Tag Archives: Chris Gayle

IPL Scandal: সারা রাত হোটেলের ঘরে! IPL তারকার সঙ্গে বলি নায়িকার ‘রাতের’ ছবিতে ঝড়! কী ঘটে সেদিন?

শুরু হয়ে গেছে এ বছর আইপিএল। আর তাতে বেশ কিছু উল্লেখযোগ্য রদবদল চোখে পড়ছে অনেক দলেই। বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটানসের মতো দলের নেতৃত্ব বদল আলাদা মাত্রা যোগ করছে লড়াইয়ে। তবে, আইপিএল মানে তো শুধু ব্যাট-বলের খেলা নয়, বরং আরও রঙিন কিছু ছবি। যেমন আইপিএলের কথা এলেই এখনও আলোচনায় উঠে আসে এক তারকা ক্রিকেটারের সঙ্গে এক বলি অভিনেত্রীর হোটেলে রাত কাটানোর কাহিনি। যদিও সেই কাহিনি ঘটেছিল T20 বিশ্বকাপের সময়। কিন্তু আইপিএলের নাইট পার্টির কথা উঠলেই এই ঘটনার কথা ফিরে আসে।
শুরু হয়ে গেছে এ বছর আইপিএল। আর তাতে বেশ কিছু উল্লেখযোগ্য রদবদল চোখে পড়ছে অনেক দলেই। বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটানসের মতো দলের নেতৃত্ব বদল আলাদা মাত্রা যোগ করছে লড়াইয়ে। তবে, আইপিএল মানে তো শুধু ব্যাট-বলের খেলা নয়, বরং আরও রঙিন কিছু ছবি। যেমন আইপিএলের কথা এলেই এখনও আলোচনায় উঠে আসে এক তারকা ক্রিকেটারের সঙ্গে এক বলি অভিনেত্রীর হোটেলে রাত কাটানোর কাহিনি। যদিও সেই কাহিনি ঘটেছিল T20 বিশ্বকাপের সময়। কিন্তু আইপিএলের নাইট পার্টির কথা উঠলেই এই ঘটনার কথা ফিরে আসে।
প্রাইভেট পার্টিতে দেখা করেছিলেন বলিউডি নায়িকা স্নেহা উল্লাল এবং ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। যেখানে নায়িকাকে নাকি আদর করে ‘পুতুল’ বলেও সম্বোধন করেছিলেন গেইল।
প্রাইভেট পার্টিতে দেখা করেছিলেন বলিউডি নায়িকা স্নেহা উল্লাল এবং ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। যেখানে নায়িকাকে নাকি আদর করে ‘পুতুল’ বলেও সম্বোধন করেছিলেন গেইল।
সলমানের নায়িকা স্নেহার বলেছিলেন, ‘‘প্রাইভেট পার্টিতে আমার সঙ্গে গেইলের দেখা হয়েছে। আমরা ফোন নম্বরও এক্সচেঞ্জ করেছি। ও তো আমাকে ‘হিউম্যান ডল’ বলেই ডাকছিল। ওর বলিউড-প্রীতির কথা শুনে অবাক হয়ে গিয়েছি। অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করার জন্য যা খুশি করতে পারে ক্রিস।’’
সলমানের নায়িকা স্নেহার বলেছিলেন, ‘‘প্রাইভেট পার্টিতে আমার সঙ্গে গেইলের দেখা হয়েছে। আমরা ফোন নম্বরও এক্সচেঞ্জ করেছি। ও তো আমাকে ‘হিউম্যান ডল’ বলেই ডাকছিল। ওর বলিউড-প্রীতির কথা শুনে অবাক হয়ে গিয়েছি। অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করার জন্য যা খুশি করতে পারে ক্রিস।’’
ওই পার্টিতেই নাকি এক সঙ্গে গান গেয়েছেন তাঁরা। র‌্যাপ মিউজিকের সঙ্গে কোমরও দুলিয়েছেন! সব মিলিয়ে গেইল আবেশে মাত হয়েছিলেন স্নেহা।
ওই পার্টিতেই নাকি এক সঙ্গে গান গেয়েছেন তাঁরা। র‌্যাপ মিউজিকের সঙ্গে কোমরও দুলিয়েছেন! সব মিলিয়ে গেইল আবেশে মাত হয়েছিলেন স্নেহা।
মাঠের বাইরে ক্রিস গেইলকে সবসময়ই পার্টি করতে দেখা যায়। ২০১২ সালের টি২০ বিশ্বকাপের সময়, শ্রীলঙ্কায় তাঁর হোটেলের ঘর থেকে তিন সন্দেহভাজন ব্রিটিশ যুবতীকে আপত্তিজনক অবস্থায় পাওয়া যায়। মনে করা হয়, তাদের হানিট্র্যাপের কারণে ব্যবহার করেছিল বুকিরা। তবে, ওয়েস্ট ইন্ডিজ দলের দেহরক্ষীরা তাদের ধরে স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছিল। গেইলও সেই যাত্রা বেঁচে গিয়েছিলেন।
মাঠের বাইরে ক্রিস গেইলকে সবসময়ই পার্টি করতে দেখা যায়। ২০১২ সালের টি২০ বিশ্বকাপের সময়, শ্রীলঙ্কায় তাঁর হোটেলের ঘর থেকে তিন সন্দেহভাজন ব্রিটিশ যুবতীকে আপত্তিজনক অবস্থায় পাওয়া যায়। মনে করা হয়, তাদের হানিট্র্যাপের কারণে ব্যবহার করেছিল বুকিরা। তবে, ওয়েস্ট ইন্ডিজ দলের দেহরক্ষীরা তাদের ধরে স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছিল। গেইলও সেই যাত্রা বেঁচে গিয়েছিলেন।
তারপরও গেইলের 'পার্টি অ্যানিম্য়াল' সত্ত্বা যায়নি। ৪ বছর পর বিশ্বকাপের আসর বসেছিল ভারতে। মুম্বইয়ের ওয়াঙখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজের। তার ঠিক দুদিন আগের রাতেই তাঁকে মুম্বইয়ের এক হোটেলে দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী স্নেহা উল্লালের সঙ্গে।
তারপরও গেইলের ‘পার্টি অ্যানিম্য়াল’ সত্ত্বা যায়নি। ৪ বছর পর বিশ্বকাপের আসর বসেছিল ভারতে। মুম্বইয়ের ওয়াঙখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজের। তার ঠিক দুদিন আগের রাতেই তাঁকে মুম্বইয়ের এক হোটেলে দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী স্নেহা উল্লালের সঙ্গে।
সলমন খানের 'লাকি: নো টাইম ফর লাভ' ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন স্নেহা। ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তাঁর মুখের মিল থাকায় অল্প সময়েই দারুণ পরিচিতি পেয়েছিলেন। কিন্তু, বলিউডে বিশেষ সুবিধা করতে না পেরে, দক্ষিণী ছবিতেই মন দিয়েছেন।
সলমন খানের ‘লাকি: নো টাইম ফর লাভ’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন স্নেহা। ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তাঁর মুখের মিল থাকায় অল্প সময়েই দারুণ পরিচিতি পেয়েছিলেন। কিন্তু, বলিউডে বিশেষ সুবিধা করতে না পেরে, দক্ষিণী ছবিতেই মন দিয়েছেন।
এই 'সলমন গার্ল'ই গেইলের 'লাকি গার্ল' হয়ে উঠেছিলেন। স্নেহার সঙ্গে সময় কাটানোর দুদিন পরই টি২০ ক্রিকেটে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড করেছিলেন ক্রিস গেইল। ১১ টি ছক্কায় মাত্র ৪৮ বলে করেছিলেন অপরাজিত ১০০ রান। ১৮২ রান করেই গেইল ঝড়ে উড়ে গিয়েছিল ইংল্যান্ড।
এই ‘সলমন গার্ল’ই গেইলের ‘লাকি গার্ল’ হয়ে উঠেছিলেন। স্নেহার সঙ্গে সময় কাটানোর দুদিন পরই টি২০ ক্রিকেটে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড করেছিলেন ক্রিস গেইল। ১১ টি ছক্কায় মাত্র ৪৮ বলে করেছিলেন অপরাজিত ১০০ রান। ১৮২ রান করেই গেইল ঝড়ে উড়ে গিয়েছিল ইংল্যান্ড।
স্নেহা গেইলের সঙ্গে তাঁর নতুন বন্ধুত্বের কথা স্বীকার করতে কোনও দ্বিধা করেননি। এমনকী গেইলের ওই আগ্রাসী ইনিংসের পর নিজেই গেইলের সঙ্গে তাঁর পার্টিতে কথোপকথনের একটি ছবি পোস্ট করে স্নেহা লিখেছিলেন, 'সবসময়ই আগ্রাসী'।
স্নেহা গেইলের সঙ্গে তাঁর নতুন বন্ধুত্বের কথা স্বীকার করতে কোনও দ্বিধা করেননি। এমনকী গেইলের ওই আগ্রাসী ইনিংসের পর নিজেই গেইলের সঙ্গে তাঁর পার্টিতে কথোপকথনের একটি ছবি পোস্ট করে স্নেহা লিখেছিলেন, ‘সবসময়ই আগ্রাসী’।
আর ওই পার্টির পরই স্নেহা গেইলের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে লেখেন, 'ক্রিস গেইলকে দেখুন, কাল রাতে ও কী কিউট ছিল। আমরা নাচলাম এবং আড্ডা দিলাম। একজন দারুণ মানুষ। আগামীকালের ম্যাচের জন্য শুভকামনা রইল।' তবে পার্টি শুধু নাচ-আড্ডায় শেষ হয়েছিল, এমনটা অনেকেই মানেন না।
আর ওই পার্টির পরই স্নেহা গেইলের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে লেখেন, ‘ক্রিস গেইলকে দেখুন, কাল রাতে ও কী কিউট ছিল। আমরা নাচলাম এবং আড্ডা দিলাম। একজন দারুণ মানুষ। আগামীকালের ম্যাচের জন্য শুভকামনা রইল।’ তবে পার্টি শুধু নাচ-আড্ডায় শেষ হয়েছিল, এমনটা অনেকেই মানেন না।
ওই পার্টি ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের আরেক সদস্য ডোয়াইন ব্রাভোর গান রিলিজের পার্টি। ডিজে ব্রাভোর বিখ্যাত চ্যাম্পিয়ন গানটি সেই রাতেই প্রকাশিত হয়েছিল। সেই পার্টিতে স্নেহা উল্লাল কী করে পৌঁছেছিলেন, তা আজও রহস্য।
ওই পার্টি ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের আরেক সদস্য ডোয়াইন ব্রাভোর গান রিলিজের পার্টি। ডিজে ব্রাভোর বিখ্যাত চ্যাম্পিয়ন গানটি সেই রাতেই প্রকাশিত হয়েছিল। সেই পার্টিতে স্নেহা উল্লাল কী করে পৌঁছেছিলেন, তা আজও রহস্য।
গেইলের সঙ্গে কী নিয়ে কথা হয়েছিল তাঁর? স্নেহা বলেন, একজন অভিনেত্রী এবং একজন ক্রিকেটার মিলিত হলে যে ধরণের কথা হয় - ক্রিকেট, অভিনয়, নাচ এবং ভারত - এইসব নিয়েই কথা হয়েছিল তাঁদের। কিন্তু...
গেইলের সঙ্গে কী নিয়ে কথা হয়েছিল তাঁর? স্নেহা বলেন, একজন অভিনেত্রী এবং একজন ক্রিকেটার মিলিত হলে যে ধরণের কথা হয় – ক্রিকেট, অভিনয়, নাচ এবং ভারত – এইসব নিয়েই কথা হয়েছিল তাঁদের। কিন্তু…

IPL News: IPL তো দেখেন, বলুন তো IPL-এ এক ইনিংসে সবচেয়ে বেশ রান কার? নামটা শুনে চমকে উঠবেন নিশ্চিত

হায়দ্রাবাদ: আইপিএলের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করল সানরাইজার্স হায়দরাবাদ৷ মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২৭৭ রান তুলল তারা৷ এর আগে ২০১৩ সালে পুণের বিরুদ্ধে ২৬৩ রান তুলেছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৷ এতদিন সেটিই ছিল আইপিএল-এর ইতিহাসে সর্বোচ্চ স্কোর৷ কিন্তু শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে সেই রেকর্ডই ভেঙে দিল হায়দরাবাদ৷ সৌজন্যে ট্রাভিস হেড, অভিষেক শর্মা এবং হেনরিক ক্লাসেনের অবিশ্বাস্য ব্যাটিং৷
হায়দ্রাবাদ: আইপিএলের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করল সানরাইজার্স হায়দরাবাদ৷ মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২৭৭ রান তুলল তারা৷ এর আগে ২০১৩ সালে পুণের বিরুদ্ধে ২৬৩ রান তুলেছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৷ এতদিন সেটিই ছিল আইপিএল-এর ইতিহাসে সর্বোচ্চ স্কোর৷ কিন্তু শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে সেই রেকর্ডই ভেঙে দিল হায়দরাবাদ৷ সৌজন্যে ট্রাভিস হেড, অভিষেক শর্মা এবং হেনরিক ক্লাসেনের অবিশ্বাস্য ব্যাটিং৷
কিন্তু দলগত ভাবে নয়, ব্যক্তিগত ভাবে এক ইনিংসে সবচেয়ে বেশি করেছেন কোন প্লেয়ার জানেন? আইপিএল-এ রথী-মহারথীদের মধ্যে কে সেই প্লেয়ার বলুন তো?
কিন্তু দলগত ভাবে নয়, ব্যক্তিগত ভাবে এক ইনিংসে সবচেয়ে বেশি করেছেন কোন প্লেয়ার জানেন? আইপিএল-এ রথী-মহারথীদের মধ্যে কে সেই প্লেয়ার বলুন তো?
আইপিএলে তিনি একাধিক বিধ্বংসী ইনিংস খেলেছেন। তবে ক্রিস গেল সবচেয়ে বিধ্বংসী রূপে ধরা দিয়েছিলেন ২০১৩ সালে। পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ১৭৫ রান করেছিলেন। সেটাই এখনও পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
আইপিএলে তিনি একাধিক বিধ্বংসী ইনিংস খেলেছেন। তবে ক্রিস গেল সবচেয়ে বিধ্বংসী রূপে ধরা দিয়েছিলেন ২০১৩ সালে। পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ১৭৫ রান করেছিলেন। সেটাই এখনও পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
প্রথম আইপিএলের প্রথম ম্যাচেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। কেকেআরের জার্সিতে আরসিবির বিরুদ্ধে করেছিলেন ১৫৮ রান। তালিকায় দু'নম্বরে সেই ইনিংস।
প্রথম আইপিএলের প্রথম ম্যাচেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। কেকেআরের জার্সিতে আরসিবির বিরুদ্ধে করেছিলেন ১৫৮ রান। তালিকায় দু’নম্বরে সেই ইনিংস।
উইকেটের চারদিকে শট খেলতে পারতেন বলে তাঁকে বলা হতো মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। সেই এ বি ডিভিলিয়ার্স আইপিএলে ১৩৩ রান করেছিলেন। তালিকায় তৃতীয়।
উইকেটের চারদিকে শট খেলতে পারতেন বলে তাঁকে বলা হতো মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। সেই এ বি ডিভিলিয়ার্স আইপিএলে ১৩৩ রান করেছিলেন। তালিকায় তৃতীয়।
আইপিএলে ১৩২ রানের ইনিংস রয়েছে কে এল রাহুলের। তালিকায় তিনি চতুর্থ।
আইপিএলে ১৩২ রানের ইনিংস রয়েছে কে এল রাহুলের। তালিকায় তিনি চতুর্থ।
আগ্রাসী ব্যাটিংয়ের জন্য সমালোচিতও হন কখনও কখনও। ঋষভ পন্থের আইপিএলে সর্বোচ্চ স্কোর ১২৮ রান। তালিকায় পঞ্চম।
আগ্রাসী ব্যাটিংয়ের জন্য সমালোচিতও হন কখনও কখনও। ঋষভ পন্থের আইপিএলে সর্বোচ্চ স্কোর ১২৮ রান। তালিকায় পঞ্চম।
আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের তালিকায় ছ'নম্বরে রয়েছে এম বিজয়। ১২৭ রানের ইনিংস রয়েছে তাঁর।
আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের তালিকায় ছ’নম্বরে রয়েছে এম বিজয়। ১২৭ রানের ইনিংস রয়েছে তাঁর।
আইপিএলে ১৪৩ ম্যাচ খেলা হয়ে গিয়েছে ডেভিড ওয়ার্নারের। এক ইনিংসে ১২৬ রান করেছিলেন।
আইপিএলে ১৪৩ ম্যাচ খেলা হয়ে গিয়েছে ডেভিড ওয়ার্নারের। এক ইনিংসে ১২৬ রান করেছিলেন।
আইপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় আট নম্বরে রয়েছে জস বাটলার। তাঁর সর্বোচ্চ রান ১২৪। এবারের আইপিএলেও একটি সেঞ্চুরি করেছেন তিনি।
আইপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় আট নম্বরে রয়েছে জস বাটলার। তাঁর সর্বোচ্চ রান ১২৪। এবারের আইপিএলেও একটি সেঞ্চুরি করেছেন তিনি।
বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ছিলেন। বীরেন্দ্র সহবাগের আইপিএলে সর্বোচ্চ স্কোর ১২২। তালিকায় নবম স্থানে।
বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ছিলেন। বীরেন্দ্র সহবাগের আইপিএলে সর্বোচ্চ স্কোর ১২২। তালিকায় নবম স্থানে।

তিনদিক থেকে ঘিরে রয়েছে সুন্দরীরা! তাদের সঙ্গে দারুণ কোমর দোলালেন গেইল, সুপার ভাইরাল ভিডিও

#নয়াদিল্লিওয়েস্টইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল শুধু নিজের ব্যাটিংয়ের জন্যেই পপুলার নন৷ তাঁর জীবনযাপনের পদ্ধতিও সকলের কাছে তাঁকে আরও আকর্ষণীয় করে তোলে। তাঁর বিভিন্ন কাজকর্মেই লোকে নজর দিয়ে বসে থাকে৷ এখন গেইল লেজেন্ডস লিগে গুজরাত জায়ন্টস দলের হয়ে খেলছেন৷ সেওয়াগের নেতৃত্বাধীন গুজরাত জায়ন্টেস প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছেন৷ সোমবার তারা এলিমিনেটর খেলেছে৷

কিন্তু তার আগে দলের সব ক্রিকেটার গড়বা নাইটে স্পেশাল আন্দাজে ধরা দেন৷ এই রাতে সেওয়াগ ও ক্রিস গেইল সঙ্গী সাথীদের সঙ্গে স্টাইলিশ আন্দাজে ধরা দেন৷ ক্রিস গেইলের চমৎকার নাচ সকলকে একেবারে হয়রান করে দিয়েছে৷ ট্যুইটারে তাঁর নাচ ফ্যানদের দারুণ পছন্দ হয়েছে৷ সকলেই জমিয়ে পছন্দ করছেন এই নাচ!

আরও পড়ুন –  Noble Prize: চিকিৎসায় অসামাণ্য অবদানের জন্য নোবেল পেলেন সান্তে পাবো, পুরস্কার মূল্য বিপুল অর্থ

দেখে নিন ভাইরাল ভিডিও

 

 

ক্রিস গেইল ভিলওয়াড়া কিংসের বিরুদ্ধে তুফান খেলেন

গুজরাত জায়ন্টস এবং ভিলওয়াড়া কিংস নিজেদের মধ্যে ৩০ সেপ্টেম্বর খেলে৷ এতে ইউনিভার্স বস ৬৮ রানের তুফান ইনিংস খেলেন তিনি৷ কিন্তু পাঠান ভাইরা তাঁর ইনিংসের ধামাকাকে একেবারে আটকে দেন৷ দুই ক্রিকেটার ভিলওয়াড়া -র হয়ে এই মোকাবিলা ৫ উইকেটে জিতে যায়৷ জায়গা প্লে অফে পাকা৷

PM Modi greetings to Jonty Rhodes: প্রজাতন্ত্র দিবসে জন্টি রোডস ও ক্রিস গেইলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদি, কিন্তু কেন?

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানালেন জন্টি রোডস (Jonty Rhodes) এবং ক্রিস গেইলকে (Chris Gayle) ৷ কিন্তু কেন ? হঠাৎ দুই বিদেশি ক্রিকেটারকে ভারতের প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ! আসলে এই দুই ক্রিকেটারের ভারতের প্রতি ভালোবাসা প্রবল ৷ নিজের মেয়ের নামও জন্টি রেখেছেন ‘ইন্ডিয়া’ ৷ আর তার জন্যই প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানালেন তাঁদের ৷ নরেন্দ্র মোদির চিঠি পেয়ে স্বভাবতই খুশি ক্রিকেটাররা ৷ ট্যুইট করে তাঁরা ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi extends personal greetings to Jonty Rhodes and Chris Gayle) ৷

আরও পড়ুন-Republic Day 2022: রাজ্যের কুচকাওয়াজে ‘জয়তু নেতাজি’ লেখা ট্যাবলোই আকর্ষণের কেন্দ্রে

জন্টি রোডসদের ভারত প্রেমকে সম্মান জানাতেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই শুভেচ্ছা পত্র গিয়েছে তাঁদের কাছে ৷ জন্টিকে পাঠানো চিঠিতে লেখা রয়েছে, ‘‘আপনাকে ভারতের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। এ বারের ২৬ জানুয়ারি ভারতের জন্য বিশেষ, কারণ স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হবে। ভারতের প্রতি আপনার ভালোবাসা সম্পর্কে আমরা অবগত। নিজের মেয়ের নামও আপনি ভারতের নামে রেখেছেন। দুই দেশের ভালো সম্পর্কের দূত আপনি।’’

আরও পড়ুন-বাবা হলেন যুবরাজ সিং, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন খুশির খবর

চিঠির ছবি-সহ ট্যুইট করে জন্টি রোডস লেখেন, ‘ধন্যবাদ নরেন্দ্র মোদি। যত বার ভারতে গিয়েছি, তত বার নিজেকে নতুন ভাবে চিনেছি। ভারতের সঙ্গে আমার গোটা পরিবার প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন করছে। সংবিধান, দেশের মানুষের অধিকার রক্ষার গুরুত্বকে আমার সম্মান ৷’

জন্টির পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির চিঠি পেয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেট তারকা ক্রিস গেইলও ৷ তিনিও ট্যুইট করে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাতে ভোলেননি ৷ ট্যুইটারে গেইল লেখেন, ‘‘ভারতকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। সকালে ঘুম থেকে উঠেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা পেয়েছি। তিনি উল্লেখ করেছেন ভারতের সঙ্গে আমার সম্পর্কের কথা। ইউনিভার্স বসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা।’’

Chris Gayle on PM Modi: নরেন্দ্র মোদির বার্তায় ঘুম ভাঙল ক্রিস গেইলের! ব্যাপার কী?

#নয়াদিল্লি: ক্রিস গেইল (Chris Gayle) নামটা শুনলেই কী মনে হয়? প্রায় সব মানুষের মনে আসবে, বাইশ গজে চার ছয়ের ফুলঝুরি। আইপিএল-এর দৌলতে ক্রিস গেইল এখন পুরোদস্তুর ‘ঘরের ছেলে’। এবার সেই ‘ঘরের ছেলে’র থেকেও ২৬ জানুয়ারি সকালে এল ভারতের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আর সেই প্রসঙ্গে গেইলের ট্যুইটে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কথাও।

ভারতের প্রতি গেইলের ভালোবাসা এর আগেও একাধিকবার দেখা গিয়েছে। এদিন ভারতবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে ট্যুইটারে গেইল লেখেন, ”আমি ভারতকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা জানাতে চাই। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত মেসেজে আমার ঘুম ভাঙল, যা ভারতের জনগণ এবং ওঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের পরিচয়বাহক হয়ে রইল। ইউনিভার্স বসের তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং প্রচুর ভালবাসা।’

আরও পড়ুন: ভোরে পরিবারের চারজন গেলেন কয়লা আনতে, ফিরল মৃতদেহ! লাউদোহায় বীভৎস কাণ্ড

ওয়েস্ট ইন্ডিজের খেলোয়ার হলেও বছরের পর বছর ধরে এদেশে আইপিএল এবং বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে চলেছেন গেইল। ভারতীয়দের প্রতি তাঁর ভালোবাসার কথা এর আগেও একাধিক বার নানা ক্ষেত্রে জানিয়েওছেন ইউনিভার্স বস। ভারতীয়রাও সমানভাবে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ধ্বংসাত্মক এই ব্যাটসম্যানকে। তবে, এবারের আইপিএল তালিকায় নেই গেইলের নাম। যদিও আইপিএল ইতিহাসে ক্রিস গেইলের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে।

আরও পড়ুন: সিট বেল্ট থেকে হেলমেট, কলকাতায় ট্রাফিক আইন ভাঙলে বিপুল জরিমানা বৃদ্ধি! অবশ্যই জানুন…

ভারত উদযাপন করছে ৭৩তম প্রজাতন্ত্র দিবস। দিল্লিতে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য কুচকাওয়াজের অনুষ্ঠান। কোভিড বিধি মেনেই কম সংখ্যক দর্শকের উপস্থিতিতেই পালিত হল প্রজাতন্ত্র দিবস। বুধবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যান্যরা।

Viral Video: Toss-র মধ্যেই মাঠে Chris Gayleকে ঠ্যালা, ভাইরাল ভিডিও নিয়ে নেটিজেনরা অবাক

#কলকাতা:  আবুধাবি টি টেন লিগের (Abu Dhabi T10 League) রোমাঞ্চকর অভিযান শুরু হয়ে গেছে৷ প্রথম দিন থেকে দুরন্ত ক্রিকেট ম্যাচের সাক্ষী হচ্ছেন ক্রিকেট ফ্যানরা৷ শনিবার লিয়াম লিভিংস্টোনের দাপুটে ব্যাটিং দেখেছে দুনিয়া৷  লিভিংস্টোন মাত্র ২৩ বলে ৬৮ রান করে আবুধাবির দলকে বড় জয় এনে দেন৷ লিভিংস্টোনের ব্যাটিং ছাড়া এদিন ফ্যানরা ক্রিস গেইল (Chris Gayle), ডয়েন ব্র্যাভো ও ফ্যাফ ডু প্লেসিকে এক আজব কাণ্ড করতে দেখেন৷ ম্যাচের টসের  (Toss) সময়  সেই কাণ্ড ঘটিয়েছেন তিন ক্রিকেটার৷ স্বাভাবিকভাবেই এই মুহূর্তে সেই হতবাক করা কাণ্ডের ভিডিও ভাইরাল ভিডিও  (Viral Video) হয়ে গেছে৷

আরও পড়ুন – Viral Video: লোকসঙ্গীত গায়িকা হারমোনিয়াম বাজিয়ে গান গাইছিলেন, এক বালতি টাকা মাথার ওপর ঢেলে দিল একটা লোক

দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷

আসলে  আবুধাবি বনাম নর্দান ওয়ারিয়র্স ম্যাচের ঠিক পরেই এই মাঠেই আরেকটি ম্যাচের টস ছিল৷ যা ডয়েন ব্র্যাভোর দিল্লি বুলসের সঙ্গে ফ্যাফ ডু প্লেসির বাংলা টাইগার্সের মধ্যে ছিল৷ দুই দলের অধিনায়কই টসের (Toss) জন্য তৈরি ছিলেন৷ ভাইরাল ভিডিও  (Viral Video) পার্ট টু দেখে নিন৷

এই টসের সময়েই ঘটে সেই রোমাঞ্চকর ঘটনা৷ আবুধাবি টি টেন লিগে  (Abu Dhabi T10 League) ক্রিস গেইল সেখানে পৌঁছে যান৷ ম্যাচ রেফারি নিজে কয়েন ফ্লিপ করে টস (Toss)  করানোর বদলে ক্রিস গেইলকে কয়েন ফ্লিপ করে টস করতে বলেন৷ ক্রিস গেইল দারুণভাবে দায়িত্ব পালন করেন৷

গেইল কয়েন ফ্লিপ করে তাঁর বন্ধু ব্র্যাভো টসে (Toss)  জিতে যায়৷ এরপর দুজনে আনন্দ ফূর্তি করেন৷ গেইল ডু প্লেসিকে গলা মেলাতে গেলে তিনি ইউনিভার্স বসকে ধাক্কা দিয়ে দেন৷ আর টস (Toss)  করতে বলেন৷ এই ঘটনার ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে৷ এই ম্যাচ দিল্লি বুলস ৬ উইকেটে জিতে নেন৷

IPL 2021: ক্রিস গেইল পেয়ে গেলেন ‘রাণী’, প্রবল আনন্দে লাগলেন নাচতে, দেখুন ভিডিও

#কলকাতা: আইপিএল ২০২১ (IPL 2021) এ পঞ্জাব কিংসের  (PBKS)  তারকা ক্রিকেটার ক্রিস গেইল (Chris Gayle) এখনও নিজের দাপট সেভাবে দেখাননি৷ কিন্তু সবসময়েই তাঁকে অগ্রাহ্য করা যায় না৷ তিনি নিজেও বিন্দাস থাকেন আর তাঁর সঙ্গে যাঁরা থাকেন তাঁদেরও হাসিখুশিতে ভরিয়ে রাখেন৷ এবার ফের এক তাঁর ভিডিও সামনে এসেছে৷

এই ভিডিওতে ক্যারাম খেলছেন ক্যারিবিয়ান বস৷ এতে ক্যারাম বোর্ডে লাইন বসিয়ে একটি অতি শক্ত অ্যাঙ্গেল পেরিয়ে গেছেন৷ আর সেই শক্ত অ্যাঙ্গেলের শট মারার পরেই তিনি ঘরের মধ্যেই সেলিব্রেশন শুরু করে দিয়েছেন৷ ঘরের মধ্যেই দেদার দৌড় দিয়েছেন৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ দেখে নিন সেই ভিডিও৷

গেইলের এই ভিডিও পঞ্জাব কিংস নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন৷ এই ভিডিও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচের ঠিক আগেই সামনে এসেছিল৷ ম্যাচের আগে গেইল সঙ্গীদের সঙ্গে ক্যারাম খেলছিলেন৷ পারফেক্ট শটের পরেই তিনি নেচেছেন ৷ ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে ,‘রাণী তো বস কি হোগি’৷

এ মরশুমের গেইলের ক্রিকেটের কথা বললে বলতে হয় ৬ ম্যাচে ১১৯ স্ট্রাইকরেটে ১১৩ রান করেছেন৷ আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে গেইল পুরো স্বমহিমায় ছিলেন৷ প্রভাসিমরণ সিংহ তাড়াতাড়ি আউট হয়ে যান৷ এরপরেই গেইল বিস্ফোরক হয়ে ওঠেন৷ গেইল জেমিসনের ওভারে পাঁচটি চার মারেন৷

পঞ্জাবের ইনিংসের ছয় ওভারে তিনি লাগাতার চারটি চার মারেন৷ এই ওভারটি জেমিসন বল করেছিলেন৷ এই ওভারের শেষ বলেও চার মারেন তিনি৷ অর্থাৎ গেইল ২৪ বলে ৪৬ রান করেন৷ ইনিংসে তিনি ৬ টি চার ও ২ ছক্কা মারেন৷ অর্থাৎ  তাঁর ৩৬ রান বাউন্ডারি থেকে এসেছে৷ স্ট্রাইকরেট ১৯১ বেশি ছিল৷

বোল্টের জন্মদিনের পার্টিতে দেদার ফূর্তি, তারপর দু’বার করোনা পরীক্ষার যা রিপোর্ট পেলেন গেইল!

#জামাইকা: আইপিএল-র ওয়েস্টইন্ডিজের যে ক্রিকেটাররা আসছেন তার মধ্যে ক্রিস গেইল অন্যতম ৷ এই তারকার ধামাকা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমী দর্শক৷ তবে হঠাৎই তাঁকে নিয়ে প্রশ্ন উঠে গেল৷  কারণ সম্প্রতি জন্মদিনের পরেই করোনা পজিটিভ হয়েছেন উসেইন বোল্ট৷ আর বোল্টের পার্টিতে গিয়েছিলেন ক্রিস গেইলও৷ জামাইকায় বোল্টের বার্থডে ব্যাশে অংশ নিয়েছিলেন পার্টিপ্রেমী গেইল৷

বোল্ট পজিটিভ জানার পর ২ বার ধরে গেইল নিজের করোনা পরীক্ষা করান৷ আর সুখবর, তাতে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে৷ জামাইকাতে বোল্টের জন্মদিনের পার্টির থিম ছিল ‘বিগব্যাশ মাস্ক ফ্রি জামাইকা’৷

বোল্ট জানিয়েছেন, তিনি শনিবার টেস্ট করিয়েছিলেন৷ নিজের বার্থডে ব্যাশে একদল পার্টিপ্রেমীরা জামাইকার গায়ক কফি সুপারহিট গান লকডাউন গান৷ গেইল সোশ্যাল মিডিয়ায় গেইল পার্টি করার পর সুখবর জানিয়েছেন তাঁর রিপোর্ট দু’বার নেগেটিভ এসেছে৷

 

View this post on Instagram

 

My emotions makes me strong ??

A post shared by KingGayle ? (@chrisgayle333) on

গেইল নিজে লিখেছেন, ‘দিন দুয়েক আগে আমার প্রথম কোভিড ১৯ পরীক্ষা করা হয়েছিল৷ কারণ আমি আইপিএল খেলতে যাব৷ যাওয়ার আগে আমার দু’বার করোনা পরীক্ষা দরকার ছিল৷ ’ এরপর তিনি আরেকটি পোস্টে লেখেন ,‘শেষেরটা আমার নাকের খুব ভিতরে চলে গিয়েছিল, যাক রেজাল্ট নেগেটিভ৷ ’

ক্রিস গেইল কেএল রাহুলের নেতৃত্বাধীন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলবেন৷ ২০১৯ -র মরশুমে তিনি ৩৬৮ রান করেছিলেন৷