রাতে রাস্তায় পৌরবাসী 

North 24 Parganas News: ঘরের মধেই ভয়ঙ্কর বিপদ…! বাড়ি ছেড়ে আতঙ্কে রাতভর রাস্তায় কাটাল এলাকাবাসী, কারণ জানলে আঁতকে উঠবেন

বসিরহাট: বাড়িতে থৈ থৈ জল, রাতভর রাস্তায় এলাকাবাসী।গত কয়েক দিনের বর্ষায় জল যন্ত্রণায় যেন এতটুকুও রক্ষে নেই। বাড়ির আশেপাশে জলে ভর্তি, কখনও সাপ, বিচ্ছু থেকে বিষাক্ত পোকামাকড়ও উঠে আসছে ঘরে। এর ফলে কখনও কখনও সেই সমস্ত বিষাক্ত পতঙ্গের কামড়েও ক্ষত-বিক্ষত হতে হচ্ছে। জল যন্ত্রণায় চরম দুর্ভোগ ঘর থেকে বেরিয়ে এবার রাস্তায় আশ্রয় নিল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পৌর নাগরিকরা।

মূলত, জল নিকাশির ব্যবস্থা বেহাল হাওয়াই এমন জল যন্ত্রণায় পড়তে হচ্ছে এলাকাবাসীর। বসিরহাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তাঁতি পাড়ায় জল যন্ত্রণা নিয়ে মালঞ্চ রোড অবরোধ এলাকাবাসীদের। বর্ষার জল দীর্ঘদিন ধরে নিকাশি হচ্ছে না ঘরের ভেতরে জল জমে রয়েছে বাড়ি থেকে বাইরে বেরোতে পারছে না। একটু বৃষ্টি হলেই জল জমে থাকে। জল নিকাশি ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ভুগছে পৌরবাসী। কার্যত বাড়িতে থাকতে না পেরে এদিন রাতভর বসিরহাট মালঞ্চ রোডের উপর অবস্থান করেন এলাকাবাসী। তাদের দাবি, প্রশাসন যদি জল নিকাশি ব্যবস্থা সময়ে না করে তত সময় পর্যন্ত তারা রাস্তাতেই থাকবে।

আরও পড়ুন-    ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

একদিকে ঘরের ভেতর বিষাক্ত পোকামাকড়ের বাসা বাঁধছে অন্যদিকে ওয়ার্ড বাসিরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, জ্বর, সর্দি, কাশি তো লেগেই রয়েছে তাই তাদের ধৈর্যের বাঁধ ভেঙে বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে। রাতভর অবস্থান বিক্ষোভের পরও সকাল থেকেও অনড় বিক্ষোভকারীরা। বিক্ষোভের ফলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে বসিরহাট মালঞ্চ রোড।

জুলফিকার মোল্যা