দুশ্চিন্তায় দিন কাটছে সুন্দরবনের বাসিন্দাদের৷

South Bengal weather: পূর্ণিমার ভরা কোটাল, তার উপর নিম্নচাপের চোখ রাঙানি! জোড়া ফলায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীর

বিশ্বজিৎ হালদার, কাকদ্বীপ: চলছে পূর্ণিমার ভরা কোটাল। তার উপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে সোমবার রাতে দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হয়েছে উপকূলীয় এলাকায়।এই পরিস্থিতিতে দুইয়ের জোড়া ফলায় আতঙ্কে রয়েছেন সুন্দরবনবাসী।

রবিবার রাত থেকেই নদী ও সমুদ্রে জল বাড়তে শুরু করেছে । এখনও পর্যন্ত সাগর, পাথরপ্রতিমা, নামখানা ও কাকদ্বীপ এলাকার বহু নদীর বাঁধ বেহাল অবস্থায় রয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে আপদকালীন জরুরি ভিত্তিতে নদী বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। তা সত্ত্বেও রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর।

আরও পড়ুন: মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি, কলকাতা পুলিশের নজরে আনলেন অভিনেত্রী নিজেই

স্বাভাবিকের তুলনায় নদীর জল বেশি উচ্চতায় বাড়লে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। নদী বাঁধ তীরবর্তী এলাকার বাসিন্দারা তাই বেহাল নদী বাঁধের উপর নজর রেখেছেন। পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।

আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে, দক্ষিণ বাংলাদেশের উপর থেকে নিম্নচাপ সরে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করেছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি আগামী দু তিন দিনে ঝাড়খণ্ডের দিকে যাবে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বাংলার পর ঝাড়খণ্ড, বিহারেও অতিবৃষ্টির সতর্কতা থাকছে। যার জেরে নতুন করে নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা দক্ষিণবঙ্গে।