ভারতের প্রথম সংস্থা হিসেবে চলতি অর্থবর্ষে ১০ লক্ষ কোটি টাকা আয় রিলায়েন্স-এর, জানালেন মুকেশ আম্বানি

মুম্বই: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) চেয়ারম্যান মুকেশ আম্বানি বৃহস্পতিবার বলেছেন, কোম্পানি FY24-এ ১০,০০,১২২ কোটি ($১১৯.৯ বিলিয়ন) টাকার রেকর্ড টার্নওভার করেছে, যা ভারতের প্রথম কোম্পানি হিসেবে রেকর্ড। ১০ ​​লক্ষ কোটি ($১১৯.৯ বিলিয়ন) টাকার বার্ষিক আয় হয়েছে সংস্থার।

মুকেশ আম্বানি বৃহস্পতিবার কোম্পানির ৪৭ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সময় RIL শেয়ারহোল্ডারদের উদ্দেশে ভাষণ এ কথা জানান।

রিলায়েন্সের EBITDA দাঁড়িয়েছে ১,৭৮,৬৭৭ কোটি টাকা ($২১.৪ বিলিয়ন), নেট লাভ ছিল ৭৯,০২০ কোটি টাকা ($৯.৫ বিলিয়ন), তিনি বলেন। EBITDA হল সুদ, কর, এবং পরিশোধের আগে উপার্জনের হিসেব।

আরও পড়ুন- আগামী ২০-৩০ বছর পর কত টাকা থাকলে আরামে জীবন কাটাতে পারবেন ? বুঝে নিন হিসেব

“রিলায়েন্সের রপ্তানি ছিল ২,৯৯,৮৩২ কোটি টাকা ($৩৫.৯ বিলিয়ন), যা ভারতের মোট পণ্য রপ্তানির ৮.২ শতাংশ। রিলায়েন্স গত তিন বছরে ৫.২৮ লক্ষ কোটি টাকার ($৬৬.০ বিলিয়ন) বেশি বিনিয়োগ করেছে,” আম্বানি বলেন।

রিলায়েন্স ২০২৩-২৪ অর্থবছরে বিভিন্ন কর এবং শুল্কের মাধ্যমে ₹১,৮৬,৪৪০ কোটি ($২২.৪ বিলিয়ন) অবদান রেখে জাতীয় কোষাগারে একক বৃহত্তম অবদানকারী হিসাবে রয়ে গিয়েছে। গত তিন বছরে, রাজকোষে রিলায়েন্সের অবদান ₹৫.৫ লক্ষ কোটি টাকা, যা যে কোনও ভারতীয় কর্পোরেটের মধ্যে সর্বোচ্চ।

“আমাদের আত্মনির্ভর হওয়ার প্রচেষ্টা ধাীরে ধীরে সাফল্য পাচ্ছে।  শুধুমাত্র গত চার বছরে গবেষণায় আমাদের খরচ ₹১১,০০০ কোটি টাকার বেশি,” বলছিলেন মুকেশ আম্বানি।

RIL চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেছেন, রিলায়েন্সের মিডিয়া ব্যবসা ১০ হাজার কোটি টাকার রাজস্ব অর্জন করেছে। Viacom18 বিনোদনে দুর্দান্ত দক্ষতা দেখিয়েছে। ৬২ শতাংশের বৃদ্ধি হয়েছে।

আরও পড়ুন- আজ সোনার দাম বাড়ল না কমল ? দেখে নিন ১ ভরি সোনা কিনতে কত খরচ হবে ?

নিউজ 18, সিএনবিসি-টিভি18, সিএনএন-নিউজ 18, মানিকন্ট্রোল এবং ফার্স্টপোস্ট সহ সংবাদমাধ্যমের ব্যবসাও দু্র্দান্ত সাফল্য পেয়েছে। JioCinema এবং Colors-এর বৃদ্ধির কথাও উল্লেখ করেছেন তিনি।

রিলায়েন্স রিটেলও ব্যবসায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে জানানো হয়েছে।