Ravi Ashwin, IPL : আজ বিরাট কোহলির বিরুদ্ধে অতীত অপমানের বদলা নিতে মরিয়া অশ্বিন

#আমেদাবাদ: যদিও অনেকে বলতে পারেন মন থেকে বানানো কথা। কিন্তু মনের কথা মুখে না বললেও আসলে সত্যি। এমনটাই বিশ্বাস করেন রবি অশ্বিন। শুক্রবার সন্ধ্যায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিরাট কোহলির আরসিবির মুখোমুখি রাজস্থান রয়্যালস। বিরাট কোহলি অধিনায়ক নন। খুব যে ভাল খেলছেন তাও নয়। কিন্তু তার বিরুদ্ধে অনেক কিছু প্রমাণ করার আছে রবি অশ্বিনের।

ভুলে যাননি পুরনো অপমান। ভারতের টেস্ট অধিনায়ক থাকার সময় ইংল্যান্ডের মাটিতে অশ্বিনকে একটি টেস্ট ম্যাচেও সুযোগ দিতে রাজি ছিলেন না বিরাট। তৎকালীন কোচ রবি শাস্ত্রী পর্যন্ত খুব একটা পছন্দ করতেন না তাকে। কিন্তু নতুন কোচ রাহুল দ্রাবিড় এবং নতুন অধিনায়ক রোহিত শর্মা ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে আবার ফিরে এসেছেন অশ্বিন।

কিন্তু বিরাট কোহলির বিরুদ্ধে পুরনো রাগ জমিয়ে রেখেছেন। আজ মঞ্চ এবং পরিস্থিতি আলাদা হলেও অশ্বিন যে কোহলির দলের বিরুদ্ধে আলাদা আগুন নিয়ে খেলতে নামবেন তাতে সন্দেহ নেই। বুঝিয়ে দিতে চাইবেন অপমান তিনি ভুলে যাননি। বুঝিয়ে দিতে চাইবেন বদলা তিনি নিতে জানেন। তাই আজ রবীচন্দ্রন অশ্বিন যে রাজস্থানের তুরুপের তাস হতে চলেছে তাতে সন্দেহ নেই।

বোলিং এর পাশাপাশি ব্যাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। কয়েকদিন আগেই চেন্নাই এর বিরুদ্ধে ২৩ বলে ৪০ রানের ইনিংস খেলেছিলেন। টি টোয়েন্টি ফরম্যাটে তিনি অচল নন আজ আবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে চাইবেন অশ্বিন। মোটিভেশনের অভাব নেই, কারণ বিপক্ষে বিরাট কোহলি।

যারা তার ক্রিকেট ক্যারিয়ার প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল তাদের বিরুদ্ধে আবার সুযোগ নিজেকে প্রমাণ করার। বল হাতে হোক, বা ব্যাট হাতে – আজ অশ্বিন যে একটা ফ্যাক্টর হতে চলেছেন তাতে সন্দেহ নেই। তবে তিনি একা নন। এই লড়াইয়ে তার সঙ্গী হবেন যুজবেন্দ্র চাহাল। তাকেও যে দলে রাখার প্রয়োজন মনে করেনি আরসিবি।