রেফারিকে মারধর‌ করার অভিযোগ

ফুটবল ম্যাচে হেরে রেফারিকে মারধর পুলিশ দলের! রক্তারক্তি কাণ্ড জলপাইগুড়িতে! ‌

জলপাইগুড়ি: ফুটবল ম্যাচ শেষে একজন রেফারিকে মারধর‌ করার অভিযোগ উঠল জলপাইগুড়িতে। চাঞ্চল্যকর এই ঘটনায় ক্ষুব্ধ রেফারি অ্যাসোসিয়েশনের সদস্যরা।

জেলা জুড়ে বিভিন্ন ফুটবল ম্যাচ খেলা‌ পরিচালনা না করার হুমকি দেন‌ তারা। বিষয়টি নিয়ে মঙ্গলবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্যরা।

আরও পড়ুন- ডেঙ্গিতে ৫ দিনে জ্বর না কমলে মৃত্যুও হয়! কীভাবে বাঁচবেন বলে দিলেন ডাক্তার, জানুন

অভিযোগ, জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে আয়োজিত একটি‌ ফুটবল ম্যাচে পুলিশ দল হেরে যাওয়ার পর অশোক কুমার রায় নামে একজন রেফারিকে মারধর‌ করা হয়।

আহত‌ ওই রেফারিকে সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার‌ প্রতিবাদে জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্যরা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এসে ক্ষোভ প্রকাশ করেন।

আরও পড়ুন- ধ্বংসের মুখে অমূল্য ইতিহাস! লালগোলা রাজবাড়ি পর্যটনকেন্দ্র না হয়ে অবলুপ্তির পথে

অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। তা না হলে জেলা জুড়ে বিভিন্ন ফুটবল ম্যাচ পরিচালনা না করার হুমকি দেন‌ জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি প্রধান হেমব্রম। তিনি বলেন, পুলিশ ফুটবল দলের ওই খেলোয়ার দের তিন বছরের জন্য সাসপেন্ড করা হতে পারে।

সুরজিৎ দে