দুর্গা মূর্তি নির্মাণে ব্যস্ত শিল্পী

Durga Puja 2024: প্রাচীন মদনমোহন মন্দিরে বসে ২০০ বছরের প্রাচীন দুর্গোৎসবের আসর, প্রস্তুতি তুঙ্গে

সার্থক পণ্ডিত, কোচবিহার: কোচবিহারের রাজ আমলে স্থাপিত অন্যতম আকর্ষণীয় ও ঐতিহ্যবাহী নিদর্শন মন্দির হল মদনমোহন বাড়ি। তবে এই মন্দিরের একেবারে বাঁ দিকে রয়েছে কাঠামিয়া মন্দির। যেখানে করা হয় দেবতাদের মূর্তি পুজো। এই মন্দিরে দুর্গাপুজোর সময় করা হয় দুর্গা পুজো। তবে এই পুজো প্রায় ২০০ বছরেরও বেশি সময় আগে থেকে শুরু করা হয়েছিল। এই মূর্তি তৈরির কারিগরেরা দীর্ঘ সময় ধরে বংশ পরম্পরায় এই মূর্তি তৈরি করে আসছেন রাজ আমল থেকেই। এই দুর্গামূর্তি নির্মাণ করা হয় কোচবিহারের গুঞ্জবাড়ি এলাকায় থাকা ডাঙর আই মন্দিরে।

বর্তমানে এই দুর্গা মূর্তির প্রধান কারিগর সৌভিক পাল জানান, ‘‘দীর্ঘ সময় আগে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুর তাঁর দাদুকে ওপার বাংলা থেকে নিয়ে এসেছিলেন এখানে মূর্তি নির্মাণের জন্য। তখন থেকেই রাজ পরিবারের মূর্তি নির্মাণের কারিগর হিসেবে কাজ করছেন তাঁরা। বর্তমানে এটা তাঁদের পঞ্চম প্রজন্ম। দীর্ঘ সময় বাদেও মূর্তির ধরন ও কাঠামো কিছুই পরিবর্তন হয়নি। মূর্তির কাঠামো আজও একই রয়েছে। তবে বেশ কিছু সংস্কার করা হয়েছে মূর্তির প্রধান কাঠামোয়। রথের মেলার পর কাঠামো পুজো করে শুরু হয় মূর্তি তৈরির কাজ।’’

আরও পড়ুন : আজ অন্নদা একাদশী! বৃহস্পতিবার ভাদ্রমাসের সর্বশ্রেষ্ঠ এই একাদশী তিথি কত ক্ষণ আছে? শুভ সংযোগের মুহূর্ত কখন? জানুন পঞ্জিকা কী বলছে

প্রতিমা শিল্পী সৌভিক পাল আরও জানান, ‘‘এই দুর্গা প্রতিমার মহালয়ার দিন করা হয় দেবীর চক্ষুদান। দীর্ঘ সময় ধরে এই নিয়মনীতি মেনেই মূর্তি তৈরি থেকে শুরু করে মূর্তিপুজো পর্যন্ত সমস্ত কিছু একই রয়েছে।” শিল্পীর স্ত্রী সুস্মিতা পাল জানান, রাজ আমলের এত প্রাচীন একটি পুজোর মূর্তি তাঁর স্বামী তৈরি করেন ভেবেই অনেকটা আনন্দ লাগে। মূলত সেই কারণেই তাঁদের মধ্যে বেশ উদ্দীপনা কাজ করে এই পুজোকে ঘিরে। বিগত বছর থেকে তিনি এই মূর্তি নির্মাণের কাজ দেখছেন।

বর্তমান সময়ে মদনমোহন বাড়ির দুর্গাপুজোকে কেন্দ্র করে বেশ অনেকটাই উদ্দীপনা দেখতে পাওয়া যায় সাধারণ মানুষের মধ্যে। বহু দর্শনার্থী ও পুণ্যার্থীরা ভিড় জমান এই মূর্তি নির্মাণের কাজ দেখতে।