Viral Video: অভিষেকেই কামাল, পরপর পাঁচটা ছক্কা, সঙ্গে শতরান, চিনে নিন এই ক্রিকেটারকে

#নয়াদিল্লি: আয়ারল্যান্ডের ক্রিকেটার পল স্টার্লিং বৃহস্পতিবার ভাইটালিটি ব্লাস্ট টি টোয়েন্টি টুর্নামেন্টে এক ম্যাচে ব্যাট হাতে ধামাকা মাচালেন৷ ৫১ বলে ১১৯ রানের ইনিংস খেলেন৷ এটা তাঁর অভিষেক ম্যাচ ছিল৷ এটা তাঁর টি টোয়েন্টি কেরিয়ারে সবচেয়ে বড় ইনিংস ছিল৷ স্টার্লিং মাত্র ৪৬ বলে শতরান পূরণ৷ তাঁর ধামাকা পারফরম্যান্স নর্থটস স্টিলবৈকসের বিরুদ্ধে করেন৷ স্টার্লিং -র এই ইনিংসের দরুণ স্টিলবৈকসের বোলার জেমস সেল্সের এক ওভারে লাগাতার এক ওভারে লাগাতার ৫ টি ছক্কা হাঁকান৷ আর শেষ বলে একটি চার রান করেন ৷ তিনি এক ওভারে মোট ৩৪ রান করেন৷ স্টার্লিং ১১৯ রানের ইনিংসে ৯ টি চার এবং ১০ টি ছক্কা মারেন৷ স্টার্লিং এই তুফানি ইনিংসে বার্মিংহ্যাম বিয়ার্স ভাইটালিটি ব্লাস্ট টুর্নামেন্টে জয়ের সঙ্গে নিজেদের অভিযান শুরু করে৷

বার্মিংহ্যাম বিয়ার্স বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে ৩ উইকেটে হারিয়ে ২০৭ রান করেন৷ এদিকে বিয়ার্স শুরুটা ভাল করতে পারেনি৷ দ্রুত রান বানানোর চক্করে দলের ৩২ রানের মধ্যে ২ উইকেট চলে যায়৷ এরপর খেলতে নামা পল স্টার্লিং নিজের তুফানি ইনিংস দিয়ে খেলার গতি বদলে দেন৷ ৩ উইকেট জুটিতে ৭১ বলে ১৭০ রান তোলেন তাঁরা৷

দেখে নিন পল স্টার্লিংয়ের মারকাটারি ইনিংসের ভিডিও …

 স্টার্লিং ১১৯ রানের স্কোরে স্যান্ডেরসনের শিকার হন৷ তবে দল ততক্ষণে ২০০ রান পার করে গিয়েছিল৷ স্টার্লিংয়ের এটা তৃতীয় টি টোয়েন্টি শতক ছিল৷ তিনি ছাড়া হৈন ৩২ বলে ৬৬ রান করেন৷ তাতে ১ টি ছক্কা ও ৯ টা চার ছিল৷

আরও পড়ুন –Earn Money: গত আর্থিক বছরের ফলাফল ঘোষণা করতে চলেছে LIC, গ্রাহকদের জন্য কি ডিভিডেন্ট

 

 নর্থটস স্টিলবৈকস ১৬ ওভারে ২০৭ রানের টার্গেট পায়৷ এই রান তাড়া করতে নেমে স্টিলবৈকস ১৪.২ ওভারে ৮১ রানে অলআউট হয়ে যায়৷ আর ১২৫ রানে ম্যাচ হেরে যায়৷ স্টিলবৈকসের পক্ষে ক্রিস লিন সবচেয়ে বেশি ১৬ রান করেছিলেন৷