Remal Cyclone Update: Red Alert- এ কলকাতা! তাণ্ডব শুরু সাইক্লোনের, হুড়মুড়িয়ে বৃষ্টি, শনশন হাওয়া, কতক্ষণ চলবে সাইক্লোনের খেলা

Cyclone Remal: ঝমঝম বৃষ্টি, হু হু হাওয়া, ভোরবেলা থেকেই কলকাতার আবহাওয়ায় বড়সড় বদল৷ ভাবছেন এটাই সাইক্লোন রিমল! এটা ছিল জাস্ট ব্লকব্লাস্টারের ট্রেলর৷ সিনেমা নয় মেগা ডিজাস্টারের খেলা শুরু হল জাস্ট কেকেআর তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হতেই কলকাতায় শুরু হয়ে গেল আবহাওয়ার তোলপাড়৷ আর আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে রবিবারের পর সোমবারেও কলকাতায় হবে তুমুল তোলপাড়৷
Cyclone Remal: ঝমঝম বৃষ্টি, হু হু হাওয়া, ভোরবেলা থেকেই কলকাতার আবহাওয়ায় বড়সড় বদল৷ ভাবছেন এটাই সাইক্লোন রিমল! এটা ছিল জাস্ট ব্লকব্লাস্টারের ট্রেলর৷ সিনেমা নয় মেগা ডিজাস্টারের খেলা শুরু হল জাস্ট কেকেআর তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হতেই কলকাতায় শুরু হয়ে গেল আবহাওয়ার তোলপাড়৷ আর আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে রবিবারের পর সোমবারেও কলকাতায় হবে তুমুল তোলপাড়৷
এদিকে সাইক্লোন যেভাবে বয়ে যাবে তাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে সাইক্লোনের আই মুভ করবে, ফলে দাপটের সঙ্গে হবে ভারী থেকে অতিভারী বৃষ্টি৷
এদিকে সাইক্লোন যেভাবে বয়ে যাবে তাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে সাইক্লোনের আই মুভ করবে, ফলে দাপটের সঙ্গে হবে ভারী থেকে অতিভারী বৃষ্টি৷
আইএমডি-র পূর্বাভাস অনুসারে পুরো মাত্রায় বৃষ্টি হলে ঝড় বৃষ্টির রেড অ্যালার্টে কলকাতায় ১০০ মিলি-র ও বেশি বৃষ্টি হওয়ার কথা ৷
আইএমডি-র পূর্বাভাস অনুসারে পুরো মাত্রায় বৃষ্টি হলে ঝড় বৃষ্টির রেড অ্যালার্টে কলকাতায় ১০০ মিলি-র ও বেশি বৃষ্টি হওয়ার কথা ৷
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে হাওয়ার দাপট৷ তবে সন্ধ্যা সাতটার পর হাওয়ার তাণ্ডব তুমুল হবে৷ রাত নটা নাগাদ কলকাতার উপর দিয়ে ঘণ্টায় ৯৪ কিমি প্রতি ঘণ্টা গতিতে বয়ে যাচ্ছে হাওয়া৷
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে হাওয়ার দাপট৷ তবে সন্ধ্যা সাতটার পর হাওয়ার তাণ্ডব তুমুল হবে৷ রাত নটা নাগাদ কলকাতার উপর দিয়ে ঘণ্টায় ৯৪ কিমি প্রতি ঘণ্টা গতিতে বয়ে যাচ্ছে হাওয়া৷
তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ইতঃস্তত বিক্ষিপ্ত বৃষ্টি হবে৷ তবে ছটা  নাগাদ বৃষ্টি একটু কম হলেও সন্ধ্যা সাতটা থেকে প্রবল বেগে বইবে হাওয়া৷ সঙ্গে লাগাতার প্রবল গতিতে বৃষ্টিপাত জারি থাকবে৷ রাত বারোটা পর্যন্ত প্রবল গতিতে বয়ে যাবে হাওয়া৷
তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ইতঃস্তত বিক্ষিপ্ত বৃষ্টি হবে৷ তবে ছটা  নাগাদ বৃষ্টি একটু কম হলেও সন্ধ্যা সাতটা থেকে প্রবল বেগে বইবে হাওয়া৷ সঙ্গে লাগাতার প্রবল গতিতে বৃষ্টিপাত জারি থাকবে৷ রাত বারোটা পর্যন্ত প্রবল গতিতে বয়ে যাবে হাওয়া৷
এদিকে সমুদ্রের উপর প্রবল বেগে শক্তি সঞ্চয় করছে সাইক্লোন৷ এরপর সেটি কিন্তু লেটেস্ট আপডেট অনুসারে বদলে গেল ল্যান্ডফলের জায়গা৷ বাংলাদেশের মঙ্গলার দক্ষিণ-পশ্চিমে হবে Cyclone Remal -র ল্যান্ডফল৷ রাত বারোটা নাগাদ প্রবল বেগে আছড়ে পড়বে এই Severe Cyclonic Storm৷
এদিকে সমুদ্রের উপর প্রবল বেগে শক্তি সঞ্চয় করছে সাইক্লোন৷ এরপর সেটি কিন্তু লেটেস্ট আপডেট অনুসারে বদলে গেল ল্যান্ডফলের জায়গা৷ বাংলাদেশের মঙ্গলার দক্ষিণ-পশ্চিমে হবে Cyclone Remal -র ল্যান্ডফল৷ রাত বারোটা নাগাদ প্রবল বেগে আছড়ে পড়বে এই Severe Cyclonic Storm৷
অন্যদিকে কলকাতার উপর দিয়ে ঘণ্টায় ৯০ -র বেশি কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বয়ে গেলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বয়ে যাবে৷
অন্যদিকে কলকাতার উপর দিয়ে ঘণ্টায় ৯০ -র বেশি কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বয়ে গেলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বয়ে যাবে৷
সমুদ্র উপকূলের জেলাগুলিতেও প্রবল হাওয়ার তাণ্ডব জারি থাকবে৷ সঙ্গে জারি থাকবে প্রবল বৃষ্টি৷ সব মিলিয়ে আগামী দুদিন বাংলার জেলায় জেলায় চলবে প্রবল তোলপাড়৷
সমুদ্র উপকূলের জেলাগুলিতেও প্রবল হাওয়ার তাণ্ডব জারি থাকবে৷ সঙ্গে জারি থাকবে প্রবল বৃষ্টি৷ সব মিলিয়ে আগামী দুদিন বাংলার জেলায় জেলায় চলবে প্রবল তোলপাড়৷
বাংলাদেশের হ্যামিলটন দ্বীপ, পশ্চিমবঙ্গের গোসাবা, কুমিরমারি, মরিচঝাঁপি, হাসনাবাদ. টাকির উত্তর পূর্ব দিক দিয়ে ল্যান্ডফল পক্রিয়া শুরু হয়ে গেল৷ Photo Courtesy- Windy
বাংলাদেশের হ্যামিলটন দ্বীপ, পশ্চিমবঙ্গের গোসাবা, কুমিরমারি, মরিচঝাঁপি, হাসনাবাদ. টাকির উত্তর পূর্ব দিক দিয়ে ল্যান্ডফল পক্রিয়া শুরু হয়ে গেল৷ Photo Courtesy- Windy
শুরু হয়ে গেল সাইক্লোনের ল্যান্ডফল প্রক্রিয়া৷ সমুদ্রের উপর দিয়ে প্রবল পরিমাণে জলীয় বাষ্প শোষণ করে যখন সাইক্লোন ক্রমশ শক্তি বৃদ্ধি করে প্রথম মাটিতে স্পর্শ করে তখনই তাকে বলা হয় ল্যান্ডফল৷ Photo- Windy
শুরু হয়ে গেল সাইক্লোনের ল্যান্ডফল প্রক্রিয়া৷ সমুদ্রের উপর দিয়ে প্রবল পরিমাণে জলীয় বাষ্প শোষণ করে যখন সাইক্লোন ক্রমশ শক্তি বৃদ্ধি করে প্রথম মাটিতে স্পর্শ করে তখনই তাকে বলা হয় ল্যান্ডফল৷ Photo- Windy