দলেও ফিরিয়ে আনা হোক রাহানেকে।

তার অভিজ্ঞতা এবং ফর্ম কাজে লাগবে। রাহানে বিশ্বকাপে থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না। আইপিএলে এমন ব্যাটিং বজায় রাখলে একদিনের বিশ্বকাপে তার ফিরে আসা অসম্ভব নয়।