Remal Cyclone Update: বন্ধ ফেরি, একটানা বৃষ্টি, দমকা-দামাল হাওয়া, রিমলের প্রভাবে বিপর্যস্ত পূর্ব বর্ধমান

পূর্ব বর্ধমান: ঘূর্ণিঝড় রিমলের ভালই প্রভাব পড়ল পূর্ব বর্ধমান জেলায়। দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে চলছে একটানা বৃষ্টি। দুর্যোগ মোকাবিলায় কন্ট্রোল রুম খুলেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। কন্ট্রোল রুম খোলা হয়েছে কালনা, কাটোয়াতেও।

রিমলের জেরে বন্ধ নদিয়া – পূর্ব বর্ধমান সংযোগকারী শান্তিপুর – কালনা নৃসিংহপুর ফেরিঘাট। বন্ধ যাত্রী ও ভেসেল পরিষেবা। রিমলের জেরে গতকাল রাত থেকে বন্ধ ভাগীরথীর কালনা – শান্তিপুর  সংযোগকারী নৃসিংহপুর ফেরিঘাট। কাটোয়াতেও ভাগীরথীতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দু’দিন আগে থেকেই ঘূর্ণিঝড়ের কারণে লাগাতার প্রচার চালানো হয়েছিল প্রশাসনের তরফে। ফেরিঘাট বন্ধ রাখার কথা আগেই বলা হয়েছিল। তবে তীব্র ঝোড়ো হাওয়া এবং ব্যাপক বৃষ্টির কারণে গতকাল রাতেই বন্ধ হয়েছে নৃসিংহপুর ফেরিঘাট। ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে নিত্যযাত্রীরা। কেউ ঘাটে বসেই পারাপারের অপেক্ষায় রয়েছেন। কেউ আবার বিকল্প রাস্তায় গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। বৃষ্টির কারণে বাস এবং অটো চলাচল কম। রাস্তায় মানুষে দেখা নেই বললেই চলে।

ঝড়ের কারণে জেলার অনেক এলাকাতেই গাছ ভেঙেছে। ঝুলে গিয়েছে বৈদুতিক তার। রিমল ঘূর্ণিঝড় মোকাবিলায় কন্ট্রোলরুম খুলেছে কাটোয়া পুরসভা। রিমল  আতঙ্ক কাটাতে এবং শহরবাসীকে ঝড়ের সম্পর্কে সতর্ক করতে রবিবার  সন্ধে থেকে শহরে মাইকে প্রচার শুরু করে পুরসভা কর্তৃপক্ষ। নাগরিকদের সবরকম সাহায্য কর‍তে চব্বিশ ঘণ্টা কন্ট্রোলরুম খোলা থাকবে বলে পুর কর্তৃপক্ষ জানান।কাটোয়া পুরসভার কন্ট্রোল রুমের নম্বর 8918159867

ঘূর্ণিঝড় রিমল মোকাবিলায় তৎপর কালনা পৌরসভাও। কালনা পৌরসভার রবীন্দ্র ভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এ প্রসঙ্গে  কনজারভেন্সি বিভাগের সভাপতি তথা দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিল বসু জানান, ” যে-কোনও বিপর্যয়ের জন্যই আমরা রবিবার থেকেই তৈরি রয়েছি।  ডিজাস্টার ম্যানেজমেন্ট-এর কর্মীদের পাশাপাশি গাছ কাটা,গাছ তোলার  সমস্ত উপকরণ মজুদ রাখা হয়েছে। রবিবারের মত সোমবারও ২৪ ঘণ্টা  খোলা থাকছে এই কন্ট্রোল রুম।”