কিন্তু বিরাট কোহলির জবাব সবাইকে অবাক করে। সঞ্চালকের প্রশ্নের উত্তরে বিরাট কোহলি একটু ভেবে বলেন,"মুম্বই ইন্ডিয়ানস নয়। আইপিএলে সবথেকে বড় প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।"

IPL 2024 Playoffs: কোহলির আবেদনে প্লেঅফে আরসিবিতে ফিরছেন মহাতারকা? ভাইরাল ভিডিও

এবার আইপিএলে অসাধ্য সাধন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা ৬ ম্যাচ হারের পর আবার টানা ৬ ম্যাচ জিতে প্লেঅফের টিকিট পাকা করেছে আরসিবি। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুড়ে দাঁড়িয়ে যেভাবে প্লেঅফে পৌছেছে বেঙ্গালুরু তার প্রশংসা করেছে সকলেই। প্লেঅফে আরসিবির প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। নকআউটে নামার আগে এক মহাতারকাকে আরসিবিতে খেলার প্রস্তাব দিলেন বিরাট কোহলি। যেই ভিডিও এখন ভাইরাল।

সিএসকের বিরুদ্ধে ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন প্রাক্তন আরসিবি তারকা ক্যারিবিয়ান জায়েন্ট ক্রিস গেইল। চেন্নাইয়ের বিরুদ্ধে বেঙ্গালুরুর জয়ের পর সেলিব্রেশনে যোগ দিতে আরসিবি ড্রেসিং রুমে গিয়েছিলেন ইউনিভার্স বস। সাজঘরে গেইল ঢুকতেই পুরনো সতীর্থরা তাঁকে জড়িয়ে ধরেনস স্বাগত জানান। চেনা বিন্দাস মুডেই পাওয়া যায় আইপিএলের ইতিহাসে অন্যতম বিধ্বংসী ব্যাটারকে।

শেষে বিরাট কোহলির সঙ্গে দেখা হয় ক্রিস হয় ক্রিস গেইলের। একে-অপরকে জড়িয়ে ধরেন আরসিবির প্রাক্তন ওপেনিং জুটি। এরপর গেইলকে পরের ম্যাচে খেলার প্রস্তাব দেন। এমনকী পরের মরশুমেও খেলার কথা বলেন বিরাট। কোহলি গেইলকে ‘কাকা’ নামে ডাকেন। সেই নাম ধরেই কোহলি বলেন,”কাকা পরের বার ফিরে এসো। এখন ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আছে। তোমাকে ফিল্ডিং করতে হবে না। এই নিয়ম তোমার জন্যই তৈরি।” যদিও পুরোটাই মজার ছলে বলেন কোহলি।

আরও পড়ুনঃ KKR News: আইপিএলের ইতিহাসে এমন রেকর্ড গড়ল কেকেআর, যা নেই কোনও দলের

খোশ মেজাজে আড্ডা দিতে দেখা যায় বিরাট কোহলি ও ক্রিস গেইলকে। এই মরশুমে এখনও পর্যন্ত মোট কতগুলি ছয় মেরেছে তাও গেইলকে জানান বিরাট। শেষে ইউনিভার্স বসকে একটি জার্সি সই করে উপহার দেন বিরাট কোহলি। এই ভিডিও আরসিবির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। দুই মহাতারকার সাক্ষাতের ভিডিও মন ছুঁয়ে গিয়েছে ফ্যানেদের।