গোখরো উদ্ধার করতে গিয়ে ছোবলে মৃত্যু উদ্ধারকারীর

জালে আটকে ছিল গোখরো, তার পরই ভয়ানক ঘটনা! হাওড়ায় সাপ উদ্ধারকারীর মর্মান্তিক পরিণতি

হাওড়া: জালে আটকে পড়া গোখরো উদ্ধার করতে গিয়ে ছোবলে মৃত্যু উদ্ধারকারীর! মর্মান্তিক এই ঘটনা হাওড়ার খসমড়ায়।

মঙ্গলবার সকালে হাওড়া খসমড়া বাজার সংলগ্ন এক ব্যক্তির বাগানে দেওয়া জালে আটকে পড়ে বিষধর গোখরো সাপ। সাপটিকে উদ্ধার করার খবর পৌঁছয় হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্যদের কাছে।

উদ্ধার করতে শুভঙ্কর কোলে এবং চিত্রক প্রামানিক পার্শ্ববর্তী গ্রাম থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। ঘটনাস্থল অর্থাৎ খসমড়া পৌঁছানোর আগেই খবর আসে‌, তাঁদের আগেই ওই সাপ উদ্ধার করতে পৌঁছেছেন উদ্ধারকারী ইন্দ্রজিৎ আদক।

আরও পড়ুন- বাড়ি থেকে পালিয়েছিলেন কলকাতার তরুণী, বর্ধমানে হয়ে গেল চরম সর্বনাশ

৪৪ বছর বয়সী ইন্দ্রজিৎ পেশায় ফিজিওথেরাপিস্ট। পরিবেশ এবং বন্যপ্রাণ রক্ষার কাজে দীর্ঘদিন যুক্ত তিনি। বিশেষ করে রাজ্য প্রাণীর সংরক্ষণে একজন দায়িত্ববান নাগরিক হিসেবে বিশেষ পরিচিত।

আরও জানা যায়, অন্য বন্যপ্রাণ এবং বিষধর সাপ উদ্ধারেরও অভিজ্ঞতা রয়েছে তাঁর। দীর্ঘ প্রায় কুড়ি বছরের বেশী সময় বন্যপ্রাণ এবং পরিবেশ রক্ষার কাজে যুক্ত তিনি।

মঙ্গলবার খবর পেয়ে গোখরোটি উদ্ধার করতে গিয়েছিলেন ইন্দ্রজিৎ। জাল থেকে সাপটি খোলার সময় অসাবধানবশত তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলে সাপটি ছোবল মারে।

বিষধর সাপ কামড়ানোর পর যত দ্রুত সম্ভব চিকিৎসা কেন্দ্রে পৌঁছানো প্রয়োজন। যত সময় অতিবাহিত হবে ততই জীবনের ঝুঁকি বাড়বে। সাপ কামড়ানোর এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত সময় অত্যন্ত মূল্যবান।

আরও পড়ুন- বিদায় হয়নি বৃষ্টির! কবে থেকে বদল আবহাওয়ায়? দুর্যোগে কী বরবাদ পুজো?

বিষধর গোখরো কামড়ানোর প্রায় দু’ঘন্টা পর স্থানীয় কয়েকজনের সাহায্যে পাঁচলা গাববেরিয়া স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছন ইন্দ্রজিৎ আদক। ততক্ষণ অনেকখানি সময় পার হয়ে যায়।

অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় উলুবেড়িয়া হাসপাতালে। কিন্তু গাববেড়িয়া থেকে উলুবেড়িয়া হাসপাতালে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রাকেশ মাইতি